Daily Archives: October 5, 2014

যুক্তরাষ্ট্র চুনারুঘাট সমিতির বনভোজন

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশে আমেরিকার নিউইয়র্ক সিটির এস্টোরিয়া পার্কে গত রবিবার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্টস্থ চুনারুঘাট সমিতির বনভোজন। চুনারুঘাটস্থ আমেরিকা প্রবাসী ছাড়াও হবিগঞ্জের বিভিন্ন উপজেলার আমন্ত্রিত প্রবাসীদের অংশগ্রহণে বনভোজনটি পরিণত হয় মিলনমেলায়। মেলায় অংশ নেন চুনারুঘাট সমিতির আহবায়ক সাদেক মিয়াসহ সমিতির নেতৃবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বনভোজনে অংশ নেন বৃন্দাবন কলেজ ে এরপর পৃষ্ঠা-২ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্টের সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি, বিশিষ্ট সাংবাদিক সেলিম আজাদ, বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনছারি, ইউএস সুপ্রিম কোর্ট এটর্নি মঈন চৌধুরী ও এএইচএম আক্তারুজ্জামান প্রমূখ।

পাগলের বিলাপ

কত কথা কয়!প্রিয় পাঠক। শিরোনামটি পড়েই হয়তো হেঁসে উঠবেন। বলবেন কি যে লেখা হয়? তাই না? তবে এর মাঝেই অনেক কিছু নিহীত আছে। উড়িয়ে দেবার নয়। এ ব্যস্ত সমাজে মানুষের ধান্ধার অভাব নেই। তবে সবাই যে নিজের স্বার্থ নিয়ে ঘুরে তা নয়। কেউ ক্ষেতে-খামারে, কেউ শিক্ষকতায় কেউবা গাড়ী-ঘোড়ায়, ইমামতি, ব্যবসাÑবাণিজ্যে নিজেকে জড়িয়ে রাখছেন। কাঁক ডাকা ভোর থেকে বলা চলে রাত ১২টা পর্যন্ত নিজ নিজ ব্যস্ততায় সময় পাড় করেন অনেকেই। ক্লান্তিময় দিন শেষে যত ব্যস্ততাই থাকুকনা কেন রাত ১২ টার পর গ্রাম থেকে শহর এমনকি বড় বড় শহরেও জনশুন্য ে এরপর পৃষ্ঠা-২ অবস্থার সৃষ্টি হয়। কারণ...........। আর এ সুযোগে কিছু সংখ্যক স্বার্থপর ব্যক্তিরা বেরিয়ে পড়ে নিজেদের স্বার্থ হাসিলে। এ ...