Daily Archives: October 24, 2014

শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর পুণর্মিলনী কমিটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের পুনর্মীলনীর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের ২০০৯-২০১৪ সনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পুনর্মীলনীর বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র দের মাঝে স্বাগত বক্তব্য রাখেন শাহ মাহবুবুর রহমান রনি, মোঃ মঞ্জুরুল হক রাজু, মোঃ সাহাবউদ্দিন সুজন, মোঃ তানভীর আহমেদ, মোঃ শাহ জনি, মোঃ ...

মৌলভীবাজারে অপহৃত শিশু উদ্ধার, মামা আটক

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সদরের মুসলিমবাগ আবাসিক এলাকার নানার বাসা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহারক আপন মামাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টায় মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান- গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা সদরের মুসলীমবাগ আবাসিক এলাকার সৌদি আরব প্রবাসী নুরুল আমীনের শিশুপুত্র নাহিয়ানকে (৪) তার নানার বাড়ির বারান্দায় খেলারত অবস্থায় অপহরণ করে অপহারকরা প্রথমে ৫ লাখ টাকা এবং পরে ১ লাখ টাকা কমিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নাহিয়ানের মা লাকি বেগম বেলা পৌনে ১২টার দিকে এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রি (নং- ১০৫১, তারিখ- ২৩/১০/২০১৪ইং) করলে, শ্রীমঙ্গল থানার ওসি সাথে সাথে বিষয়টি পুলিশ ...

শহরতলীর বড়বহুলা বাগান বাড়ি থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বড় বহুলা এলাকার বাগান বাড়ি থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর থানার এসআই মিন্টু দের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল শহরতলীর বড়বহুলা এলাকার শারাফত উল্লাহর ছেলে দুলাল মিয়া (৩০) ও একই এলাকার রজব আলীর পুত্র সুমন মিয়া (১৮)।  

হবিগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ২৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মর্তুজা ইমতিয়াজ এই তপশিল ঘোষনা করেন। ঘোষিত তপশিল অনুযায়ী প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আগামী ২৫ অক্টোবর শনিবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হবে। পরদিন ২৬ অক্টোবর বেলা ১১টা থেকে-১২টার মধ্যে মনোনয়ন পত্র গ্রহণ করা হবে। একই দিনে বিকেল ৪.৩০ থেকে ৫.৩০ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। আগামী ২৭ অক্টোবর, রোজ সোমবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এবং একই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে তপশিল অনুযায়ী আগামী ১ নভেম্বর শনিবার চূড়ান্ত ...

শায়েস্তাগঞ্জে টমটমের ধাক্কায় মুচির মৃত্যু ॥ চালক পলাতক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ডাক্তারের নিকট থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা হলো না রবিদাস (৪৫) এর। টমটমের ধাক্কা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে দাউদ নগর বাজারের দুখাই রবিদাসের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুরে দাউদনগর বাজারে ডাঃ অনুকুল দাসের নিকট চিকিৎসা নিতে আসে রবি দাস। রবিদাস ফার্মেসী থেকে ঔষধ নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার সময় বেপরোয়া ভাবে আসা একটি টমটম দাউদনগর বাজার জামে মসজিদের সামনে টমটমটি রবিকে ধাক্কা দেয়। এতে সে নীচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় টমটম চালক পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর অধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার ...

মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটির মোড়ে সিএনজি তল্লাসী চালিয়ে তাদের ৩কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-তেলিয়াপাড়া এলাকার এরশাদ আলীর পুত্র মনসুর মিয়া (১৮) ও গোয়াসনগর গ্রামের রজব আলী সর্দারের পুত্র মিয়া মিয়া (১৯)। পুলিশ জানায়-গ্রেফতারকৃতরা একটি সিএনজি যোগে ৩ কেজি গাঁজা নিয়ে মাধবপুরের দিকে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়ার আইসি শহীদুল ইসলাম সিএনজি তল্লাসী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেফতার করেন। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি ॥ গৃহবধূর কান ছিড়ে দুল নিয়ে গেছে চোরেরা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী কলেজ ছাত্রীর কান ছিড়ে স্বর্নের গহনাসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের দুবাই প্রবাসী তফজ্জুল হকের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে তফজ্জুল হকের ঘরের দরজা উসকে চুর ভেতরে ঢুকে নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। এ সময় তফজ্জুল হকের স্ত্রী কলেজ ছাত্রী মাসকুরা বেগম জেগে উঠে এক চোরকে ধরে ফেলেন। ধ্বস্তাধ্বস্তি করে চোরটি ছাড়া পেয়ে মাসকুরা বেগমের কান ছিড়ে দুলটি নিয়ে যায়। মাসকুরা বেগম জানান, ঘরে একমাত্র বৃদ্ধ শ্বাশুড়ি ছাড়া আর কেউ ছিলনা। মাসকুরা বেগমকে প্রাথমিক চিকিৎসা ...

তিতখাই গ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা ॥ আহত অবস্থায় উদ্ধার

এ কে কাওসার ॥ ২ লাখ টাকা যৌতুকের জন্য সাকিরা খাতুন ওরফে করিমুন্নেছা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই গ্রামে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।জানা যায়,  ওই গ্রামের হাসান মিয়ার পুত্র বজলু মিয়া প্রায় ৭ বছর পূর্বে একই উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল হাই-এর কন্যা সাকিরা খাতুন ওরফে করিমুন্নেছা (২৫)কে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বজলু মিয়া কারণে-অকারণে সাকিরার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। ইতিমধ্যেই সাকিরার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে ওই মেয়েটির বয়স (৪)। কন্যা সন্তানের সুন্দর ...

চুনারুঘাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

চুনারুঘাট উপজেলা জামায়াতের উদ্যেগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা ইসলামের চুড়ান্ত দুশমন লতিফ সিদ্দিকীর বিচার দাবি, জ্বালানী দ্রব্যের মূল্য কমানো ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি করে বলেন, যদি সরকার ইসলাম ও জনগণের দাবি মেনে না নেয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক মাওঃ কামরুল ইসলাম, জামায়েত নেতা এসএম নোমান পারভেজ, উপজেলা শিবির সভাপতি নাজমুল হাসান জাবেদ, সেক্রেটারী গোলাম কিবরিয়া চৌধুরী প্রমূখ।

নবীগঞ্জের শ্রীমতপুরে বিষপানে এক যুবকের আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক কলহের জের ধরে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে মইনুল মিয়া (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে। আহতের পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীমতপুর গ্রামের ছালেক মিয়ার পুত্র মইনুল মিয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল সন্ধ্যায় পরিবারের সদস্যদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সে পরিবারের লোকজনদের অগোচরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি পরিবারের লোকজন অবগত হয়ে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা সংকটাপন্ন ছিল।

বানিয়াচঙ্গের হাওর থেকে বিলের পাহারাদারের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের হাওর থেকে মোতাহের মিয়া (৩০) নামে এক বিলের পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর পুত্র। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বানিয়াচঙ্গ চারখানি মহল্লার খালের পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাত ৮টায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে এসআই আমিনুল ইসলাম জানান, লাশের ঘাড় মচকানো ছিল এবং লাশের গায়ে আঘাত রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত মোতাহের মিয়া বানিয়াচঙ্গ উপজেলার লাখীপুর ফিসারীর পাহারাদার হিসেবে কর্মরত ছিল।

বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর দুই সহযোগী গ্রেফতার

হবিগঞ্জ শহরের বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর দুই সহযোগীকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বড় বহুলা গ্রামের রজব আলীর পুত্র সুমন মিয়া ও একই গ্রামের মৃত শরাফত উল্লাহ’র পুত্র দুলাল মিয়া। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিন্টু দেব ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বড় বহুলা গ্রামের বাগান বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, বড় বহুলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর সহযোগিতার গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাকালী পূজা ও দীপাবলী অনুষ্ঠিত

গতকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালীপূজার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আতশবাজি, পটকা ফুটিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দীপাবলী পালন করা হয়। গৃহবধূরা দেবীর আশীর্বাদস্বরূপ ঘরে প্রদীপ প্রজ্বলন ও নদীতে কলাগাছের নৌকা ভাসায়। দুষ্টের দমন শিষ্টের পালন, মঙ্গালোক আলোকছটায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় মতে, দেবীর আগমনের বার্তা সকলকে পৌছে দিতে, মাতৃসাধনায় ও মনের অসুরকে দূর করতে অগ্নিকে আহবান করা হয়। পূজামন্ডপে ঢাকীর বাদ্য, হোম, যজ্ঞ, ফুল, বেলপাতা, ফল, ধুপ, মন্ত্র, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মন্ত্র আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ মতে কালী ...

হবিগঞ্জ শহরে ৭ম শ্রেণির ছাত্রীর বিয়ে রোধ করেছে ভ্রাম্যমান আদালত-

হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় ৭ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে রোধ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ একেএম সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দু’দিন আগে একটি অভিযোগের মাধ্যমে তারা জানতে পারেন শহরের হেডওয়ে স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী, চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সালেহ উদ্দিন তালুকদারের মেয়ে সুলতানা নাছরিন জান্নাতকে বিয়ে দেয়া হচ্ছে। জান্নাতের ভগ্নিপতি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদ মার্কেটের প্লাস্টিক মালামাল ব্যবসায়ী শাহ আলম বানিয়াচঙ্গ উপজেলার মার্কুলী-দৌলতপুর এলাকার বাসিন্দা তার দুবাই প্রবাসী এক বন্ধুর সাথে বিয়ে ঠিক করেন। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সাইফুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমশের বেগম একদল পুলিশ নিয়ে নাতিরাবাদ এলাকায় জান্নাতের দুলাভাই শাহ আলমের ...

দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ  আফ্রিকা। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টেস্ট অধিনায়ক হাশিম আমলার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৭২ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অধিনায়কের সিদ্ধান্তটি যে সঠিক ছিলো তা দারুণ ভাবেই প্রমাণ করেছেন দলের ব্যাটসম্যানরা। ডি কককে সাথে নিয়ে ওপেনিং জুটিতেই ৫৬ রান তোলেন হাশিম আমলা। এরপর দলীয় ৫৬ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রান করে ডি কক আউট হয়ে গেলে ফ্লাফ ডু প্লে-সিসের সাথে ১১৩ রানের জুটি গড়েন আমলা। ডু প্লে-সিস ৭৩ বল খেলে ৩ চার ও ২টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত ৬৭ রান করে ফিরলেও অপর প্রান্তে ...

তাহিরপুরে বাউবির ৯পরীক্ষার্থী বহিষ্কার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এইস এসসি পরীক্ষায় নকল করার অপরাধে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তারিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন  তাদের কে বহিষ্কার করেন। তাৎক্ষনিক বহিষ্কুতদের নাম পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, তাহিরপুর কলেজে বাউবির অধিনে এইসএসসি পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়। পরীক্ষা চলাকালে ইকবাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি নকল করা দেখতে পেলে পরীক্ষার্থীদের বহিষ্কারের আদেশ দেন।

সাংবাদিক সাখাওয়াত আর নেই

দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি সাখাওয়াত সরকার (৪৭) আর নেই (ইন্নানিল্লাহে…রাজিউন)। ঢাকার ডেমরার কোনাপাড়ার দোতলা মসজিদ এলাকার নিজ বাসায় তিনি মারা যান। শুক্রবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে পড়ে গেলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস আগে তার হার্টে রিং লাগানো হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন  রেখে গেছেন। সাখাওয়াত দীর্ঘ প্রায় ২২ বছর সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। এর আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সাখাওয়াতের বড় ভাই বিসিএস শিক্ষা অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক মানজমিনের সাবেক সহকারী সম্পাদক প্রফেসর মতিউর রহমান গাজ্জালী জানান, সকাল সাড়ে ৮টায় কোনাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে ...

গাইবান্ধা-সাঘাটা সড়কের বেহাল দশা

গাইবান্ধা থেকে জোবায়ের আলী : গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না করায় সেটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাঘাটার সাথে গাইবান্ধা জেলা সদরের যোগাযোগের একমাত্র এ পথটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি এবং সিলকোর্ট উঠে যাওয়ায় ওই পথে ঝুঁকি নিয়ে এখন চলাচল করছে যানবাহন। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের দিকে ৩২ কি.মি. দীর্ঘ গাইবান্ধা থেকে সাঘাটা উপজেলা সদর পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির পাকাকরণের কাজ সম্পন্ন হয়। এরপর সড়কটির আর কোনো সংস্কার কাজে হাত দেয়া হয়নি। ফলে এর বিভিন্ন স্থানে ইতোমধ্যে ফাটল ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক এলাকা জুড়ে সড়কের সিলকোর্ট উঠে গেছে। ফলে সড়কটি এখন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঘাটাবাসী বিভিন্ন সময়ে ...