Daily Archives: October 12, 2014

কোরবানীর গোশতে “আল্লাহু” লেখা

পবিত্র ঈদউল আযহায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দস্থ দরবার শরীফ ১২০ আউলিযার  সিপাহসালার (মদনী) সৈয়দ শাহ নাছিরউদ্দিন (রঃ) দরবার শরীফের মোতাওয়াল্লী গদ্দীনিশিন পীরজাদা সৈয়দ শফিক আহমেদ চিশ্তী সফি মিয়ার দেয়া কোরবানীর গোশতের ১ টি টুকরায় আরবীতে “আল্লাহু” লেখা ভেসে উঠেছে।রবিবার দুপুরে খাবারের সময় মুড়ারবন্দ গ্রামের জাহাঙ্গীর মিয়া নামে এক টং দোকানদার গোশতের একটি টুকরায় আরবীতে “আল্লাহু” লেখা শব্দটি দেখতে পায়। পরে সে বিষয়টি এলাকার মুসল্লীসহ আশ পাশের লোকজন কে জানায়। সংবাদ পেয়ে গোশতের টুকরাটি দেখতে লোকজন মোতওয়াল্লীর বাড়ীতে এসে ভীর জমায়। পরে “আল্লাহু” লেখা গোশতের টুকরাটি না খেয়ে ফ্রীজে রেখে দেয়।

ব্রীজের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে খোয়াই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবীতে শহরের পোদ্দারবাড়ি এলাকায় প্রধান সড়কে মানববন্ধন ও সভা করেছেন ৭ গ্রামের লোকজন। মানব বন্ধনে নদীর দু’তীরের এলাকার সর্বস্থরের লোজন অংশগ্রহন করেণ।রোববার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত চলা মানব বন্ধনে সভাপত্বি করেণ স্বদেশ বার্তা পত্রিকার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।সাংবাদিক মোঃ রহমত আলী ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চুনারুঘাট, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী,তেঘরিয়ারসাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আইয়ূব আলী,জেলা বিএফ এর সহ সভাপতি ছালেহ আহমদ, বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সামছুজ্জামান চৌধুরী,বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আম্বর আলী, শাহ মতিউর রমান মতিন, মোঃ শাহ আলম,এয়ার লিংক পরিচালক ...

হুদহুদের প্রভাবে ১০ গ্রাম প্লাবিত

প্রথম সেবা ডেস্ক॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় চরাঞ্চলের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে একটি শিশু।শনিবার সন্ধ্যার পর থেকে রোববার ভোর পর্যন্ত জোয়ারের কারণে গ্রামগুলো প্লাবিত হয়।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরপারবর্তী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মনির আহমদের মেয়ে মনি (৬) জোয়ারের পানিতে ভেসে গেছে বলে পরিবারেরর লোকজন জানিয়েছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যরা জানান, ঘূর্ণিঝড় হুদহুদ ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ার ও শনিবার থেকে টানা বৃষ্টি হওয়ায় উপজেলার চরপাবর্তী ইউনিয়নের কদমতলা, মৌলভী বাজার, মেহেরুন নেছা, হাজিপাড়া, জনতা বাজার, চরহাজারী ইউনিয়নের মাছুমা দোনা, পূর্বচর, সত্তরিয়া গ্রাম, মুছাপুর ইউয়িনের জেলে পাড়া, চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া, গুচ্ছগ্রাম ও চরকচ্ছপিয়া গ্রাম প্লাবিত হয়েছে।

বাহুবলে পূত্রবধূকে পিঠিয়ে আহত করল শ্বশুর

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশী গ্রামে শ্বশুর ও ভাসুরের পিটুনিতে রক্তাক্ত হয়েছেন দুবাই প্রবাসীর স্ত্রী মনি আক্তার (২২)। গুরুতর আহত অবস্থায় মনি আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, লামাতাশী গ্রামের তৈয়ব আলীর পুত্র জামাল মিয়া দুবাই থাকাকালে একই গ্রামের ধনাই মিয়ার কন্যা মনি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রায় ৩ বছর পূর্বে তিনি বাড়িতে এসে মনি আক্তাকে বিয়ে করার জন্য তার পরিবারের লোকজনদের চাপ সৃষ্টি করেন। কিন্তু মনি আক্তারের সাথে জামালের বিয়েতে রাজি হয়নি জামালের পরিবার। এক পর্যায়ে জামাল মা-বাবার অমতে মনি আক্তাকে বিয়ে করেন। বিয়ের পর এলাকার মুরুব্বীয়ানদের মাধ্যমে মনি আক্তারকে বাড়িতে তুলেন। এরপর থেকে জামাল মিয়ার পরিবারের লোকজন মনি আক্তারকে নানাভাবে ...

মাধবপুরে পিতা-পুত্র গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ওয়ারেন্টের আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ভাটি সুন্দরপুর গ্রামের ফারুক মিয়া (৪০) ও তার ছেলে পলাশ মিয়া (২২)। পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে থানার এসআই মোজাফ্ফর উপজেলার ভাটি সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে দু’টি মামলার ওয়ারেন্ট রয়েছে।

বাহুবলে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি কেয়া চৌধুরী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, পোনা মাছ নিধনে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শ্রেণীর মুনাফা লোভীরা তা আহরণ করছে। মাছ চাষে ভাগ্যের পরিবর্তন ও দরিদ্রতা দুরিকরণ সম্ভব। তবে অলসতার কারণে অনেকেই দরিদ্রতার জ্বালে আটকা আছেন। তাই তিনি সকলকে মাছ চাষে মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি শনিবার বিকেল ৪টার দিকে বাহুবল উপজেলার দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার পুকুরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, মৎস্য অফিসার মীর আফতাব হোসাইন, মেম্বার সফিকুল ইসলাম, সোহাগ মৎস্য খামারের পরিচালক আঃ সালাম, ওয়ার্ড সভাপতি সুখ আলী,  আঃ আলী, আবুল কালাম, সাইফুল ইসলাম লিটন, ...

হবিগঞ্জে নবজতাক চুরিকালে শিশু আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি করে নিয়ে যাওয়ার সময় এক পাচারকারী শিশুকে আটক করেছে জনতা। আটককৃত শিশু হলো লাখাই উপজেলার বুল্লা গ্রামের আব্দাল মিয়ার কন্যা রুমা আক্তার (১০)। স্থানীয়রা জানান,  শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুনারুঘাট উপজেলার গাজিগঞ্জ গ্রামের হাজেরা পারভীনের নবজাতক শিশু নিয়ে পালিয়ে যাবার সময় রুমা আক্তার (১০) নামে এক শিশু স্থানীয় জনতার হাতে আটক হয়। পরে তাকে গণধোলাই দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।থানায় জিজ্ঞাসাবাদে রুমা জানায়, মরিয়ম ও এমা নামে দুই মহিলা তাকে দিয়ে বিভিন্নস্থান থেকে শিশু এনে দেয়ার প্রস্তাব দেয় এবং তাকে অনেক টাকা দিবে বলে জানায়। অভাব অনটনের কথা চিন্তা করে রুমা তাদের প্রস্তাবে রাজি হয়। শনিবার ...

বাংলাদেশি হাজিদের দুর্ভোগ চরমে

সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজ পালন শেষে জেদ্দা থেকে বাংলাদেশ ফেরার পথে বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাংলাদেশি হাজিরা।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার হাজী নাহীন আহমেদ মমতাজী। সৌদি আরব সময় ১১ অক্টোবর রাত ৯টায় বিজি ৮০২০ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে আসেন দুপুর ২টার দিকে উপস্থিত হন।তিনি এ প্রতিনিধিকে জানান, রাত ৯টায় বিজি ৮০২০ বিমান ছাড়ার নির্ধারিত সময় থাকলেও পরে জানানো হয়েছে রাত১১টার আগে ছাড়বে না। ১১টার ফ্লাইটের ইমিগ্রেশন এখনো হয়নি।তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার ৮-১০ঘণ্টা পূর্বে আমাদেরকে বিমানবন্দরে এনে রাখা হয়েছে ৮/১০ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মমতাজী বলেন, সৌদি এয়ারলাইন্স যথাসময়ে ফ্লাইট করতে পারলে বিমানের সমস্যা কোথায়?অপেক্ষামান আরেক হাজি সামসুল ইসলাম বলেন, শুধুমাত্র ব্যবস্থাপনার ...

দুবাইয়ে সাড়ে ৪ হাজার বাংলাদেশি বিপাকে

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সিস্টেম কোম্পানির মালিক পালিয়ে যাওয়ায় প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি শ্রমিক বিপাকে পড়েছেন। কোম্পানিতে পাকিস্তানি, ভারত, বাংলাদেশিসহ প্রায় ১৮ হাজার শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই দুবাই সোনাপুর ক্যাম্পে আছেন। ওই কোম্পানির মালিক লেবাননের। কোম্পানিতে কর্মরত শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত তিন মাস ধরে কোনো বেতন দেয়নি। মালিক পালিয়ে যাওয়ায় এখন দুবাই লেবার অফিস থেকে বলা হয়েছে, যারা দেশে চলে যেতে চায়, তাদেরকে ৩ হাজার ইউএই দিরহাম ও বিমানের টিকেট দেওয়া হবে। আর যারা থাকবে তাদেরকে অন্য কোম্পানিতে কাজ করার অনুমতি দেওয়া হবে।সূত্র:শীর্ষ নিউজ