চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলী’র ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার॥  চুনারুঘাট পৌর মেয়র ও চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহী………….রাজিউন)। গতকাল শুক্রবার সকালে তার বুকে ব্যথা অনুভব হলে তখন চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মেয়রকে সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় মেয়রকে সিলেট নূরজাহান কিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি দলীয় নেতাকর্মীসহ চুনারুঘাট পৌর এলাকা এবং সর্বস্তরের মানুষ ভিড় জমায়। তিনি ২০০৫ সনে চুনারুঘাট পৌর সভার প্রশাসক নিয়োগ হন এবং ২০১০সনে নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হন। মেয়রের মৃত্যুতে চুনারুঘাট পৌর শহরসহ উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মেয়রের অকাল মৃত্যুতে সাপ্তাহিক প্রথম সেবা’র সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল ইসলাম, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শনিবার ১০টায় চুনারুঘাট সদর ঈদগাঁ ময়দানে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। মোহাম্মদ আলী বড়াইল গ্রামের মনতাজ উল্লা ওরফে কাছার বাপের ছেলে ও ইত্তেফাকের সিনিয়র রির্পোটার সালেহ্ উদ্দিনের আপন চাচাত ভাই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *