Daily Archives: October 28, 2014

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে (৩৫) আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পলাশ বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটক মালেক উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। র‌্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মামুন জানান, আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দ হওয়া মদসহ মালেককে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাহুবলের মুরুব্বী আব্দুর রহমান আর নেই

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুর রহমান (৮৫) মঙ্গলবার সকাল ৮টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি  ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর  ডটকম। লিখিত এক বার্তায় করাঙ্গী নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম গভীর শোক প্রকাশ করেছেন।গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক ছাদিকুর রহমান, সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহুবল থানা শাখার সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারী জালাল উদ্দিন আখনঞ্জী, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হোসাইন আহমেদ শামীম প্রমূখ। উনারা মরহুমের ...

চুনারুঘাটে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ২ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার সকাল ১১টায় থানার এ এস আই শাহিন এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়ানী গ্রামে অভিযান চালিয়ে খুর্শেদ আলীর পুত্র মাদক ব্যবসায়ী জসিম মিয়া (৩২) কে ৪ কেজি গাজাসহ  নিজ বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে পুলিশ মামলা দিয়ে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।

চুনারুঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের রাইসমিল নামক স্থানে রাস্তার পাশে এক মৃত ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধায় চুনারুঘাট পৌর কবরস্থানে বেওয়ারিশ লাশটি দাপান করা হয়। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে।

বিয়ানীবাজারে ছাত্রলীগের ২গ্রুপের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট জেলার বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। কলেজ চত্বরে মঙ্গলবার দুপুরে রিভারবেল্ট গ্রুপের সঙ্গে জামাল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ছাত্রলীগের নামে অছাত্ররা কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পেছনে জাকির হোসেন নামের একজনের ইন্ধন রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থী কায়েস হোসেন, সায়েম আহমদ ও জাফরুল আলম জানান, সোমবার ছাত্রলীগের রিভারবেল্ট গ্রুপের দ্বিতীয় বর্ষের ছাত্র তুহিনের সঙ্গে সাবেক আহবায়ক জামাল গ্রুপের প্রথম বর্ষের ছাত্র রাফি আহমদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ‘জুনিয়র ও সিনিয়র’ এসব নিয়ে সোমবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ছাত্রলীগের উভয় গ্রুপের দায়িত্বশীলদের নিয়ে কলেজ অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক দুই ...

রেলমন্ত্রীর গায়ে হলুদ কাল

রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও চান্দিনার মীরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তার বিবাহ উপলক্ষে গায়ে হলুদ অনুষ্ঠান হবে বুধবার। বর মুজিবুল হক ও কনে রিক্তার পারিবারিক সূত্রে জানা গেছে রাজধানীর সংসদ ভবনের কনভেশন হাউজে গায়ে হলুদ অনুষ্ঠান হবে।গায়ে হলুদের সব উপকরণ সোমবার বর মন্ত্রী মুজিবুল হকের বাড়ি থেকে কনে রিক্তার বাড়িতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কনে রিক্তার বাড়ি থেকে বর মুজিবুল হকের বাড়িতে গায়ে হলুদের উপকরণ পাঠানো হবে। কনে রিক্তা ঢাকায় অবস্থান করছেন। বুধবার কনে রিক্তার বাড়ি থেকে নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা ঢাকায় গায়ে হলুদে যোগ দেবেন। আর শুক্রবার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের প্রত্যন্ত এলাকা মীরাখলা গ্রামের মুন্সি বাড়িতে বরবেশে আসবেন ৬৩ বছরর রেলমন্ত্রী মুজিবুল হক।

১০১৯ বাংলাদেশী কারাগারে

আরব আমিরাতের কারাগারগুলোতে এক হাজার ১৯ জন বাংলাদেশী বন্দি রয়েছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জন। তাদের দেশে ফেরত আনার জন্য আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম। সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তরে চুক্তি হয়েছে। আমরা দেখছি তাদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ‘আমিরাতের কারাগারগুলোতে বন্দি ১০১৯ বাংলাদেশির মধ্যে ১৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১জনযাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিও রয়েছে। বিভিন্ন অপরাধে দেশটির আদালত তাদের এই সাজা দিয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি স্থানান্তর চুক্তির আওতায় উভয় দেশ আলোচনার মাধ্যমে আসামি হস্তান্তর করতে পারবে। অন্যান্য দেশের সঙ্গে যে ধরনেরচুক্তি আছে, এক্ষেত্রেও সেভাবেই হয়েছে। এটি ...

সিলেটে বাস চাপায় কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি:সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে বাস চাপায় ইসমাঈল হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘঠে। ইসমাইল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কলাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। সে তার বাবার সাথে লালাবাজরে থাকত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইসমাঈলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুরমা থানার পুলিশ এসে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ ঘটনা প্রতিবাদে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে পরিস্থিততি নিয়ে আসে।