Daily Archives: October 8, 2014

কোরিয়ায় হানিমুন আইল্যান্ড জেজু দ্বীপ

মীর সজল :  কোরিয়ার সবচেয়ে আকর্ষনীয় পর্যটন স্থান দ্বীপ জেজু। শুধু কোরিয়া নয়, সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসছে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের সমাহার এই দ্বীপটি দেখতে। ২০১১ সালে বহুল আলোচিত প্রাকৃতিক সপ্তাশ্চর্যেও স্থান পেয়েছে জেজু দ্বীপ। দক্ষিণ এশিয়া এমনকি ইউরোপ আরেরিকা থেকে হাজার হাজার নব-দম্পতি মধুচন্দ্রিমায় আসেন জেজুতে। জেজু দ্বীপ বা জেজু-দো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় দ্বীপ এবং ক্ষুদ্রতম প্রদেশ। প্রায় ২০ লক্ষ বছর আগে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত থেকে দ্বীপটির সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটি পশ্চিম থেকে পূর্বে ৭৩ কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ৩১ কিলোমিটার দীর্ঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১ হাজার ৯৫০ মিটার। দ্বীপটি গঠিত হয়েছে ৩৬০টি সুপ্ত আগ্নেয়গিরির ...

অসময়ের ঘুম’ তাড়ানোর সহজ উপায়

প্রথম সেবা ডেস্ক॥ দুপুরে খাবারের পরে অনেকেরই ক্লান্ত লাগে শরীর। অনেকেই চোখেই রাজ্যের সব ঘুম এসে বসে। শত চেষ্টাতেও যেন পুরোপুরি জেগে থাকা বা কাজে মনোযোগ রাখা দায়। এই অসময়ের ঘুম আর ক্লান্তির কী কারণ এবং এর থেকে মুক্তি পাওয়াই বা কি? জেনে নিন নীচের আলোচনায়। অসময়ে ক্লান্তি বা ঘুমের ভাব আপনি কি রাতে পার্টিতে গিয়েছিলেন কিংবা আপনার ছোট্ট শিশুটি কান্নাকাটি করেছে সারা রাত? নাকি রাত জেগে অফিসের বিশেষ প্রজেক্টের কাজটি শেষ করতে হয়েছে? কিন্তু এখন অফিসে বসে যে কারণেই আপনার ক্লান্ত বোধ হোক না কেন, আপনাকে তো জেগে থাকতেই হবে। অর্থাৎ ‘বস’-এর নজরে পরার আগে পুরো মনোযোগ ফিরিয়ে আনতে হবে। দিনের শুরু রাতে কোনো কারণে ঘুমের ব্যাঘাত হলে ঘুম থেকে উঠে কুসুম-কুসুম গরম পানি ...

ভাষাসৈনিক মতিন আর নেই

প্রথম সেবা ডেস্ক॥ সকলকে ছেড়ে চলে গেলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। বুধবার সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি………… রাজিউন)বিএসএমএমইউর পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া এ তথ্য জানান।প্রায় আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন অব্দুল মতিন।গত ১৮ আগস্ট আব্দুল মতিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি স্ট্রোক করেছিলেন।এর একদিন পরই আব্দুল মতিনকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ২০ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপাচার করেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক আফজাল হোসেন। অস্ত্রোপাচারের পরও তাঁর অবস্থা অনেকটা অপরিবর্তিতই ছিল।এরই মধ্যে গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিএসএমএমইউতে ভর্তির পর থেকে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

চুনারুঘাটে ফেনসিডিলসহ ৩ পুলিশ আটক

চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৩ বোতল ফেনসিডিল, ৬০ বোতল ভারতীয় মদসহ পুলিশের এক কর্মকর্তা ও দুই কনস্টেবলকে আটক করেছে বাল্লা বিওপি’র বিজিবি সদস্যরা।মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- চুনারুঘাট থানার এসআই আরিফুর রহমান, কনস্টেবল কমল দেব ও আবুল কালাম।বিজিবি ৪৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর তারিকুল ইসলাম জানান, সীমান্তে রেড অ্যালার্ট চলছে। এ সময় বাল্লা বিওপির জোয়ানরা একটি অটোরিকশা থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও ৬০ বোতল ভারতীয় মদসহ তাদের আটক করে।আটকদের চুনারুঘাট থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

চুনারুঘাটে ১৭৬ মুক্তিযোদ্ধা ঈদানন্দ থেকে বঞ্চিত

এস এম সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভাতা না পেয়ে ১৭৬ মুক্তিযোদ্ধা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। গত বৃহস্পতিবার নির্ধারিত তারিখে উপজেলার ৫৫৪জন মুক্তিযোদ্ধা তাদের ভাতা উত্তোলণ করতে স্থানীয় সোনালী ব্যাংক শাখায় যান। এর মধ্যে ৩৭৮জন মুক্তিযোদ্ধা তাদের ভাতা উত্তোলণ করলেও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদসহ ১৭৬ জন মুক্তিযোদ্ধা তাদের ভাতা পাননি। ফলে তারা নিরাশ হয়ে বাড়ী ফিরে যান। ভাতা না পেয়ে এসব মুক্তিযোদ্ধঅ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান উপজেলা কমান্ডার আব্দুস ছামাদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়। জেলা ইউনিট কমান্ডার জানান- বার বার তাগিদ দেওয়া স্বত্বেও উপজেলা কামান্ডারের পক্ষ থেকে তালিকা না পাওয়ায় তিনি নিজেই তালিকা তৈরি করেছেন ঈদকে সামনে রেখে। উপজেলা কমান্ডার অনেক মুক্তিযোদ্ধা ভাতার ...

পাঞ্জাবি তরুণী নয়, অন্যরূপে আনুশকা

প্রথম সেবা ডেস্ক॥ মাঝে কিছুদিন পর্দায় দেখা যায়নি বলিউড নায়িকা আনুশকা শর্মাকে। তবে এবার তিনি ফিরছেন। পাঞ্জাবি তরুণী নয়, অন্যরূপে। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৩ সালে বিশাল ভরদাজের ‘মটরু কি বিজলী কা মন্ডোলা’ সিনেমাতে। সিনেমা খুব বেশি জনপ্রিয় না হলেও আনুশকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু ‘রব নে বানাদি জোড়ি’ থেকে ‘মটরু কি বিজলী কা মন্ডোলা’ সবকটি সিনেমায় তাকে প্রায় একই ধরনের পাঞ্জাবি তরুণীর চরিত্রে দেখা গেছে। তাই এ বছরে একেবারে ভিন্ন ভিন্ন ভূমিকায় দর্শকরা দেখতে পাবেন আনুশকাকে। জানা গেছে, তার এ বছরের ছবি বম্বে ভেলভেটের শুটিং শেষ হয়েছে। পাশাপাশি শুটিং চলছে ‘পিকে’ ও ‘দিল ধড়কানে দো’ সিনেমার। এতগুলি সিনেমাতে ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করার পর আনুশকা নিজেকে তৈরি করছেন ‘এনএইচ১০’ ছবির জন্য। ...

লক্ষীপুর মন্দিরের জন্য সহযোগিতা কামনা

(মৌলভীবাজার) প্রতিনিধি : লক্ষীপুর সনাতনী ভক্তবৃন্দের পূজা করার জন্য একটি মন্দির স্থাপন করা জরুরী হয়ে পড়েছে। দেশ বিদেশের দানশীল ব্যক্তিবগের্র আর্থিক অনুদানেই হতে পারে একটি মন্দির। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামে প্রায় ঊনবিংশ শতাব্দির পূর্বের একটি তেতুলগাছ রয়েছে। তেতুলগাছটি এখন কালের স্বাক্ষী হিসাবে রয়েছে। লক্ষীপুর গ্রামের সনাতনী ভক্তবৃন্দগণ এই গাছটিকে স্বাক্ষী রেখে এখানে ভোগ আরতী, গান কীর্তন করে  থাকেন। সেই ধারাবাহিকতায় আজ চালিয়ে যাচ্ছেন। ভৈরবতলী হিসাবে এখানে যুগ যুগ ধরে সনাতনী ভক্তবৃন্দ বিভিন্ন দেবতাদের পূজা অচর্না করে আসছে। কয়েক বছর পূর্বে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও সরকারী ভাবে এই তলীকে চতুর দিক বাউন্ডারী করা হয়। কিন্তু স্থায়ী মন্দির না হওয়াতে এলাকার সনাতনী ভক্তবৃন্দ পূজা করতে নানা অসুবিধার সম্মুখীন পোহাতে হচেছ। ২০১৬ ...

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেট প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় একটি মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ তিনজন নিহত  ও সাতজন আহত হয়েছেন। আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের সবাই মাইক্রোবাসে ছিলেন।বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা বাবা ও মেয়ে। বাবার নাম নূর আফজাল (৪৫) এবং মেয়ের নাম ফাতেমা বেগম (১৮)। নিহত অন্যজন মাইক্রোবাসের চালক বলে জানিয়েছেন আরেক আহত যাত্রী বেলাল আহমেদ।তিনি জানান, এ দুর্ঘটনায় নূর আফজালের স্ত্রীও আহত হয়েছেন। নূর আফজাল সিলেট অগ্রণী ব্যাংক বন্দর বাজার শাখার ডিজিএম হিসেবে কর্মরত ছিলেন।বাসটি (ঢাকা মেট্রো ব ১৫-৫৬২৯) ঢাকার উদ্দেশে এবং মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫-১৯৭৭) সিলেটের উদ্দেশে যাচ্ছিল।সিলেটের দক্ষিণ ...

পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মসজিদ আল হারাম

প্রথম সেবা ডেস্ক॥ কোরআন এই আল্লাহর এবাদত মানবতার জন্য নির্মিত প্রথম ঘর ছিল যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ, আল হারাম মসজিদ বা "গ্র্যান্ড মসজিদ" মক্কা, সৌদি আরব শহর অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের পবিত্রতম জায়গা কাবা।