Daily Archives: October 9, 2014

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে বিএনপির দুই নেতার গোষ্ঠিগত সংঘর্ষে তরুণীসহ দুইজন নিহত ও অর্ধশতাধিক লোক জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-বেজুড়া গ্রামের জামাল মিয়া (৮০) ও খুর্শেদ মিয়ার মেয়ে রিনা বেগম (১৭)। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বেজুড়া গ্রামের আরজু মিয়ার সঙ্গে উপজেলা যুবদল সভাপতি একই গ্রামের এনায়েত উল্লাহর লোকদের গোষ্ঠিগত দ্বন্দ্ব রয়েছে। এরই জের ধরে দুপুর ১২টায় দুই গোষ্ঠির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাটিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। এতে ঘটনাস্থলেই রিনা ও ...

চুনারুঘাটে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জের চুনারুঘাটে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতিমারা জঙ্গলে এক যুবকের লাশ দেখতে পায় এলাকার জনগণ। পরে রাত ৮টায় চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার তদন্ত (ওসি) ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রথমে ওই হতভাগা যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি।বুধবার সকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর গ্রামের আরমান হোসেন (২৮) এর লাশ চুনারুঘাট থানায় দেখে তার স্ত্রী ফারহানা আক্তার রুবি লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন। আরমানের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য যে, গত ২৬ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী আরমান হোসেন বাসা থেকে বের ...

চুনারুঘাট সীমান্তে বিজিবির টহল জোরদার..

প্রথম সেবা ডেস্ক॥ হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে চামড়া পাচার রোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি অতিরিক্ত টহল জোরদার করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে আগামী ১৫ দিন চুনারুঘাটের বাল্লা, সাতছড়ি, গুইবিল, চিমটিবিল, টেকেরঘাট, সাতগুড়ি, পাক্কাবাড়ী সীমান্ত দিয়ে যাতে করে ভারতে চামড়া পাচার না হতে পারে এর জন্য বিজিবি অতিরিক্ত টহল জোরদার করেছে। বিজিবি বাল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার সাখাওয়াত হোসেন বলেন বাল্লা সীমান্তের আশপাশের গ্রামগুলোতে পাচারকারীরা চামড়া মজুদ করেছে বলে খবর পেয়েছি। বাল্লা সীমান্ত এলাকার গ্রামগুলোতে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে।

কমলগঞ্জে দেশী-বিদেশী পর্যটকদের ঢল

প্রথম সেবা ডেস্ক॥ পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হাম হাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ সহ পর্যটকপ্রিয় স্থানগুলো দেশী বিদেশী পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে নৈসর্গের অপরূপ এ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ছুটে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকজন। ঈদের দিন সোমবার থেকে বুধবার পর্যন্ত পর্যটকদের ভিড় সামলাতে পর্যটন সহায়ক পুলিশ ও টুরিষ্ট গাইডের সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও নয়নাভিরাম মাধবপুর লেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের মিলন মেলা বসেছিল। কমলগঞ্জের চা বাগান, খাসিয়া পুঞ্জি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মণিপুরী ললিতকলা একাডেমী, মাধবপুর লেক, দলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ দেখার পাশাপাশি ...

স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে স্ত্রী!

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মোহাম্মদ বাচ্চু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লিঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়াকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত বাচ্চুর প্রতিবেশী মাসুদ বলেন, বাচ্চু তার স্ত্রীর সাথে রাজধানীর যাত্রাবাড়ির ধনিয়ার পাটেরবাগ এলাকায় পাটোয়ারী বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার স্ত্রী জাসমিনের সাথে ঝগড়া ফ্যাসাদের এক পর্যায়ে জাসমিন ধারালো ব্লেড দিয়ে তার লিঙ্গ কেটে দেয়। তবে লিঙ্গ কাটার প্রকৃত কারন জানাতে পারেননি বাচ্চু। আর বাচ্চু এখনও অজ্ঞান থাকায় তার কাছ থেকেও ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি।আহত মোহাম্মদ বাচ্চু মিয়া একজন অটোরিক্সা চালক। তার পিতার নাম আবুল কালাম পাটোয়ারী।

বাংলাদেশী খেলোয়াড়ের পলায়ন

প্রথম সেবা ডেস্ক্॥ সদ্য শেষ হওয়া ইনছন এশিয়ান গেমসে অংশ নিতে আসা একজন বাংলাদেশী খেলোয়াড় পালিয়েছে।  ইনছন পুলিশের বরাত দিয়ে কোরিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইনছন এশিয়ান গেমস থেকে ৭ জন খেলোয়াড় এবং একজন সাংবাদিক ফেরত যায়নি এবং অবৈধভাবে কোরিয়ায় অবস্থান করছে। যার মধ্যে নেপালের ৩জন, শ্রীলংকার ২জন, ফিলিস্তিনের ১জন এবং অপর একজন বাংলাদেশের খেলোয়াড়। অবৈধভাবে অবস্থানকারী একমাত্র সাংবাদিক পাকিস্তানী বলে জানিয়েছে পুলিশ। তবে পালিয়ে যাওয়া খেলোয়াড় এবং সাংবাদিকদের ব্যক্তিগত কোন তথ্য দিতে নারাজ ইনছন পুলিশ।পুলিশ ধারণা করছে পালিয়ে যাওয়া খেলোয়াড় এবং সাংবাদিকদের সবাই অবৈধভাবে কাজ করার জন্যই পালিয়েছে।

বিশ্বজুড়ে পরিচিতি পেলেন এক মিশরীয়!

সৌদিআরব প্রতিনিধি : হজ্ব করতে গিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেলেন এক মিশরীয়। বয়োবৃদ্ধ এক হাজী চলতে পারছিলেন না। তাকে দেখে ওই মিশরীয় তাকে পিঠে তুলে নিলেন। তার সঙ্গে করে তাকে হজ করালেন। সে দৃশ্য ধরা পড়লো ক্যামেরায়। ব্যাস, অমনি তা পোস্ট করা হলো টুইটারে। সঙ্গে সঙ্গে বাকি বিশ্ব লুফে নিল তা। আর রাতারাতি মুসলিম সম্প্রদায় তো বটেই একই সঙ্গে পেলেন তিনি বিশ্ববাসীর ভালবাসা। আসলে ইসলাম এমনই শিক্ষা দেয়। তবে যে মিশরীয় তার পিতার মতো ওই বৃদ্ধকে পিঠে তুলে নিয়েছিলেন তার নাম, পরিচয় জানা যায় নি। ফটোগ্রাফার এমাদ আল হুসেইনি তাদের এমন দৃশ্যকে ক্যামেরাবন্দি করে ট্ইুট করেন। ছবি তোলার পর হুসেইনি ওই মিশরীয় হাজীর কাছে জানতে চান তার পিঠের ওই বৃদ্ধ সম্পর্কে। সহজেই তিনি ...