সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাকালী পূজা ও দীপাবলী অনুষ্ঠিত

গতকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হয়েছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালীপূজার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আতশবাজি, পটকা ফুটিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দীপাবলী পালন করা হয়। গৃহবধূরা দেবীর আশীর্বাদস্বরূপ ঘরে প্রদীপ প্রজ্বলন ও নদীতে কলাগাছের নৌকা ভাসায়। দুষ্টের দমন শিষ্টের পালন, মঙ্গালোক আলোকছটায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় মতে, দেবীর আগমনের বার্তা সকলকে পৌছে দিতে, মাতৃসাধনায় ও মনের অসুরকে দূর করতে অগ্নিকে আহবান করা হয়। পূজামন্ডপে ঢাকীর বাদ্য, হোম, যজ্ঞ, ফুল, বেলপাতা, ফল, ধুপ, মন্ত্র, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মন্ত্র আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্যামা দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
হিন্দু পুরাণ মতে কালী দেবী দুর্গারই অপর এক শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা শক্তির পূজা ও শক্তির আরাধনা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যামা, তারামা, চামুণ্ডা, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। শাস্ত্র মতে, শ্রীরাম চন্দ্র রাবণ বধ ও লঙ্কা জয়ের পরে যখন অযোধ্যানগরীতে ফিরে এসেছিলেন তখন ছিল কার্ত্তিকী অমাবস্যা। সমগ্র নগরবাসী মঙ্গল কামনা ও রামচন্দ্রকে বরণ করে নিতে প্রদীপ জ্বালিয়েছিলেন। সেই থেকে আজও শ্যামাপূজার সাথে মিল রেখে দীপাবলী পালন করা হয়ে  থাকে। সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *