Category Archives: প্রথম পাতা

সিলেটে মাইক্রোবাস চাপায় নিহত-২

সিলেটের কানাইঘাট উপজেলার সড়কেরবাজারে মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ফারুক আহমদ (২৫) উপজেলার সর্দারমাটি গ্রামের মৃত শরিফ উদ্দিন ও আমির হোসেন (৫০) একই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনন নমসুত্র ধর ও কাশফুল নামে আরও দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কেরবাজারে একটি মাইক্রোবাস (সিলেট চ-১১-০১৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া চার পথচারীকে ধাক্কা দেয়। এতে চার পথচারীই গাড়ির নীচে পড়ে যান। পরে স্থানীয় জনতা গাড়ি উল্টিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে ফারুক আহমদ মারা যান। এছাড়া আহতদের ওসমানী হাসপ‍াতালে নিয়ে যাওয়ার পথে আমির হোসেনও মারা যান বলে তারা জানান। সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ...

সিলেটে গাঁজাসহ যুবক আটক

সিলেট প্রতিনিধি:সিলেটে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেলস্টেশন এলাকা থেকে গাঁজাসহ ইসমাইল হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।শনিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়নের (র‌্যাব-৯) একটি টহল দল ওই যুবককে আটক করে।ইসমাইল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাদেগাঁও গ্রামের এবাদ আলীর ছেলে।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক যুবকের কাছ থেকে একটি লাল কাপড়ের ব্যাগে মোড়ানো দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

২-০ গোলে ব্রাজিলের জয়

দিয়েগো তারদেল্লির জোড়া গোলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেলো ব্রাজিল। ম্যাচের ২৭ মিনিট এবং ৬৪ মিনিটে ব্রজিলের হয়ে দুটি গোল করেন তারদেল্লি। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম দিকে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম দিকে আর্জেন্টিনার আক্রমন রুখতেই ব্যস্ত ছিলো ব্রাজিলিয়ানরা। কিন্তু সময় বাড়ার সাথে সাথে ভালোভাবেই ম্যাচে ফিরে ব্রাজিল। এর প্রেক্ষিতেই ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় নেইমাররা। আর্জেন্টিনা ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান ফাকায় দাড়িয়ে থাকা তারদেল্লি। প্রতিপক্ষের ডি-বক্সের ফিরতে বল পেয়ে গেলে তা জালে জড়াতে ভুল করেননি তিনি। দারুণ নিচু এক শটে ব্রাজিলকে ১-০ গোলের লিড এনে দেন তারদেল্লি। এরপর ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি মিস করেন মেসি। ফলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রজিল। বিরতি থেকে ফিরে ...

আজমারেন শুভ জন্মদিন পালিত

বিজ্ঞপ্তি ॥ নাহিদুল ইসলাম আজমান এর ১ম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলে গত শুক্রবার চুনারুঘাট উপজেলা দনি নরপতি নানার বাড়িতে মিলাত মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। আজমান এর বাবা হবিগঞ্জ জেলা মহৎ অফিসের অফিস সহকারী মোঃ কছির মিয়া ও মা মোছাঃ জেছমিন আক্তার খন্দাকার। এতে উপস্থিত ছিলেন চিকিসিৎক, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অপস্থিত ছিলেন। আজমান সকলের দোয়া প্রার্থী।

চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর চুনারুঘাট ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে বড়াইল গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় সিলেট সিটি করর্পোরেশনের মেয়র এম আরিফুল হকসহ সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, পৌর মেয়র মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে সিলেট বাসী একজন দ ও গুনি লোককে হারালো। সে ছিল একজন জন দরদী ও সংগঠক। তার রাজনৈতিক জীবন অত্যান্ত কল্যাণকর। গণতন্ত্র পূনঃরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখ করার মত। তিনি বলেন, জানাযার নামাজে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে। এতেই প্রমাণ করে মোহাম্মদ আলী ...

সাপ্তাহিক প্রথম সেবার শোক প্রকাশ

চুনারুঘাট পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর মৃত্যুতে সাপ্তাহিক প্রথম সেবা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। পৌর মেয়রের মৃত্যুতে সাপ্তাহিক প্রথম সেবা পরিবার একজন বন্ধু অভিভাবক হরিয়েছে। অকাল এ মৃত্যুতে প্রথম সেবার সম্পাদক মন্ডলীর সভাপতি শাহ সাদেক মিয়া,সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল ইসলাম ও কম্পিউটার ইনচার্জ মোঃ কালাম ও মোঃ শিফন খান,সুখদেব নাথ ও স্টাফ রিপোর্টার মোঃ খন্দকার আলাউদ্দিন সহ সকল কর্মকতা ও কর্মচারী শোক সমবেদনা জানিয়েছেন ও আত্মার মাগফেরাত কামনা করছি।

বাহুবল মডেল প্রেসক্লাব-এর আহ্বায়ক কমিটি

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল মডেল প্রেস ক্লাব-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নূরুল ইসলাম মনিকে আহ্বায়ক এবং সমুজ আলী রানা ও এমএ জব্বার ফুল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ কমিটি আগামী এক মাসের মধ্যে ক্লাব-এর নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবে। শুক্রবার বিকেল ৫টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাবের বিদায়ী সভাপতি নূরুল ইসলাম নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন-এর পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নূরুল আমিন, আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, নূরুল ইসলাম মনি, জাবেদ আলী, সমুজ আলী রানা, এম.এ জব্বার ফুল মিয়া, পংকজ কান্তি গোপ টিটু, অভিজিৎ ভট্টাচার্য্য, আজিজুল হক সানু, শাহ রাসেল আহেমদ, আব্দুল হান্নান রেনু, এফআর হারিছ, সাইফুর রহমান ...

১০ গ্রামের সংঘর্ষে আহত ২ শতাধিক

এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ)হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে সিএনজির বকেয়া ভাড়া আদায়কে কেন্দ্র করে ১০ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ দুইশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে  উপজেলার ইমামবাড়ী বাজারে ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৭০ রাউন্ড রাবার বুলেট, ১৭ রাউন্ড টিয়াল সেল নিক্ষেপ করেছেন। এসময় ইমামবাড়ী বাজার রণক্ষেত্রে পরিনত হয়। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে  পরিস্থিতি স্বাভাবিক করেন। সংর্ষষের পর বাজারে দাঙ্গা পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আবারো যে কোন সময় সংঘর্ষের আশংকায় রয়েছেন সাধারন মানুষ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও ...

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অসুস্থ

সিলেট) প্রতিনিধি : সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইকবাল আহমদ ঢাকায় সফরকালে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।চিকিৎসতরা তাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষনে রেখেছেন।তার অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকবাংলো প্রাঙ্গনে জকিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি-সাবেক কাউন্সিলর আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুরের পরিচালনায় দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি ময়নুর রাজা মানিক, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালিক আনসারী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাগর, জকিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান মেম্বার, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল আহমদ, আব্দুল গফুর, আলী ...

চুনারুঘাটে চাচার হাতে ভাতিজা খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে।ঘটনাটি ঘঠেছে উপজেলার শানখলা ইউনিয়নের দুবাউড়া গ্রামে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাচার বাড়িতে।স্থানীয় সাংবাদিক নাম না দেওয়ার শর্তে করাঙ্গী নিউজকে জানান, দুবাউড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে নজরুল (২৩) কে তার চাচা আব্দুল কাদির ও আব্দুল আওয়াল ও কাদিরের ছেলে ইব্রাহিম পূর্ব শত্রুতার জের ধরে শাবুল দিয়ে পিঠিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যা করে।তিনি আরও জানান, রাতে আব্দুল কাদিরের ছেলে ইব্রাহিম মৃত নজরুল কে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে গেলে তাদের ঘরের গ্রীল বন্ধ করে হাতুড়ি শাবুল দিয়ে পিঠিয়ে খুন করে। লাশ রাতের আধারে কোথাওয় না নিয়ে পেলতে না পারলে সকালে  লোকমুখে প্রচার হতে থাকে। পরে আশপাশের লোকজন ...

হবিগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার লামাপইল গ্রামে কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পিতা থানায় মামলা দায়ের করেছেন।মামলায় কথিত প্রেমিক রুবেলসহ লামাপইল গ্রামের গাজিউর রহমানের পুত্র সাংবাদিক শাহ মামুনুর রশীদ (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার মনিকে (২৫) আসামী করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে কিশোরীর পিতা তৈয়ব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার খবর শুনে মামুন ও তার স্ত্রী আত্মগোপন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।মামলার বিবরণে জানা যায়, গত বুধবার গভীর রাতে মামুনের স্ত্রী মনি আক্তারের ধর্ম ভাই রুবেল তাদের সহযোগিতায় ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে মামুনের ঘরে নিয়ে ধর্ষণ করে।বিষয়টি ধামাচাপা দিতে লোকজন দিয়ে রুবেল ও কিশোরীকে সদর থানায় সোপর্দ করা হয়। রুবেল বর্তমানে কারাগারে ...

বানিয়াচঙ্গে মহিলাকে আগুনে পুড়িয়ে হত্যা

বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার হরিপুর গ্রামে এক মহিলাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে সম্প্রতি প্রতিবেশী হেলাল মিয়া ও কাদির মিয়ার লোকজন আলফু মিয়ার ঘরে আগুন দেয়। আগুনে ঘরে ঘুমিয়ে থাকা আলফুর স্ত্রী ফাতেমা বেগমের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।গত ৮ অক্টোবর ফাতেমা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফাতেমা মারা যায়।ফাতেমার স্বজনরা অগ্নিদগ্ধ ফাতেমা হাসপাতালে সঠিক চিকিৎসা পাননি। একদিকে আগুন পুড়ে শরীর ঝলসে যাওয়ার যন্ত্রণা অন্যদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেক কষ্ট পেয়ে ফাতেমার মৃত্যু হয়েছে। ২ দিন ধরে হাসপাতালের ...

মৌলভীবাজারে বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার হরিপুর এলাকার থেকে আজিরউদ্দিন (৫৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আজির উদ্দিন দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।পারিবারিক সূত্রে জানা যায়, আজিরউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে আজির উদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলী’র ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার॥  চুনারুঘাট পৌর মেয়র ও চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহী.............রাজিউন)। গতকাল শুক্রবার সকালে তার বুকে ব্যথা অনুভব হলে তখন চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মেয়রকে সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় মেয়রকে সিলেট নূরজাহান কিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি দলীয় নেতাকর্মীসহ চুনারুঘাট পৌর এলাকা এবং সর্বস্তরের মানুষ ভিড় জমায়। তিনি ২০০৫ সনে চুনারুঘাট পৌর সভার প্রশাসক নিয়োগ হন এবং ২০১০সনে নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হন। মেয়রের মৃত্যুতে চুনারুঘাট পৌর শহরসহ উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মেয়রের অকাল মৃত্যুতে সাপ্তাহিক ...

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে বিএনপির দুই নেতার গোষ্ঠিগত সংঘর্ষে তরুণীসহ দুইজন নিহত ও অর্ধশতাধিক লোক জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-বেজুড়া গ্রামের জামাল মিয়া (৮০) ও খুর্শেদ মিয়ার মেয়ে রিনা বেগম (১৭)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বেজুড়া গ্রামের আরজু মিয়ার সঙ্গে উপজেলা যুবদল সভাপতি একই গ্রামের এনায়েত উল্লাহর লোকদের গোষ্ঠিগত দ্বন্দ্ব রয়েছে। এরই জের ধরে দুপুর ১২টায় দুই গোষ্ঠির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাটিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। এতে ঘটনাস্থলেই রিনা ও ...

চুনারুঘাটে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জের চুনারুঘাটে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতিমারা জঙ্গলে এক যুবকের লাশ দেখতে পায় এলাকার জনগণ। পরে রাত ৮টায় চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার তদন্ত (ওসি) ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রথমে ওই হতভাগা যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি।বুধবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর গ্রামের আরমান হোসেন (২৮) এর লাশ চুনারুঘাট থানায় দেখে তার স্ত্রী ফারহানা আক্তার রুবি লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন। আরমানের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী আরমান হোসেন বাসা থেকে বের ...

চুনারুঘাট সীমান্তে বিজিবির টহল জোরদার..

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে চামড়া পাচার রোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি অতিরিক্ত টহল জোরদার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে আগামী ১৫ দিন চুনারুঘাটের বাল্লা, সাতছড়ি, গুইবিল, চিমটিবিল, টেকেরঘাট, সাতগুড়ি, পাক্কাবাড়ী সীমান্ত দিয়ে যাতে করে ভারতে চামড়া পাচার না হতে পারে এর জন্য বিজিবি অতিরিক্ত টহল জোরদার করেছে। বিজিবি বাল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার সাখাওয়াত হোসেন বলেন বাল্লা সীমান্তের আশপাশের গ্রামগুলোতে পাচারকারীরা চামড়া মজুদ করেছে বলে খবর পেয়েছি। বাল্লা সীমান্ত এলাকার গ্রামগুলোতে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে।

কমলগঞ্জে দেশী-বিদেশী পর্যটকদের ঢল

প্রথম সেবা ডেস্ক॥ পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হাম হাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ সহ পর্যটকপ্রিয় স্থানগুলো দেশী বিদেশী পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে নৈসর্গের অপরূপ এ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ছুটে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকজন। ঈদের দিন সোমবার থেকে বুধবার পর্যন্ত পর্যটকদের ভিড় সামলাতে পর্যটন সহায়ক পুলিশ ও টুরিষ্ট গাইডের সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও নয়নাভিরাম মাধবপুর লেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের মিলন মেলা বসেছিল। কমলগঞ্জের চা বাগান, খাসিয়া পুঞ্জি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মণিপুরী ললিতকলা একাডেমী, মাধবপুর লেক, দলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ দেখার পাশাপাশি ...