Category Archives: প্রতিদিনের অনলাইন

সিলেট শাহজালাল (র.)বার্ষিক ওরস সোম ও মঙ্গলবার..

হযরত শাহজালাল (র.) মাজারের ৬৯৫তম বার্ষিক ওরস আগামী ১৯ ও ২০ জিলক্বদ মোতাবেক ১৫ ও ১৬ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ।ওরস পালনের কর্মসূচির মধ্যে ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব থেকে পশু জবাই, ১৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো।রাতে শব্বিনা খতম, কোরান খানি ও রাত দুইটা পর্যন্ত জিকির আজকার। এরপর ভক্তিমূলক গজল, রাত তিনটায় আখেরি মোনাজাত শেষে ১৬ সেপ্টেম্বর ভোরে শিরনি বিতরণ করা হবে।  ওরসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।এছাড়া পুলিশের পক্ষ থেকেও আলাদাভাবে আরো ৫/৬টি সিসি ক্যামেরা বসানো হবে। থাকবে মাজার কর্তৃপক্ষের আড়াই হাজার নিরাপত্তা কর্মী। সেই সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা ...

বাহুবল মডেল প্রেস ক্লাবের সেক্রেটারীর মা আর নেই…

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম শামছুদ্দিনের আম্মা শনিবার বেলা সাড়ে ৪ টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাৎক্ষনিক শোক প্রকাশ করেছেন করাঙ্গী নিউজ পরিবার। তারা মরহুমার আত্নার মাগফেরাত কামনা করে পরিবারকে শোক কাটিয়ে উঠার তৈফিক কামনা করেছেন

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান বাড়ছে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোরাকারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের ৩০টি পয়েন্ট দিয়ে দেশে ব্যাপকভাবে চোরাচালানের পণ্য প্রবেশ করছে। বর্তমানে এসব পয়েন্ট ব্যবহার করে ওষুধ ও মাদকদ্রব্যসহ ৫০ প্রকারের পণ্য আসছে। একইভাবে কয়েকটি রূট দিয়ে চামড়া, বন্য প্রাণী ও সাবানসহ ৩৬ ধরনের পণ্য ভারতে পাচার হয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বিভাগীয় প্রশাসন থেকে সীমান্তবর্তী সকল জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে। সমপ্রতি খুলনা বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর- এ ৬ জেলার ৩০টি পয়েন্ট এবং নৌপথ দিয়ে বর্তমানে চোরাচালানের পণ্য আসা-যাওয়া করছে। সীমান্তবর্তী এ পয়েন্টগুলো হচ্ছে যশোরের বেনাপোল, বেনাপোল আইসিপি, শাহজাদপুর, মশিলা, হিজলী, বর্ণি, যাদবপুর, পুটখালী, দৌলতপুর ও ...

ছাতকে ৫দিন ধরে গৃহবধূ নিখোঁজ

ছাতকে আবারো নখিোঁজ হওয়ার ঘটনা ঘটছে।ে এবার নখিোঁজ হয়ছেে জলি রানী কর (২২) নামরে এক গৃহবধূ। গত ৮সপ্টেম্বের গোবন্দিগঞ্জ পয়ন্টে থকেে সে নখিোঁজ হয়। সে সংিচাপইড় ইউনয়িনরে সংিচাপইড় গ্রামরে নপিু মালাকাররে স্ত্রী। এ ঘটনায় ৯সপ্টেম্বের জলি রানীর ভাই রনজৎি কর ছাতক থানায় একটি জডিি (নং-৪২৯) করনে। জানা যায়, ঘটনার দনি স্বামীর বাড়ি থকেে জলি রানী ভাইয়রে বাড়ি ছাতক পৌর শহররে তাতকিোনা গ্রামে যায়। ভাইকে না পয়েে পুনরায় বাড়ি ফরোর পথে গোবন্দিগঞ্জ পয়ন্টে থকেে সে নখিোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যায়ন।ি

প্রস্তুত মেসি, নেইমার

মওসুমের প্রথমবারের মতো আজ এক সঙ্গে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি ও নেইমার। ঘরের মাঠে আটলেটিক বিলবাওয়ের বিপক্ষে দুই তারকাকে এক সঙ্গে পাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির কোচ লুইস এনরিকে জানিয়েছেন, মেসি মাঠে নামার জন্য সম্পূর্ন প্রস্তুত। সে দলের সঙ্গে অনুশীলন করছে। নেইমারও মাঠে নামার জন্য ফিট রয়েছে।’ ভিয়ারিয়ালের বিপক্ষে পায়ের পেশিতে চোট পান মেসি। এ কারণে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। আর গোড়ালির চোটের কারণে এলচের বিপক্ষে লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। ভিয়ারিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শেষ ত্রিশ মিনিট খেলেন ব্রাজিল তারকা। বার্সেলোনাই একমাত্র দল যারা এবারের লা লীগায়  মওসুমের প্রথম দুটি ম্যাচেই জিতেছে। তবে বিলবাওয়ের প্রতি প্রতি সমীহের কমতি নেই এনরিকের। তিনি ...

রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী..

রাহুল গান্ধীকে চুমু খাওয়ার অপরাধে আসামে স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী। ওই মহিলাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালায় তার স্বামী। কয়েকদিন আগে আসাম সফরে যান রাহুল গান্ধী। এ সময় রাহুল ভক্ত কংগ্রেস ওয়ার্ড কমিটির সদস্যা বোন্টি তাকে প্রকাশ্যে চুমু খেয়েছিলেন।বোন্টির গায়ে আগুন লাগানোর পর নিজেও আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে তার স্বামী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, রাহুল গান্ধীকে চুমুর খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। তারপরই বোন্টির গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী।গত বুধবার রাহুল আসাম সফরে গিয়েছিলেন। জোরহাটের সমাবেশে রাহুলের চিবুকে চুমু খেয়ে তাকে স্বাগত জানান বোন্টি। সেই অপরাধেই এই নির্মম পরিণতি হলো।বুধবার রাতেই মহিলাকে পুড়িয়ে মারা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ এই ...

কুকুরের সঙ্গে তরুণীর বিয়ে..

রূপের ঝলকানিতে পাড়ার যে কোন ছেলের চোখের ঘুম কেড়ে নেয় ১৮ বছরের মাঙ্গলি মুণ্ডা। পেছনে লাইনও একেবারে কম নয়। মাঙ্গলির জন্য তার অবর্তমানে পাড়ার যুবকদের ঝগড়া-বিবাদ জড়িয়ে মাথা ফাটানোর ঘটনাও দু’চারটি রয়েছে। সেই মাঙ্গলির কিনা বিয়ে হল একটি কুকুরের সঙ্গে।ভারতের ঝাড়খণ্ডের এক প্রত্যন্ত গ্রামের সুন্দরী তরুণী মাঙ্গলি মুন্ডা। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামকে অপদেবতার হাত থেকে বাঁচাতেই এই উদ্যোগ।এ খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে। ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন সমাজকর্মীদের একাংশ।স্থানীয় সূত্রে খবর, গ্রামের বড়রা মাঙ্গলি মুণ্ডার হাত দেখে বলেন, কোনও পুরুষের সঙ্গে তাঁর বিয়ে হলে তা মুণ্ডা পরিবার ও সম্প্রদায়ের ধ্বংস ডেকে আনবে। যার সঙ্গে মাঙ্গলির বিয়ে হয়েছে সেই কুকুর মশায়ের নাম ‘শেরু’। মাঙ্গলি কোনওদিন স্কুলে যায়নি। বিয়ের পর তাঁর ...

বাগেরহাটে দুই ভাইয়ের লাশ উদ্ধার..

বাগেরহাটের মোড়েলগঞ্জে আপন দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে শিশু দুটিকে হত্যার পর লাশ পাশের ডোবা ও পুকুরে ফেলে দেয় ঘাতকরা।নিহত শিশু দুটি ওই এলকার বাবু হাওলাদরের ছেলে মিরাজুল হাওলাদার (১১) ও রিয়াজুল হাওলাদর (৮)।শুক্রবার দুপুরে উপজেলার বারুইখালি ইউনিয়নের পায়লাতলা গ্রাম থেকে পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।বাবুল হাওলাদারের মা রওশন আরা বেগম (৬০) এবং স্থানীয়রা জানান, নিহত মিরাজুল ও রিয়াজুল বৃহস্পতিবার রাতের খবার শেষে রওশন আরার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে প্রতিবেশী মৃত বারেক মৃধার ছেলে বাচ্চু মৃধা (৪০) ওই বাড়িতে এসে ভাতখেতে চায়। একপর্যায়ে বৃদ্ধা রওশন আরা বেগমকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলেন। এই সুযোগে মিরাজুল ও রিয়াজুলকে হত্যার পর একজনকে ...

সিদ্ধান্ত বদল.

আসিফ আকবর বরাবরই নিজ সিদ্ধান্তে অটল থাকেন। প্রচণ্ড আত্মবিশ্বাসী এই শিল্পী ক্যারিয়ারের প্রথম থেকেই স্রোতে গা না ভাসিয়ে নিজের মতো করে চলেছেন। এগিয়ে নিয়েছেন আকাশছুঁই জনপ্রিয় ক্যারিয়ার। এভাবে সময় অনেক গড়িয়েছে। মাঝে পেরিয়েছে যুগ। চলমান পরিবর্তিত পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য পাল্টেছেন পুরনো সিদ্ধান্ত। সম্মত হয়েছেন অডিও অ্যালবামের পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের। টানা প্রায় দশ বছর পর আসছে ঈদে এ তারকা তিনটি মিউজিক ভিডিও উপহার দেবেন দর্শক-শ্রোতাদের। আসিফ জানান, তার ২৯তম একক ‘এক্স প্রেম’-এর একটি এবং সর্বশেষ অ্যালবাম ‘জান রে’ থেকে দুটি গানের ভিডিও করছেন। তিনটি গানের শিরোনাম ‘প্রতিশোধ’, ‘জান রে’ এবং ‘আকাশের চাঁদ তুমি’। আসিফ বলেন, এতদিন আমি মিউজিক ভিডিওর বিপরীতে ছিলাম। কারণ, আমি এখনও বিশ্বাস করি গান হিট করানোর ...

সিদ্ধান্তহীনতায় কারিনা…

দীর্ঘদিন ধরেই এক নম্বর নায়িকার তকমাটি ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। যদিও এই তকমাটি সমপ্রতি বেশ নড়বড়ে হয়ে গেছে। বছরখানেক আগে জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করার পর যেন পড়তির দিকে চলে যায় কারিনার ক্যারিয়ার। অবশ্য সমপ্রতি কারিনা অভিনীত ‘সিংহাম রিটার্নস’ ছবিটি ভাল ব্যবসা সফলতা পেয়েছে। তারপরও কারিনার ক্যারিয়ার নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। অনেকেই বলছেন কারিনার যাত্রা এখান পর্যন্তই। এখন শুধু পড়তির দিকেই যেতে থাকবেন তিনি। এদিকে কারিনা নিজেও সংশয়ে রয়েছেন ক্যারিয়ার নিয়ে। আর অন্য একটি বিষয় নিয়ে দারুণ সিদ্ধান্তহীনতায় রয়েছেন তিনি। সেটি হচ্ছে মা হওয়া। নবাব পরিবারের বৌ হিসেবে এরই মধ্যে শ্বশুরবাড়ির পক্ষ থেকে মা হওয়ার বিষয়টি নিয়ে কারিনাকে ভাবতে বলা হয়েছে। সাইফ নিজেও এখন ...

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জয়.

শেখ রাসেল সাউথ এশিয়ান রোলবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ ভারত ও পাকিস্তান শুভ সূচনা করেছে। গতকাল সকালে মিরপুর সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের খেলায় বাংলাদেশ ৬-২ গোলে ভূটানকে হারিয়েছে। বাংলাদেশ দলের মনির ৩টি, জুয়েল ২টি ও আসিফ ১টি গোল করেন। মহিলাদের খেলায় বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে ১২-০ গোলে হেরেছে। এদিন অন্য খেলায় ভারতের পুরুষ দল শ্রীলঙ্কাকে ১২-১ গোলে হারায়। পাকিস্তান পুরুষ দল ৯-১ গোলে ভূটানকে হারায়। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন রোলবল এসোসিয়েশনেরসহ সভাপতি কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম, জুম্মন রাজ, বাংলাদেশ দলের ম্যানেজার শমসের আলী খান প্রমুখ। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন- আশরাফুল আলম মাসুম (অধিনায়ক), আসিফ ইকবাল (সহ- অধিনায়ক), নওসিফ হোসেন, ...

প্রিয়াংকাকে ১১ কোটি রুপির প্রস্তাব..

বলিউড অভিনেত্রী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রিয়াংকা চোপড়াকে ১১ কোটি রুপি প্রস্তাব করা হয়েছে। এর বিনিময়ে তাকে একটি পণ্যের বিজ্ঞাপন করতে হবে। এ পর্যন্ত কোন হিন্দি ছবির অভিনেত্রীকে এটাই সবচেয়ে বেশি অংকের প্রস্তাব। সম্প্রতি তিনি ‘মেরি কোম’ ছবির কাজ শেষ করেছেন। তবে এখনও সিদ্ধান্ত নেননি নতুন এই প্রস্তাবের বিষয়ে। গত ৫ই সেপ্টেম্বর তাকে এ প্রস্তাব দেয়া হয়। বর্তমানে এমনিতেই তার হাতে অনেকগুলো ব্র্যান্ডের বিজ্ঞাপন। এর মধ্যে দু’টি বড় প্রকল্প ‘দিল ধড়কনে দো’ এবং ‘বাজিরাও মাস্তানি’। এখন নতুন প্রস্তাবের বিষয়ে তিনি কি করবেন সে সিদ্ধান্ত নেননি। এর আগেই তিনি এ নিয়ে তার টিমের সঙ্গে আলোচনা সারতে চান।

হবিগঞ্জে দু’গ্রাম পুরুষ শুন্য, গ্রেফতার ১২.

হবিগঞ্জ প্রতিনিধি॥: হবিগঞ্জে পুলিশ অ্যাসল্ট মামলায় দু’গ্রামের ৫শতাধিক লোক গ্রেফতারের ভয়ে আতংকিত হয়ে পরেছে। অনেকেই বাড়ি ছেড়ে আত্ম গোপন করেছেন। পুলিশ জানায় বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের প্রধান সড়কে সায়েস্তানগর ও বহুলা গ্রামের লোক জনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে যান চলাচল,ব্যবসা প্রতিষ্টান ও জনগন যাতায়াত করা মারাত্মক ভাবে অসুবিধার সৃষ্টি হয়। পুালিশ দু’পক্ষেও সংঘর্ষ থামাতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ থামায়। এসময় সহকারী পুলিশ সুপার মোজম্মেল হক, ও সি নাজিম উদ্দিন, তদন্ত ও সি নূরুল হক এস আই কুসুম দাশ সহ অনেক পুলিমশ আহত হয়। পুলিশ আহতের ঘটনায় সদর থানার ও সি বাদি হয়ে সায়েস্তামগর ও বহুলা গ্রামের অজ্ঞাত ৫শতাধিক লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেণ। রাতেই অভিযান ...

ঢাকার খিলগাঁও থেকে অপহৃত শিশু ৭২ ঘন্টার পর চুনারুঘাট উদ্ধার..

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা খিলগাওঁ থেকে অপহরনের ৩ দিন পর অপহৃত সুন্নাত (২১) মাসকে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট থানা ওসি অমূল্য কুমার চৌধরী নেতৃত্বে একদল পুলিশ ভোলারজুম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ জানায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাদে ঝিগলি গ্রামের আলহাজ্ব আক্তারুজ্জামানের ছেলে কাওছারুজ্জামান তালুকদার (২৫) চাকুরী সুবাধে ঢাকা খিলগাওঁ এপি বাসা নং ০৫, ব্লক কে, মেইন রোড, দনি বনশ্রী ৪য় তলায় বসবাস করে আসছেন। একই বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শিপা (৩০) আমাদের বাসায় আসা যাওয়া করত দীর্ঘদিন ধরে। গত রবিবার সকাল সাড়ে ৭টা সুন্নাতকে কান্না থামানোর কথা বলে ...

নবীগঞ্জে দুঃসাহসিক চুরি, আটক ৩

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে গত সোমবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এসময় সংঘবদ্ধ চোরেরা ১টি মোটর সাইকেল, নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার ভোরে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাওর থেকে ৩ চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সূত্রে জানাযায় ঐ গ্রামের মাওলানা মতিউর রহমান সাদীর বসত ঘরে রান্না ঘরের চিমনী চুলার উপর ভেঙ্গে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বাড়ীর লোকজনের অগোচরে ১টি হিরো হোন্ডা, নগদ টাকা, ১টি রঙিন টেলিভিশন, ৪টি দামী মোবাইল ফোন, কাপড় চোপড় অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে ...

মেসির ৪০০ গোলের হাতছানি..

স্টাফ রিপোর্টার.আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি। একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি। ইতিমধ্যে ভুরি ভুরি রেকর্ড নিজের ঝুলিতে তুলেছেন। আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।১৩ সেপ্টেম্বর অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে জোড়া গোল করতে পারলেই জাতীয় দল ও ক্লাবের হয়ে ৪০০ গোল করার কৃতিত্ব স্থাপন করবেন তিনি। ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে ইতিমধ্যে তিনি ৩৯৮ গোল করেছেন।বার্সেলোনার হয়ে করেন ৩৫৬ গোল, আর জাতীয় দলের হয়ে করেছেন ৪২ গোল।  ব্রাজিল বিশ্বকাপে ৪ গোল করে জিতেছিলেন গোল্ডেন বল তথা সেরা খেলোয়াড়ের পুরস্কার। সবশেষ জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪-২ গোলের বড় ব্যবধানে। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হয়নি তার।

গ্রীণ ল্যান্ড পাক ……..রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের পার্শ্বেই চোখ ধাঁধানো

কি ভাবে আসবেন ঢাকা, সিলেট অথবা হবিগঞ্জ থেকে চলে আসুন শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধা চত্ত্বর। ঢাকা থেকে ১৬৮ কিঃ মিঃ দূরে শায়েস্তাগঞ্জ আসতে পারেন বাসে অথবা ট্রেনে। এরপর শায়েস্তাগঞ্জ থেকে ১২ কিঃ মিঃ দূরে চুনারুঘাট আসতে হবে। চুনারুঘাট থেকে রাণীগাঁও রাস্তায় ৬ কিঃ মিঃ দূরত্বে পারকুল বাগানে গ্রীণ ল্যান্ড পার্ক অবস্থিত।

চিকিৎসকের সুন্দরী স্ত্রীর লালসার আগুনে জ্বলে গেলো দু’যুবক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় স্বনাতন ধর্মালম্বী ২ যুবককে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এক গৃহবধূকে স্থানীয় জনতা হাতে নাতে আটক করেছে। স্থানীয় লোকজন জানান, শায়েস্তাগঞ্জ কুটিরগাও এলাকার ভাড়াটিয়া পল্লী চিকিৎসক ফুল মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত এলাকায় বসবাস করছেন। এরই সুবাদে ফুল মিয়ার অগোছরে তার স্ত্রী জহুরা খাতুন ওই ২ যুবকের সাথে অসামজিক কার্য়কলাপে জড়িয়ে পরে। গত রবিবার গভীর  রাতে স্বামী ফুল মিয়া বাসায় না থাকায় জহুরার পূর্ব পরিচিত ১০ নং লস্করপুর  ইউনিয়নের রামনগর এলাকার অতুল সুত্র ধরের পুত্র শ্রী শান্ত সুত্রধর ও তার বন্ধু বাহুবল উপজেলার পুটিজুরী লামা গ্রামের অধির সুত্র ধরের পুত্র সুমন সুত্রধরকে বাসায় খবর দিয়ে নিয়ে আসে। বিষয়টি স্থানীয় জনতা ও ...