Daily Archives: October 2, 2014

আজ হবিগঞ্জে কুমারী পূজা

হবিগঞ্জ প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাবিহিত পুজা। দুর্গাপুজার অন্যতম অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ বছরও এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে কুমারী পূজা সরাসরি সম্প্রচার করা হবে। দুর্গাপূজার অন্যতম বৈশিষ্ট্য কুমারী পুজা। দেবী পুরাণে কুমারী পূজার সুস্পষ্ট উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুসারে সাধারণত ১ বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। বয়স ভেদে কুমারীর নাম হয় ভিন্ন। এদিন নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক ...

সুনামগঞ্জে পূজা মন্ডপে ককটেল বিস্ফোরণ

সুনামগঞ্জে পূজা মন্ডপের পিছনে একটি ককটেল জাতীয় বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা।বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার জয়নগর বাজার কালিবাড়ি মন্ডপের পিছনে এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সনাতন ধর্মাবলম্বীরা।জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নৃপেশ তালুকদার নানু স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় মন্ডপের ভিতরে পূজারীরা অবস্থান করছিলেন। এ সময় মন্ডপের পিছনে হঠাৎ বিকট শব্দ হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, মন্ডপের প্রায় ২০ গজ পিছনে একটি ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত যুবকরা ম্যাচ জাতীয় বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এ সময় বিকট আওয়াজ শুনা গেলেও মন্ডপ কিংবা পূজারীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

৯ দিনের ছুটির ফাঁদে দেশ

প্রথম সেবা ডেস্ক॥ পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজায় লম্বা ছুটির ফাঁদে পড়ছে দেশ। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটিতে টানা নয় দিন রাজধানী ঢাকা থাকবে অনেকটাই ফাঁকা।আগামীকাল ৩ অক্টোবর থেকেই শুরু হচ্ছে ঈদ এবং দুর্গাপূজার ছুটি। তবে কেউ কেউ আজ অফিসে এসে হাজিরা খাতায় সই করে রওনা দেবেন বাড়ির দিকে। অতীতেও এমন চিত্র দেখা গেছে ঈদের আগে ও পরে। ঝুক্কি-ঝামেলা এড়াতে অনেকে পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ঈদ ও পূজা উপলক্ষে ইতিমধ্যে বাড়তি ছুটি নিয়েছেন।ঈদের সরকারি ছুটি ৫ থেকে ৭ অক্টোবর। ৮ ও ৯ অক্টোবর অফিস খোলা থাকলেও ছুটি নিয়ে ...