চুনারুঘাট সিএনজি মালিক ও শ্রমিকদের ঘোষণাপত্র মুখ থুবড়ে পড়ার আশংকা

স্টাফ রিপোর্টার ..দেরীতে হলেও বোধদয় হয়েছে চুনারুঘাট সিএনজি (অটোরিক্সা) শ্রমিক ও মালিক নেতৃবৃন্দের। সম্প্রতি রিক্সায় মাইক বাজিয়ে পৌরশহরের অলি গলিতে প্রচার প্রচারনা চালাচ্ছেন সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এতদ্বারা চুনারুঘাট (অটোরিক্সা) সিএনজি সকল শ্রমিকদের জানানো যাচ্ছে যে, প্রত্যেক সিএনজি চালককে ড্রাইভিং লাইন্সেস করতে হবে। শ্রমিক কার্ড বাধ্যতামূলক সংগ্রহ করিতে হইবে। গাড়ির সামনের সিটে ২ জনের   বেশী যাত্রী উঠানো যাবে না। গাড়ির গতিবেগ ৪০ এর উপরে উঠানো যাবে না। গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ফোনে আলাপ করা যাবে না। ড্রাইভিং লাইন্সেস ও শ্রমিক কার্ড সংঙ্গে রাখতে হবে। রাস্তায় বেপরোয়া ওভারটেক করা যাবে না। এছাড়া গাড়ির সকল কাগজ পত্র হালনাগাদ রাখার বিষয়ে প্রচারনা চালানো হয়। অন্যথায় আর্থিক জরিমানা ও দন্ডের কথা বলা হয়েছে। উল্লেখিত ঘোষণা শুনে যাত্রী সাধারণ অত্যন্ত খুশি হলেও রাস্তায় সিএনজি চালকের কোনরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গতকাল রবিবার দুপুরে ছেড়ে আসা চুনারুঘাট গামী ৩০টি সিএনজি চালনার উপর প্রত্যক্ষ জরিপে দেখা গেছে অধিকাংশ সিএনজির চালকই লাইন্সেস বিহীন। তাছাড়া সামনের সিটে ২ জনের জায়গায় ৩/৪ জন গাদাগাদি করে উঠানো হয়েছে। গতিবেগ চেকারে ৩০/৩৫ কিলোমিটার এছাড়া রাস্তায় ঘোষনার ৪০ কিলোমিটার জায়গায় ৭০ কিলোমিটার চলন্ত গাড়ির ড্রাভিং মোবাইল ফোন ধরছেন অহরহ। নাম প্রকশ অনিচ্ছুক এক জন চালককে ফোন রাখতে বললে তিনি তেড়ে উঠেন যাত্রীর উপর। এমন পরিস্থিতে মালিক ও শ্রমিকদের ঘোষনা পত্রের বিষয়টি অনেকটা মুখ থুবড়ে পড়ার আশাংকা রয়েছে ।প্রথম পাতার পর য় বেশী যাত্রী উঠানো যাবে না। গাড়ির গতিবেগ ৪০ এর উপরে উঠানো যাবে না। গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল ফোনে আলাপ করা যাবে না। ড্রাইভিং লাইন্সেস ও শ্রমিক কার্ড সংঙ্গে রাখতে হবে। রাস্তায় বেপরোয়া ওভারটেক করা যাবে না। এছাড়া গাড়ির সকল কাগজ পত্র হালনাগাদ রাখার বিষয়ে প্রচারনা চালানো হয়। অন্যথায় আর্থিক জরিমানা ও দন্ডের কথা বলা হয়েছে। উল্লেখিত ঘোষণা শুনে যাত্রী সাধারণ অত্যন্ত খুশি হলেও রাস্তায় সিএনজি চালকের কোনরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গতকাল রবিবার দুপুরে ছেড়ে আসা চুনারুঘাট গামী ৩০টি সিএনজি চালনার উপর প্রত্যক্ষ জরিপে দেখা গেছে অধিকাংশ সিএনজির চালকই লাইন্সেস বিহীন। তাছাড়া সামনের সিটে ২ জনের জায়গায় ৩/৪ জন গাদাগাদি করে উঠানো হয়েছে। গতিবেগ চেকারে ৩০/৩৫ কিলোমিটার এছাড়া রাস্তায় ঘোষনার ৪০ কিলোমিটার জায়গায় ৭০ কিলোমিটার চলন্ত গাড়ির ড্রাভিং মোবাইল ফোন ধরছেন অহরহ। নাম প্রকশ অনিচ্ছুক এক জন চালককে ফোন রাখতে বললে তিনি তেড়ে উঠেন যাত্রীর উপর। এমন পরিস্থিতে মালিক ও শ্রমিকদের ঘোষনা পত্রের বিষয়টি অনেকটা মুখ থুবড়ে পড়ার আশাংকা রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *