Daily Archives: October 29, 2014

হবিগঞ্জে পৌর আয়কর মেলা শুরু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে দু’দিন ব্যপী পৌর আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায়  হবিগঞ্জ পৌরসভা মাঠে মেয়র আলহাজ্ব জিকে গউছ এর সভাপতিত্বে আয়কর মেলার  আনুষ্টানিক উদ্ভোদন করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। পৌর এলাকাধিন সকল নাগরীক পৌরকর পরিশোধের আওতায় রয়েছেন। সর্বনিম্ন ৪০টাকা এবং সর্বোচ্চ ১লাখ ৮০হাজার টাকা পর্যন্ত পৌর কর নির্ধারণ করা হয়েছে।

হবিগঞ্জে শতাধিক টম টম আটক

হবিগঞ্জ প্রতিনিধি:যানজট মুক্ত রাখার লক্ষ্যে বৈধ কাগজ পত্র বিহীন  টম টমের  বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। জন দুর্ভোগ লাঘবে ১ হাজার বিদ্যুৎ চালিত টম টম শহরে চলা চলের পারমিড দিয়েছে  হবিগঞ্জ পৌরসভা । বুধবার ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের ১১টি পয়েন্টে চেক পোস্ট স্থাপন  করে কাগজ পত্র বিহীন ১শতাধিক  টম টম আটক করা হয়েছে। পৌরসভার নাম্বার বিহীন  টম টম শহরে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। হবিগঞ্জ  সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহম্মদ নাজিম উদ্দিন জানান, প্রায় ৪ হাজার বিদ্যুৎ চালিত টম টম হবিগঞ্জ শহরে চলাচল করায় প্রতিনিয়তই  যানজট লেগে জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পৌরসভার মাধ্যমে ১ হাজার টম টমের রেজিষ্ট্রেশন দেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের  নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ মোহম্মদ নাজিম ...

শায়েস্তাগঞ্জে হরতাল বিরোধী মিছিল

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: সদর উপজেলা ছাত্রলীগ ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল বের করেছে। বুধবার সন্ধ্যার দিকে সংগঠন দুটির পক্ষ থেকে যৌথ মিছিল বের করা হয়। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে দলটি তিন দিনের হরতালের ডাক দেয়। এ হরতালের প্রতিবাদে শায়েস্তাগঞ্জ শহরের রেলওয়ে পার্কিং থেকে মিছিলটি বের হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান এমরানের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বক্তরা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিজামীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।

আজ সাড়ে ১১টায় পতাকা বৈঠক ॥ ৩ জনের লাশ খোয়াই পুলিশের নিকট ॥ ভারতের খোয়াই শহরে চুনারুঘাটের ৩ গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চুনারুঘাটের বাল্লা সীমান্তের ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের বাচাইবাড়ি এলাকায় তিন গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), একই গ্রামের সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে আলীনগর গ্রামের ৫জন গরু ব্যবসায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের একটি গ্রামে গরু কিনতে যায়। এ সময় ভারতীয়রা তাদের চোর সন্দেহ করে গণপিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। এ ঘটনায় দুই জন পালিয়ে এসে মঙ্গলবার বিকেলে এলাকায় খবর দেয়। সন্ধ্যার দিকে তাদের মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বিষয়টি বিজিবিকে জানান। পরে ...

চুনারুঘাটে জুয়া খেলা অপরাধে ভ্রাম্যমান আদালত ১৩ জুয়ারীকে স্তা দিনের কারাদন্ড

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাটে ১৩ জুয়ারীকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর তার কার্যালয়ে ১৩ জুয়ারীকে এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত জুয়ারীরা হলেন,বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের আঃ মালেক (৩৫), একই উপজেলার দৌলতপুর গ্রামের আঃ শহিদ (৬০), লামতাশি গ্রামের আলী হোসেন (৪০), জয়দেবপুর গ্রামের কুতুব আলী (৫৫), গংগানগর গ্রামের তৈয়ব আলী (৫৫), চুনুরেক গ্রামের ফজলু মিয়া(৫৫), তিতারকোণা গ্রামের সালেহ আহমেদ (৪০), বড়ইউরি গ্রামের ফুল মিয়া, চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের দুলাল মিয়া (৪০), একই গ্রামের আঃ মন্নান (৪৫), নজরুল ইসলাম (৩৮), আঃ নুর (৩৫), সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ উপজেলার ছাত্রিশ গ্রামের শামীম আহমেদ (৩৫)। দন্ডপ্রাপ্তদের ...

আজ মন্ত্রীর গায়েহলুদ, ১৪ নভেম্বর বৌভাত

বর-কনের বয়সের পার্থক্য প্রায় ৪০ বছর। কিন্তু দুই জনের মনের মিল রয়েছে যথেষ্ট। রয়েছে প্রেম-প্রীতি আর ভালোবাসা। কখন যে কার মনে কোন শখ জাগে অবশ্য তার কোনো ঠিক-ঠিকানা নেই। প্রেম যে কোনো জাত-কুল ধর্ম-বর্ণ, বয়স ব্যবধান ও চেনা-অচেনা মানে না সেটা আরো একবার প্রমাণিত। এবার এর প্রমাণ দিতে ইন্ডিয়ান কোনো সিরিয়াল নয়, স্বয়ং বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক এগিয়ে এসেছেন। জীবনের প্রায় ছয় দশক পার করে এবার তিনি সংসার করার উদ্যোগ নিয়েছেন। প্রায় ছয় মাস আগে থেকেই চলছে গুঞ্জন। বাতাসে খবর বেরিয়েছিল মন্ত্রী বিয়ে করছেন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন তিনি। আর ওই ঘোষণার বাস্তবায়নের প্রথম ধাপ হচ্ছে আজ। রেলপথমন্ত্রী মুজিবুল হক-এর বয়স এখন মাত্র ৬৭। বয়সের ...

নিজামীর বিরুদ্ধে রায় পড়া শুরু

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার সকাল ১১টা ৮ মিনিটে এ রায় পাঠ শুরু করেন। ২০৪ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পাঠ করছেন বিচারপতি আনোয়ারুল হক। এর আগে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম রায় নিয়ে বিলম্ব ও অন্যান্য প্রসঙ্গের ভূমিকায় বলেন, আমরা আইনের বাইরে টক শো বা রাস্তায় রায় নিয়ে কথা বলতে পারি না। আইনের মধ্যে থেকেই এ রায় পাঠ করা হচ্ছে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামীকে বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে, চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর তুরিন আফরোজ, মোখলেজুর রহমান বাদলসহ রাষ্ট্রপক্ষের ...