Daily Archives: October 27, 2014

দৈনিক ৫শ’ ব্যারেল তেল তোলা সম্ভব হবে

কামরুল ইসলাম ... দেশের প্রথম তেল অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) পরিচালিত ওই ক্ষেত্রটিতে তেলকূপটি (কৈলাসটিলা-৭) খনন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ক্ষেত্রটিতে তেলের অবস্থানও নিশ্চিত হয়েছে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে। ২০১২ সালে চালানো ওই জরিপে কৈলাস টিলা ক্ষেত্রে তেল-গ্যাসের মোট ১৩টি চিহ্নিত হয। এর মধ্যে ছয টি তেলের ও ছয়টি গ্যাসের এবং একটি তেল ও গ্যাসের মিশ্রস্তর। বাপেক্সের ত্রিমাত্রিক জরিপের তথ্য অনুযাযী, কৈলাসটিলা ক্ষেত্রে প্রায় ১১ কোটি ব্যারেল তেল ও প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুত রয়েছে। এর মধ্যে প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে চার কোটি ব্যারেল তেল ও সাড়ে ৬০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস উত্তোলনযোগ্য। ক্ষেত্রটির তিন হাজার ১৫০ ...

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো ১২ বছর বয়সী স্কুলছাত্রী স্বর্ণা

নিজস্ব প্রতিনিধি ... অবশেষে বিয়ের পিড়িতে বসলো স্কুলছাত্রী স্বর্ণা। বাল্যবিয়ে হলেও তা রোধ করতে কেউ এগিয়ে আসেননি। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের রইছ মিয়ার কন্যা প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী স্বর্ণা আক্তার ওরফে মরিয়ম আক্তারকে গতকাল শুক্রবার বিয়ে দেওয়া হয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আক্কাছ মিয়ার পুত্র সেলিম মিয়ার সাথে। বাল্যবিয়ে ঠেকাতে খুব  সতর্কতার সাথে স্বর্ণার নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার নাম দিয়ে ইউনিয়ন অফিস থেকে একটি ভুয়া জন্ম সনদ নেয়া হয়। স্কুল সাটিফিকেট অনুযায়ী স্বর্ণার জন্ম তারিখ ৬ জুন ২০০২। সে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ নেয়। জন্ম তারিখ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার কাগজপত্র খতিয়ে দেখা গেছে স্বণার বয়স ...

ধর্ষণের চেষ্টা ॥

৬ মাসের দন্ডশায়েস্তাগঞ্জ প্রতিনিধি য় চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই যুবককে উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করেন। ওইদিন রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালত হবিগঞ্জ সদর উপজেলার আদিপাশা গ্রামের মৃত উস্তার মিয়ার পুত্র নাজমুল হক (২০) কে ধর্ষণের চেষ্টার ও শ্লীলতাহানীর অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানা যায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল করিমের কন্যা মোছাঃ রুমা আক্তার (১৫) কে নাজমুল হক ধর্ষণের চেষ্টা চালায়। রুমা মিরাশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ঢাকা থেকে ওইদিন বাড়ি ফিরছিল। বাস থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামার পর সিএনজি ...

নিউমোনিয়া ও ডায়রিয়ায় শিশু আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি.. হবিগঞ্জের গ্রামাঞ্চলে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। কিন্তু শিশু ওয়ার্ডে আসন সংখ্যা সীমিত থাকায় রোগীর স্বজনদের মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। কয়েকজন শিশুরোগীর স্বজনরা অভিযোগ করেন ডাক্তাররা হাসপাতালে রোগীদের নিয়মিত দেখেন না।

সিসি ক্যামেরায় আগুন ॥ কর্মকর্তা জেলে

মাধবপুর প্রতিনিধি... মাধবপুর উপজেলার সায়হাম কম্পোজিট নিট পোশাক কারখানা থেকে তৈরী পোশাক চুরি করে বাচতে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার দায়ে সোহেল রানা (৩২) নামে এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে কতৃপক্ষ। সোমবার সকালে থানা পুলিশ সোহেল কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহীদউল্লা পিপিএম জানান, গত ১৭ অক্টোবর সায়হাম কম্পোজিট নিট পোশাক কারখানার কর্মকর্তা সোহেল রানা কারখানা থেকে শিশুদের জন্য তৈরী করা ৬ টি গেঞ্জি চুরি    করে নিয়ে যায়। এ দৃশ্য কারখানায় রক্ষিত ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ার পর ওই কর্মকর্তা বেকায়দায় পড়ে। পরবর্তীতে চুরির দৃশ্য আড়াল করতে ১৮ অক্টোবর সিসি ক্যামেরা আগুন লাগিয়ে পুড়িয়ে নষ্ট করার ...

সম্মিলিত ইসলামী দল ও তৌহিদী জনতা পরিষদের হরতাল পালিত

স্টাফ রিপোর্টার .. পবিত্র হজ্ব ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে সম্মিলিত ইসলাী দলগুলোর ডাকা হরতাল সারাদেশের ন্যায় চুনারুঘাটেও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে চুনারুঘাটে যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকে পিকেটিংয়ে নেতৃত্ব দেন সম্মিলিত ইসলামী দলের কেন্দ্রিয় নেতা মাওলানা আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে মুফতি মাওলানা শাহ আব্দুল কাদির, তৌহিদী জনতা পরিষদের উপজেলা সেক্রেটারী আলহাজ্ব হোসাইন আলী রাজন, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা মনসুর আহমেদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আশিকুর রহমান, হাফেজ শাহিনুল ইসলাম, মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ জুনায়েদ আহমেদ, মোঃ মহিবুল ইসলাম প্রমূখ। পিকেটিং ...

দিরাইয়ে মহিলার লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর সদরের একটি জলাশয় থেকে বিকৃত পচনশীল একটি মহিলার লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। দিরাই পৌর সদরের মাদানী মহললা এলাকার দিরাই শ্যামারচর সড়কের পাশের জলাশয়ে কচুরিপনার মধ্যে লাশটি ভেসে উঠে। খবর পেয়ে এ এসপি দিরাই সার্কেল এস এম ফয়সল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান ও সাংবাদিকসহ এলাকাবাসী সেখানে জড়ো হয়।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সরকারী হাসাপাতালে প্রেরন করা হয়।

জমজমাট মদ ও জুয়ার আসর

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় জমে উঠেছে জুয়া ও মদ-গাজা-নারীর আসর। এই আসরে প্রতিদিন দূর-দূরান্ত থেকে যোগ দিচ্ছে দেশের বিভন্ন স্থান থেকে আসা হাজারো তরুন-যুবক। সরেজমিনে দেখা যায়, মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া ডাকবাংলো রোডের উত্তমের লন্ড্রী ঘরকে কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট জুয়ার আসর। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আসর। জুয়া খেলাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মাদক সেবন ও দেহব্যবসা। অনুসন্ধ্যানে জানা যায়, অবৈধ আসরটির গডফাদার নামে পরিচিত হয়ে উঠছেন অত্র ইউনিয়নের   নেতৃত্বে বনগাঁও গ্রামের ফেন্সি ছাবু মিয়া, লন্ড্রী মালিক উত্তমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী তেলিয়াপাড়া বাজারে গড়ে তুলেছেন মাদক সাম্রাজ্য। মাদক বিক্রি বাড়ানোর জন্য বসানো হয়েছে জুয়ার আসর। তেলিয়াপাড়া বাজারে এসব হলেও প্রশাসন নির্বিকার। ...

চিকিৎসার প্রলোভন দিয়ে জমি রেজিষ্ট্রিরী করাতে গিয়ে এক মহিলা আটক

স্টাফ রিপোর্টার .. চুনারুঘাটে এক প্রতিবন্ধী মহিলাকে চিকিৎসার প্রলোভন দিয়ে চুনারুঘাট সাব-রেজিষ্ট্রারী অফিসে এনে প্রতারণা করে জমি রেজিষ্ট্রারী করাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক মহিলা। জনতা উত্তম মধ্যম দিয়ে আটক মহিলাকে চুনারুঘাট থানায় সোপর্দ করেছে। জানা যায়, বুধবার সকালে চুনারুঘাট উপজেলার পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত ছুরত আলীর প্রতিবন্ধী মেয়ে রাজিদা খাতুন (৩৩) কে একই উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল হকের স্ত্রী সুফিয়া খাতুন রাজিদা কে চিকিৎসার প্রলোভন দিয়ে একটি সিএনজি যোগে চুনারুঘাটে নিয়ে আসে। এ সময় সুফিয়ার স্বামী আব্দুল হকসহ ৪/৫জনের একদল লোক        সাব-রেজিষ্ট্রারী অফিসের এক মুহরীর ঘরে অবস্থান করে এবং একটি দলিল লিখিয়ে রাখে। রাজিদা খাতুনকে আব্দুল হকসহ অন্যরা সাব-রেজিষ্ট্রারী অফিসে নিয়ে দলিলে স্বাক্ষরের কথা বলিলে ...

হাসতে হাসতে পেট ফেটে গেলো!

প্রিয় পাঠক। গত সংখ্যার গল্পের শেষাংশ থেকে শুরু করছি। মূলত আমার লেখা গল্পের চলনায় পাঠককে বলতে চাই। এ বলা অব্যাহত থাকবে । যাক। শেয়াল বিয়ে করে নতুন বউ বাঘিনীকে ঘরে তুলল। একদিন বাঘিনী শেয়ালকে বলল, চলনা হরিণ শিকারে যাই। চালাক শেয়াল, জানত তার দ্বারা কি এসব সম্ভব? তার পারও রাজি হলো। শেয়াল বাঘিনীকে বলল, তুমি এক কাজ কর- আমার সাথে না থেকে তুমি জঙ্গলের ওই পাশে গিয়ে বড় বড় হরিণ তাড়িয়ে দাও আর আমি মেরে রাখব। আহ! কি মজা করে দু’জনে খাব। বোকা বাঘিনী ঠিকই বড় বড় হরিণ শেয়ালের দিকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু একবার কৌতল বসত একটি বড় হরিণের সামনে জেদ ধরে দাড়িয়ে মনে মনে বলল,  দেখিতো আমাকে হরিণ ভয় ...

চুনারুঘাট সিএনজি মালিক ও শ্রমিকদের ঘোষণাপত্র মুখ থুবড়ে পড়ার আশংকা

স্টাফ রিপোর্টার ..দেরীতে হলেও বোধদয় হয়েছে চুনারুঘাট সিএনজি (অটোরিক্সা) শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের। সম্প্রতি রিক্সায় মাইক বাজিয়ে পৌরশহরের অলি গলিতে প্রচার প্রচারনা চালাচ্ছেন সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এতদ্বারা চুনারুঘাট (অটোরিক্সা) সিএনজি সকল শ্রমিকদের জানানো যাচ্ছে যে, প্রত্যেক সিএনজি চালককে ড্রাইভিং লাইন্সেস করতে হবে। শ্রমিক কার্ড বাধ্যতামূলক সংগ্রহ করিতে হইবে। গাড়ির সামনের সিটে ২ জনের   বেশী যাত্রী উঠানো যাবে না। গাড়ির গতিবেগ ৪০ এর উপরে উঠানো যাবে না। গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ফোনে আলাপ করা যাবে না। ড্রাইভিং লাইন্সেস ও শ্রমিক কার্ড সংঙ্গে রাখতে হবে। রাস্তায় বেপরোয়া ওভারটেক করা যাবে না। এছাড়া গাড়ির সকল কাগজ পত্র হালনাগাদ রাখার বিষয়ে প্রচারনা চালানো হয়। অন্যথায় আর্থিক জরিমানা ও দন্ডের কথা ...

ভিমরুলের কামড়ে আহত এক স্কুল ছাত্র

মোঃ আকরামুল ইসলাম ..চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের প্রবাসী মোঃ ছুরাব আলীর ছেলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ উজ্জল মিয়া (১৩) কে বেঙ্গল ভলার কামরে আক্রান্ত হয়ে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকার সময়ে নিজ বাড়ীর দক্ষিণ পাশে এক বেলজিয়াম চারা গাছের বাগানে বন্ধুদের নিয়ে খেলা করতে যায়। ওই সময় সে চারা গাছে বেঙ্গল ভলার বড় একটি  চাকের বাসা দেখতে পায়। সে ওই বাসাতে ঢিল মেরে দাড়িয়ে থাকে। ঢিল মারার সাথে সাথে বেঙ্গল বলা  চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়। উজ্জ্বল মিয়ার শরীর ফুলে যায় ও  প্রচন্ড ব্যথা শুরু হয়। প্রচন্ড ব্যাথা শুরু হলে তার চিৎকারে পরিবারের ...

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট মোতাচ্ছির

হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় পর্বের নির্বাচন চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ চেম্বার ভবনে অর্ডিনারি গ্রুপের নির্বাচিত ১২ জন ও এসোসিয়েট গ্রুপের নির্বাচিত ছয়জন পরিচালক গোপন ব্যালটে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে মোতাচ্চিরুল ইসলাম ১১ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও কাউছার আহম্মেদ জনি সমান ৯ ভোট পেলে লটারির মাধ্যমে মিজানুর রহমান শামীম নির্বাচিত হন। ১১ ভোট পেয়ে অজেয় বিক্রম শিবু জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের সদস্য আলমগীর খান সাদেক দুপুর সাড়ে ১২টার দিকে এ ফল ঘোষণা করেন।

ফুটবলেও বাংলাদেশের জয়

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচে এমিলির একমাত্র গোলে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার বিকাল ৩ টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। ম্যাচের ৩ মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন প্রথম ম্যাচের গোলদাতা  জাহিদ হাসান এমিলি। খেলার আড়াই মিনিটের মাথায় মামুনুলকে ফাউল করেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। সে ফাউল থেকে পেনাল্টি পায় বাংলাদেশ। আর তা থেকেই গোল আদায় করে নেন এমিলি। তবে ২৮ মিনিটে সমতায় ফেরার একটি সুযোগ পায় সফরকারী দল। অন্যদিকে এমিলি, মামুনুল বেশ কিছু সহজ গোলের সুযোগ পেলেও  তা থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন তারা।  ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে এসে সমতায় ফিরার জন্য ...

যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চা শ্রমিকসহ এলাকাবাসী বিপাকে

স্টাফ রিপোর্টার..  চুনারুঘাটের-শয়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে প্রায় ১শ’ ফুট লম্বা চুনারুঘাটের বদরগাজী ব্রীজটি দেবে গেছে। গত কয়েক বছর ধরে বনাঞ্চলের চোরাই গাছ ও অতিরিক্ত বালু বোঝাই ভারী ট্রাক ও রোড-পারমিটবিহীন ট্রাক্টর চলাচলের কারণে এ ব্রীজটি দেবে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে বলে স্থানীয় এবং এলজিইডি সূত্র জানিয়েছেন। যাত্রীবাহী ও ভারী যানবাহন চলাচলে যে কোন সময় ব্রীজটি ধ্বসে পড়তে পারে এমন আশংকায় চুনারুঘাট উপজেলা প্রশাসন এই ব্রীজের উপর দিয়ে সবধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এলাকার দেউন্দি ও লালচান্দ চা বাগানের অর্ধ লক্ষাধিক চা শ্রমিকসহ কমপক্ষে ১৮ গ্রামের লোকজন চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার প্রকৌশলী বদরগাজী সেতু দেবে যাওয়ায় নতুন করে ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। একই ...

প্রিন্সের মাতা হাজেরা বেগম আর নেই

চুনারুঘাট উপজেলা সেচ্ছাকেলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হাই প্রিন্স এর মাতা মোছাঃ হাজেরা বেগম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না....রাজেউন)। গত দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। হোসেন শহীদ সোহারর্দী হাসপাতালে ভর্তি করা হলে গত ২০ শে অক্টোবরে হাসপাতালে ইন্তেকাল করেন। পর দিন চুনারুঘাট  উপজেলার আহমদাবাদ ইউনিয়নে গনকিরপাড় পারিবারিক গোরস্থানে জানাযার নামজ শেষে দাফন করা হয়। হাজেরা বেগম মৃতে্যুতে সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ গভীর শোক প্রকাশ করেছে। এছাড়া চুনারুঘাট উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিকসহ সর্বস্তরে মানুষ শোক জানিয়েছেন।

সীমান্তে মাদক পাচার ওপেন সিক্রেট

স্টাফ রিপোর্টার .. চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মাদক পাচার ওপেন সিক্রেট হয়ে গেছে। যে যার ইচ্ছে মত ভারতীয় নিষিদ্ধ মাদক নিয়ে আসছে। সীমান্তের গ্রামগুলোতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যান্ডের মাদক। ব্যাবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর সাথে পাল্লা দিয়ে সীমান্তের শিশু-কিশোর ও মহিলারা মাদক ব্যবসায় ঝুকে পড়ছে। স্কুলগামী শিশুদের টাকার প্রলোভন দিকেয়ে মাদকের চালান এ পার ওপার হচ্ছে। বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) তৎপরতা নেই বললেই চলে। কোন কোন সময় মাদক আটক করলেও গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তারা মাদক তো নয় বরং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে অবাধে ব্যবসা করার সুযোগ দিচ্ছে বিজিবি। এগুলো হচ্ছে ফেনসিডিল, ইয়াবা,অফিসার চয়েস, কেস্টল ফাইড, গাজা, হিরোইন ইত্যাদি প্রতিনিয়ত পাচার হচ্ছে। বিজিবির নাম ধরে ...

ধর্ষণে সাহায্য করলো বান্ধবী!

প্রথম সেবা ডেস্ক॥ বান্ধবীকে ঘরে আটকে রেখে ধর্ষণে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রীকে। এ ঘটনায় আটক করা হয়েছে ধর্ষক এক কলেজ ছাত্রকে। বর্ধমানের মন্তেশ্বর কলেজের প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল গ্রেফতারকৃত ছাত্রী ও অন্য এক বান্ধবীর সঙ্গে কালী পূজো দেখতে গিয়েছিল ধর্ষিতা। ফেরার পথে তাকে বাড়ি আসার আমন্ত্রণ জানায় তার বান্ধবী। ওই বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিল অভিযুক্ত কলেজ ছাত্র। এরপর ঘরে বন্ধ করে ধর্ষণ করা হয় তাকে। এক সময় তার সঙ্গে ওই ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যায়। সূত্র- জি নিউজ