Daily Archives: October 3, 2014

পলাতক আসামী পুলিশের জালে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সৈয়দা বাদ গ্রামে তৈরী পাইপগ্যানসহ ওয়ারেন্টি পলাতক আসামী আজগর আলী (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। গত বুধবার গভীর রাতে দারোগা আরিফুর রহমান মানিক মিয়া ও আলমাছের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সৈয়দাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর তার বসতঘরে তল্লাসী চালিয়ে ওয়ারড্রপের নিচে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করা করে। আসামী আজগর আলী দীর্ঘদিন বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরির মামলার ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিল। সে সৈয়দাবাদ গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।

তিনি প্রকৌশলী তাই……

স্টাফ রিপোর্টার ॥ নিয়মনীতি তোয়াক্কা না করেই চুনারুঘাট পৌরসভার সদ্য যোগদানকৃত সহকারী প্রকৌশলী জিএম আরিফ সারওয়ার কার্যক্রম শুরু করেছেন। যোগদানের অব্যাহতির পর তিনি হোন্ডিং করা, ে এরপর পৃষ্ঠা-২ রাস্তার ড্রেন কালভাট, সিসি রাস্তা, স্কেপে অনিয়ম গড়ে তুলেছেন। ইতিমধ্যে চুনারুঘাট পৌরসভা বাগবাড়ি, বড়াইল, নয়ানী,পূর্ববড়াইল, গরু বাজারের আরসিসি রাস্তার কাজ শেষে হয়েছে। প্রত্যেক কাজের সংশ্লিট ঠিকাদার ওই সহকারী প্রকৌশলীকে খুশি না করলে তিনি কাজের অনিয়ম তুলে ধরেন। এ ছাড়াও পৌর অফিসে বসে তিনি ব্যাক্তগত বিল্ডিং প্লান তৈরীতেও ব্যস্ত থাকেন। চুনারুঘাটের পূর্বে তিনি নরসিংদীর ঘোরশাল পৌরবাসীয় তার বিরুদ্ধে মিছিল মিটিং করলে সেখানে থেকে সংশ্লিট কর্তৃপক্ষ তাকে প্রত্যাহার করে চুনারুঘাটে পাঠায়। চুনারুঘাটে তিনি অল্প দিনে ব্যাপক অনিয়ম গড়ে তুলছেন। ঠিকাদারদের কাজের বিলের আগেই তিনি ...

পুলিশ সবই পারে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ কিনা পারে। সবই পারে। পুলিশ পারেনা এমন কাজ নেই। তাই পুলিশের পিছনে না লাগাই ভাল। এননিভাবে মোটর সাইকেল চোরের সাথে দেওরগাছ ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে চুনারুঘাট থানা পুলিশ। ঘটনায় প্রকাশ, গত সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার চান্দপুর চা বাগান থেকে একটি হিরো স্পেনডার-১০০ সিসি মোটর ে এরপর পৃষ্ঠা-২ সাইকেল চুরি করে পালানোর সময় চুনারুঘাটের আমু চা বাগানে সাইকেলসহ চোরকে ধরতে সক্ষম হয় জনতা। উক্ত সাইকেল চোর জোবায়ের (৩২) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।উক্ত সাইকেলের মালিক দেওরগাছ গ্রামের আ. শহীদ চোরকে ধরে এনে দেওরগাছের আমতলী বাজারে দেওরগাছ ইউানয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রজব ...

চুনারুঘাট পৌর শহরে কুকুরের উপদ্রব

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কুকুরের অবাধ বিচরণে রাস্তা দিয়ে চলাচল যেন ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। কুকুরদের ঝগড়ার মাঝে পড়ে চুনারুঘাট ডি.সি.পি হাই স্কুলের ৪/৫ জন ছাত্র-ছাত্রী বিব্রতকর অবস্থায় কাঁদায় পড়ে প্রান বাচায়। পৌর প্রশাসন বিগত বছরগুলোতে কুকুর নিধন অভিযান পরিচালনা করলেও এ বছর তা পরিলক্ষিত হয়নি। শহরে পাগলা কুকুরের কামড়ে প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গরীব দিন মজুর মানুষ ভ্যাকসিনের টাকার জন্য ঘুরছে ধনীদের দ্বারে দ্বারে। অধিকাংশরাই উচ্চ মূল্যে বাজার থেকে ক্রয় করছে কুকুরের কামড়ের ভ্যাকসিন। সরকারী হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনের জন্য গেলে তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেও নানা অজুহাতে আক্রান্তদের ফেরত দেয়া হয়। এ ...

জলপরী আতঙ্ক….

স্টাফ রিপোর্টার ॥ অপহরন, গুম, চুরি, ডাকাতি কিংবা মুক্তিপন আতঙ্ক নয়। এবার জলপরীর আতঙ্ক। চা স্টল হোটেল রেস্তোরা, গাড়ি বাড়িতে চলছে এ নিয়ে চুল ছেড়া বিশ্লেষন। অজানা জলপরী আতঙ্ক এখন তাড়িয়ে বেড়াচ্ছে গ্রামেঞ্চলের অধিকাংশে নারী-পুরুষ শিশু কিশোদের। চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গ্রামের সিএনজি চালক হারুনের মেয়ে মারা গেছে। সম্প্রতি গোগাউড়া গ্রামের এক মেয়ে পুকুরে গোসল করতে গেলে অজ্ঞাত জলপরী টেনে পানির নিচে নিয়ে যায়। আহতাবস্থায় প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাবস্থায় মারা যায়। ফলে জলপরী আতংকে এখন কেউই পুকুরে নেমে গোসল করছেন না। পুকুরে নামলে নিচ থেকে কেউ যেন টেনে নিয়ে যায়। বর্তমানে যে জলপরী আ ডাকে কোন এক সময় সমুদ্র সৈকতেও যেন ...

সৌদি প্রবাসী মরহুম আব্দুল মুনিম বুলবুলের পরিবারকে জেদ্দা মহানগর বিএনপির অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সৌদি প্রবাসী মরহুম আব্দুল মুনিম বুলবুলের পরিবারকে জেদ্দা মহানগর বিএনপি আর্থিক অনুদান প্রদান করেছে। গতকাল রবিবার চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামের সৌদি প্রবাসী মরহুম আঃ মুনিম বুলবুলের পরিবারকে ২লক্ষ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন সৌদি আরব জেদ্দা মহানগর কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও কিলো-৬ শাখার সভাপতি গোলাম মোস্তফা কুটি। এ  উপলক্ষে উপজেলার শুকদেবপুর গ্রামে গোলাম মোস্তাফা কুটির বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেদ্দা মহানগর বিএনপির যুগ্ন-সম্পাদক গোলাম মোস্তাফা কুটির সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিমের পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির ...

গ্রীণ ল্যান্ড পাকঃ

 কি ভাবে আসবেন ঃ রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের পার্শ্বেই চোখ ধাঁধানোঢাকা, সিলেট অথবা হবিগঞ্জ থেকে চলে আসুন শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধা চত্ত্বর। ঢাকা থেকে ১৬৮ কিঃ মিঃ দূরে শায়েস্তাগঞ্জ আসতে পারেন বাসে অথবা ট্রেনে। এরপর শায়েস্তাগঞ্জ থেকে ১২ কিঃ মিঃ দূরে চুনারুঘাট আসতে হবে। চুনারুঘাট থেকে রাণীগাঁও রাস্তায় ৬ কিঃ মিঃ দূরত্বে পারকুল বাগানে গ্রীণ ল্যান্ড পার্ক অবস্থিত।

ঘনঘন লোডশেডিং ॥ ব্যাহত জনজীবন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গত কয়েক মাস ধরে অব্যাহত লোডশোডিং এ নাভিশ্বাস হয়ে উঠছে শিক্ষার্থীদের জনজীবন। একদিকে তীব্র গরম অন্যদিকে লাগামহীন লোডশোডিং এর কারণে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায়, বাকৃবিতে ইদানিং পূর্বের তুলনায় মাত্রাতিরিক্ত লোডশোডিং বেড়েছে। দিনে রাতে সবসময়ই চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। এতে ব্যাঘাত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশুনায়। অন্যদিকে  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় গবেষণাগারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিনের তুলনায় রাতে লোডশোডিং এর মাত্রা বেশী। তীব্র লোডশোডিং ে এরপর পৃষ্ঠা-৩ এর কারনে তারা পড়াশুনায় মনোযোগ দিতে পারে না। ক্লাস চলাকালীন সময়ে প্রায়শই বিদ্যুৎ থাকে না। ফলে মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো বন্ধ হয়ে যায়। এতে করে শিক্ষকদের লেকচার প্রদানে সমস্যার সৃষ্টি করে। এ অবস্থায় ঘন ...

মিরাশীর পীরপুরে গৃহবধুকে মারধোর এবং ….

মিরাশী সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পীরপুর গ্রামে গৃহবধু আলেয়া খাতুন (৩০) কে বেধরক মারপিট করে  স্বর্নালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটপাট করেছে দুর্বৃত্তরা। অভিযোগে জানা যায়, মিরাশী ইউনিয়নের পীরপুর গ্রামের আকবর আলী দুর্বৃত্ত বিকাল ৪টায় তার বসতঘরে হামলা ও লুটপাট চালায়। হামলায় আলেয়া খাতুন গুরুতর আহত হয়। এ সময় দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ অর্থকড়ি লুটপাট করে নিয়ে যায়। আহত গৃহবধু আলেয়াকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

১৪ বছর ধরে পদটি শূণ্য ॥ তরিগড়ি করে নিয়োগের

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের শানখলা উচ্চ বিদ্যালয়ে তরিগড়ি করে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। ফলে এ মূহুর্তে কোন প্রার্থী নিয়োগ হচ্ছেন না। ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম তালুকদার হজ্ব পালনে সৌদি আরব থাকায় তার স্ত্রী পারভীন বেগম চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আবেদনে বলা হয়, তার স্বামী শফিকুল আলম দীর্ঘ ১৪বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে শানখলা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষকের পাশাপাশি ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। উক্ত পদে তিনিও স্থায়ী নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের ছুটি নিয়ে হজ্বব্রত পালনে সৌদি আরব গমন করলে তরিগড়ি করে প্রধান শিক্ষক মোঃ ...

১২০ জন শিক্ষার্থীকে কারিগরি বোর্ডের সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ জানুয়ারী-জুন ও এপ্রিল জুন- ২০১৪ সেশনের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব ছাত্র-ছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে। সনদপত্র বিতরণ উপলক্ষে গত বুধবার ে এরপর পৃষ্ঠা-৩ সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আলহাজ্ব ...