Category Archives: প্রতিদিনের অনলাইন

মাধবপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইমা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের এক ব্যবসায়ীকে মারপিট করে লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে একদল দূর্বত্ত। শুক্রবার সকাল ১০ টায় শাহজাহানপুর গ্রামে মসজিদের উত্তর দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা সেলিম খান কে মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সেলিম খান ওইদিন দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়,শুক্রবার সকালে ব্যবসায়ী সেলিম খান তেলিয়াপাড়া যাবার পথে একই গ্রামের শেখ দুলালের নেতৃত্বে একদল দূর্বত্ত ব্যবসায়ী সেলিম মিয়ার পথ রোধ করে মারপিট করে তার কাছে থাকা লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ছি! ছি! নরপশুর দল

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় প্রতিবন্ধি কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের সফিক মিয়ার পুত্র লম্পট কাদির (২৫) তার বন্ধু নাজমুল বিস্কুটের লোভ দেখিয়ে কাদিরের ঘরে নিয়ে যায়। সেখানে তার হাত পা বেঁধে ধর্ষন করে। ওই কিশোরীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে লম্পটরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। কিশোরীর অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। ঘটনার পর থেকে লম্পটরা পালিয়ে আত্মগোপন করে রয়েছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে এটি রহস্যজনক মনে হচ্ছে।

৪০ বছরের দাবী ৩ মাসেই বিলিন ॥ চা শ্রমিকরা প্রতারিতমেম্বারের পেটে গেলো ৫ লাখ টাকা রামগঙ্গায় ইট-বালুর ব্রীজ ভেঙ্গে চুরমার

স্টাফ রিপোর্টার ॥ দেশ স্বাধীনের ৪০ বছর পর অবহেলিত চা শ্রমিকদের দাবী পূরণে নির্মাণ করা হয়েছিল একটি ব্রীজ। ব্রীজ নির্মাণে চা শ্রমিকরা কিছুটা হলেও স্বস্থির নিঃশ্বাস ফেলে। তাদের মতে, আর কিছু না হোক চলাচলে একটি ব্রীজ-তো নির্মাণ হলো। কিন্তু ঘটে গেছে উল্টো ঘটনা। কথায় বলে, যে হাঁটু সেই কপাল। ব্রীজ নির্মাণ করে সমুদয় অর্থ উত্তোলণের পরপরই ৩মাসের মাথায় ব্রীজটি সম্পন্ন অংশ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের রামগঙ্গা চা বাগান সংযোগ সড়কে এলজিএসপির প্রকল্পের অর্থ দিয়ে একটি ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ওই চা বাগানের শ্রমিকদের দীর্ঘ দিনের দাবী ছিল ব্রীজ নির্মাণের। কিন্তু কোন প্রকার টেন্ডার ছাড়াই ব্রীজ নির্মাণের জন্য এলজিএসপির প্রায় ৫ লক্ষ টাকা ভাগিয়ে নেন ...

১৫ ঘন্টা পর লাশ উদ্ধার

সাটিয়াজুরী প্রতিনিধি ॥ অবশেষে ১৫ ঘন্টা পর সাটিয়াজুরী রেল ষ্টেশনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির খন্ডিত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফাঁড়ির এ.এস.আই শাহআলমের নেতৃত্বে পুলিশ দ্বিখন্ডিত ভেতরে যাওয়া লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারে ে  পুলিশের গাফলাতির কারনে শরীরের বিভিন্ন অংশ রাতে শিয়ালে খেয়ে পেলে। স্থানীয়দের অভিযোগ গত বুধবার সন্ধা ৬টায় অজ্ঞাত ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার সাথে সাথে রেলওয়ে পুলিশকে জানালে ও পুলিশ লাশ উদ্ধারের কোন পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে শায়েস্থাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ.এস.আই শাহআলম মোবাইল ফোনে জানান লাশ কাটা পড়ার খবরটি তারা রাত ১টায় পান। এতরাতে গাড়ীর সুবিধা না থাকায় তারা লাশটি সকালে উদ্ধার করেন। তবে লাশের ...

পাষন্ড স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্টার ॥ মদ্যপ স্বামীর অমানাবিক নির্মম প্রহারে প্রান হারাল ৩ সন্তানের জননী আলেয়া খাতুন (৩০) কে গত মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাঁ আবাদ গ্রামের এ ঘটনাটির ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখা আবাদ গ্রামের আঃ গফুরের ছেলে আঃ নুর দীর্ঘ ৫ বছর পূর্বে একই ইউনিয়নের নিজ মাগুরুন্ডা গ্রামের ে মৃত আব্দুল রেজাকের মেয়ে আলেয়া খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করে। বেকার সংসারে অভাব হয়। এ ঘটনার পর থেকে স্বামী আঃ নুর আত্মগোপন করে আছে। ওই নিহত মহিলার পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। চুনারুঘাট থানায় পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কুলাঙ্গার পুত্রের কান্ড…

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কুলাঙ্গার পুত্র ও পুত্রবধুর নির্যাতনে অতিষ্ঠ হয়ে হতবাগী মা-বাবা থানায় এসে মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার বিকালে মামলাটি দায়ের করেন উপজেলার ছনখলা গ্রামের আবু তাহেরের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫)। অভিযোগে জানা যায়, আবু তাহের ও আনোয়ারা খাতুনের বড় পুত্র আব্দুল আউয়াল (৩০) তার স্ত্রী শিল্পী খাতুন (২৫) বিগত ৩/৪ বছর যাবত তাদের উপর শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছে। বেশ কয়েকবার স্থানীয় মুরুব্বী ও চেয়ারম্যান-মেম্বারগন বিষয়টি নিয়ে বার কয়েক বৈঠক করেন। কিন্তু থামেনি তাদের নির্যাতন। ওইদিন বিকালে চুনারুঘাট থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেন। থানায় অবস্থিত মা আনোয়ারা খাতুন কান্নাজড়িত কন্ঠে জানান, বিয়ের পর থেকেই তার পুত্র আব্দুল আউয়াল জমিজমা ও টাকা পয়সা নিয়ে কারনে-অকারনে মারপিট ...

সড়কটি রক্ষা করুন… সড়কটি রক্ষা করুন..

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা কালা শাহ ফকির বাড়ির সৈয়দ কলিম শাহ (রাঃ) এর মাজার ও কালা পীরানীর মাজার থেকে নিজ বসতবাড়ি হইতে বাড়ির পশ্চিম দক্ষিণ হইতে ২ কিলোমিটার রাস্তাটি ৫০ বছরের ঐতিহ্যবাহী সেই রাস্তাটি হল শাহ সৈয়দ সেলিম শাহ রোডের রাস্তাটি। রাস্তাটি প্রায় ৮ হাত পাশ ছিল। কিন্তু শাহ সৈয়দ সেলিম শাহ লন্ডনে যাওয়ার পর থেকে, প্রায় ৫ মাস হয়েছে লন্ডনে গমন। সেলিম শাহ’র বাড়ী দেখাশোনার কোনো লোক নেই বলে এ ঘটনাটি ঘটে। জানা যায়, গত শুক্রবার ২টার দিকে এলাকাবাসী সূত্রে খবর পাওয়া গিয়েছে একই গ্রামের সুরজ মিয়া, পরশ আলী, রংগু মিয়া, মোনছব হাজী, ফেরদৌস মিয়া, তমিজ উদ্দিন, পন্ডিত মিয়া সহ একদল কুচক্রী মহলের প্রভাবশালী দুর্বৃত্তের দল ...

ডায়রিয়ায় দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হঠাৎ তীব্র গরম পড়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুই নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে শতাধিক শিশু। গত বুধবার তীব্র গরমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচন্ড গরম পড়ার সাথে সাথে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, নির্ধারিত বিছানা ২৫টি থাকলেও ভর্তি হয়েছে শতাধিক। অনেক অভিভাবক শিশুকে নিয়ে ওয়ার্ডের মেঝেতে পড়ে রয়েছেন। একদিকে গরম অন্যদিকে ময়লা আবর্জনার স্তুপে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অসুস্থ শিশুরা আরো অসুস্থ হয়ে পড়ছে। অভিযোগ উঠেছে খাবার স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে রোগীদেরকে কিছুই দেয়া হচ্ছে না। এ ব্যাপারে আধুনিক হাসপাতালের ডাক্তার দেবাশীষ দাস এ প্রতিনিধি সৈয়দ আখলাক ...

মিরাশী ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সের করুণ দশামাঃ

ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মুছিকান্দি গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভগ্ন দশা দেখা দিয়েছে। কয়েক বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকির মুখে পড়ে আছে, যেকোন সময় মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে কিন্তু দেখার মত কোন লোক নেই। সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মাটির নিচ পর্যন্ত পাকাটি ভেঙ্গে পড়ে আছে, ঘরের ভিতরে পিলারটিতে ফাটল ফাটল ধরেছে। হাসপাতালটির দরজাগুলো উইপোকা বাসা বেধেছে, জানালার কাচ ভেঙ্গে পড়ছে। এতে, হাসপাতালটি ঝুঁকির মুখোমুখি এবং প্রয়োজনীয় সেবা চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে । অপরদিকে, ডাক্তারদের আবাসিক কোয়ার্টারটিতেও ফাটল ধরেছে। হাসপাতালের ভিতরে কোন বৈদ্যুতিক ফ্যান নেই ফলে, জরুরী বিভাগের রোগীকে হাতপাখা দিয়ে কাজ চালাতে হয়। কোন কোন সময় রাতে রোগীরা আসলে তাদেরকে ডাক্তার মোমবাতি জ্বালিয়ে চিকিৎসা দেন। ...

আমুরোড-ডুলনা সড়ক পাকাকরণ কাজের উদ্ধোধন

আমুরোড প্রতিনিধি ॥ গত ২ সেপ্টম্বর মঙ্গলবার আহম্মদাবাদ ইউপির আমুরোড থেকে ডুলনা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেছেন  চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কিরন দেবনাথ, সোহেল আহমেদ-এম.আর.এ, আমুরোড বাজার কমিটির সভাপতি আঃ রহমান আজাদ, গেড়ারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, কন্ট্রাক্টর গোলাম ফারুক, সোহেল মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বিগত ২০১৩ সালে আমুরোড বাজার থেকে ডুলনা পর্যন্ত রাস্তা ১ কিলোমিটার পাকা করনের উদ্বোধন করেছিলেন তৎকালীন সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

শ্রীকুটার আলোচিত রায়হান-রিতুর প্রেমদেড় লাখ টাকার চেক মুরুব্বীদের হাতে

বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাটের আলোচিত রায়হান-রিতুর প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছে তুঘুলকি কারবার। প্রেমিক রায়হান পেয়েছে ৫০ হাজার টাকা আর মুরুব্বির হাতে ঝুলছে দেড় লাখ টাকার ব্যাংক চেক। ঘটনার মোড় নিয়েছে অন্য দিকে। রিতুর বাবা হাজী দুলাল এখন শয্যাশায়ী। চার দিকের চিন্তা চেতনা আর নানা চাপে তিনি এখন অসুস্থ। হাসপাতাল বেডে কাতরাচ্ছেন আর বলছেন এতো কিছুর পরও কেন তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন? ইতি মধ্যে হাজী দুলাল স্টোক করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একদিকে তার নিজের চিকিৎসা অন্য দিকে জরিমানার টাকা পরিশোধ করতে তিনি হিমসিম খাচ্ছেন। বর্তমানে অসুস্থ হাজী দুলালের আকুতি কেউ শুনছেনা। তার দাবী সব কিছতো মেনেই নিলাম তার পরও কি ঘটনাটি নিষ্পত্তি করতে সমাজপতিরা দরদ দেখাবেনা। একজন মুরুব্বী ...

স্বামীর নির্যাতনে যুবতী বধূর মৃত্যু

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা পল্লীতে ভালবেসে বিয়ে করা স্বামীর অমানসিক নির্যাতনে মারা গেছে স্ত্রী মাফিয়া (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের সঞ্জব আলীর পুত্র শাহাম্মদ আলী (৩০) প্রায় ৮ বছর পূর্বে ভালবেসে বিয়ে করে একই গ্রামের মৃত দারগ আলীর কন্যা মাফিয়া বেগমকে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য ও কলহ লেগেই থাকত। স্বামী কর্তৃক মাফিয়া প্রায়ই অমানুসিক নির্যাতনের শিকার হয়েছে। এ নিয়ে পারিবারিকভাবে বেশ কয়েকবার সালিশ বিচারও হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে স্বামী শাহাম্মদ ক্ষিপ্ত হয়ে স্ত্রী মাফিয়াকে বেধড়ক মারপিট করে। এতে মাফিয়া গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক ...

অসুস্থ হাফেজ শামীমের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

এম.এস জিলানী আখনজী ॥ গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার মাগরিবের নামাজের পর অসুস্থ হাফেয শামীম আহমেদ এর রোগ মুক্তি কামনায় আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে বক্তব্য রাখেন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাংবাদিক নুরুল আমিন, মাওলানা ওমর ফারুক, সোহেল আরমান, এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেনে আমুরোড বাজার কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ:রহমান আজা, মাও: মহিউদ্দিন আখনজী, ইয়াছিন তালুকদার সহ-অনেকেই। উপস্থিত মুসল্লিদের কাছে হাফেয শামীম আহমদ দোয়া চান, পরিশেষে আলহাজ্ব মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, উক্ত মিলাদ মাহফিলের দোয়া পরিচালনা করেন।

চুনারুঘাটে কারিতাস প্রত্যয় প্রকল্পের অবহিতকরণ সভা

ফারুক মাহমুদ ॥ ঝড়ে পড়া চা-শ্রমিক প্রতিবন্ধী শিশুদের সেবা ও শিক্ষা দান বিষয়ে চুনারুঘাটে কারিতাস প্রত্যয় প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম হল রুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ (প্রোগ্রাম) সহকারি নির্বাহী পরিচালক ফ্রান্সিস অতুল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা শিক্ষা অফিসার হাসান মাহমুদ জুনায়েদ, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম পাটোয়ারী, ইউ/পি চেয়ারম্যান শামছুন্নাহার, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক ফারুক মাহমুদ। সভায় ...

সাতছড়িতে ফের অস্ত্র উদ্ধার

খন্দকার আলাউদ্দিন ॥ সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় গত মঙ্গলবার দিবাগত রাতে অস্ত্র আইনে মামলা করেছে র‌্যার্পিড ব্যাটালিয়ান (র‌্যাব)। চুনারুঘাট থানায় এ মামলাটি দায়ের করেন র‌্যাব-৯ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আজিজুল হক। অস্ত্র আইনের ১৯-এ এবং এফ ধারায় এ মামলাটি দায়ের করা হয়। এতে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। মামলার বিবরণে বলা হয়, প্রাকৃতিক জাতীয় উদ্যান সাতছড়ি ট্রেইল রোড থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে এবং মহাসড়কের ভাঙ্গা ব্রিজ থেকে আধা কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাডড়ের দুটি গর্ত থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী মামলার ব্যাপারে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো    জব্ধ তালিকা করে অস্ত্রাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী ...

সাটিয়াজুরী-সুন্দরপুর রাস্তায় চলছে ধান মাড়াইয়ের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ বোমা (ধান মাড়াইয়ের কল) দিয়ে ধান উঠানোর দূশ্য সকলের কাছেই পরিচিত। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে চুনারুঘাট সুন্দপুর-সাটিয়াজুরি সড়কের প্রায় ১০ কিলোমিটার জুড়েই চলছে এ মাড়াইয়ের কাজ। শুরু তাই নয় চলছে বন ও ধান শুকানোর প্রতিযোগীতাও। শিশু, কিশোর, বৃদ্ধা ও গৃহিনীরা ব্যস্ত এখন সড়কের উপর ধান শোকানোর কাজে। পরিস্থিতি এমন সড়কে গাড়ি নিয়ে চলা-ফেরা খুবই দুরুহ। এ কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। কারও প্রতিবাদ করার সুযোগ কম। কারণ সকলেই স্থানীয়ভাবে বাড়ির পাশ্বেই এ কাজ করছেন। বাড়ছে জন দুভোর্গ। স্থানীর প্রশাসন, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসব দেখেই চলাফেরা করছেন।

পরিবেশ ঝুঁকিতে চা শিল্প

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছন্ডিছড়া চান্দপুর রামগঙ্গগা নিষিদ্ধ স্থানে বালু উত্তোলনের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রশাসন। ইতিপূর্বে আইন লংঘন করে ওইসব স্থানে বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়েছিল। ফলে পরিবেশের চরম বিপর্যসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী চা-বাগানের হাজার হাজার চা-গাছ ছড়ায় তলিয়ে গেছে। দুটি ব্রীজ, একটি কালভাট ধ্বংসে সম্পূর্ন রূপে  ধ্বসে পড়েছে। মাটি ও বালি ব্যবস্থাপনা আইন ২০১২ এর মতে চা-বাগানে বালু উত্তোলন সম্পূর্ন নিষিদ্ধ। এতে সড়ক ও মহাসড়কের ১ কিঃমিঃ ভিতরে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা রয়েছে। ওই সকল আইনের স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও জেলা প্রশাসন চা-বাগান গুলোর অভ্যন্তর থেকে বালু উত্তোলনের ইজারায় সুপারিশ করে খনিজ সম্পদ  মন্ত্রনালয়ে প্রেরন করেছে। কেউ কেউ রয়েছে বিপুল পরিমান টাকার সিন্ডিকেট গঠনে। স্থানীয় বিভিন্ন সুত্র জানায়, ...

ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তারের অবহেলায় প্রসূতি মর্জিনা বেগম (২১) নামে মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু তার নবজাতক সন্তান বেঁচে গেছে। মৃত মর্জিনা বেগমের স্বামী বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের শাহনেওয়াজ জানান, শনিবার সকালে মর্জিনার প্রসুতির ব্যথা উঠলে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। বারবার ডাক্তার আবু সুফিয়ানকে অবগত করার পরও তিনি আসেননি। অবশেষে মর্জিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু অলৌকিক কারণে তার ে নবজাতক সন্তান বেঁচে যায়। শাহনেওয়াজ আরো অভিযোগ করেন ডাক্তার আবু সুফিয়ান তার চেম্বারে প্রাইভেট চিকিৎসায় ব্যস্ত ছিলেন। পরে তার নবজাতককে তার কাছে নিয়ে গেলে সুস্থ আছে বলে জানান।