তিতখাই গ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা ॥ আহত অবস্থায় উদ্ধার

এ কে কাওসার ॥ ২ লাখ টাকা যৌতুকের জন্য সাকিরা খাতুন ওরফে করিমুন্নেছা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই গ্রামে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।জানা যায়,  ওই গ্রামের হাসান মিয়ার পুত্র বজলু মিয়া প্রায় ৭ বছর পূর্বে একই উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল হাই-এর কন্যা সাকিরা খাতুন ওরফে করিমুন্নেছা (২৫)কে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বজলু মিয়া কারণে-অকারণে সাকিরার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। ইতিমধ্যেই সাকিরার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে ওই মেয়েটির বয়স (৪)। কন্যা সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে থাকিয়ে শত নির্যাতন সহ্য করেও ঘর সংসার চালিয়ে আসছিল সাকিরা। কিন্তু এত কিছুর পর সাকিরার উপর বজলুর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। কিছুদিন পরপরই সাকিরাকে তার পিত্রালয় থেকে ২ লাখ টাকা যৌতুকের নিয়ে আসার জন্য চাপ দেয় বজলু। অসহায় পিতা ওই যৌতুকের দাবী মেটাতে না পারায় গত সোমবার গভীর রাতে পাষন্ড স্বামী বজলু স্ত্রী সাকিরাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন জায়গা ক্ষত বিক্ষত করে। সাকিরার শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ঘটনাটি ধামা চাপা দিতে নিজেরাই তাকে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে এনে ভর্তি করে দেয়। এ সময় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সুচতুর বজলু নিজের অপকর্ম ঢাকা দিতে গিয়ে সেখানে সাকিরার কোন ধরণের চিকিৎসা না করিয়েই গত বুধবার তাকে বাড়িতে এনে আটকে রাখে। খবর পেয়ে সাকিরার বাবা আব্দুল হাই বাদী হয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে কোর্টে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে সদর থানার এএস আই নুরে আলম গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শ্বশুর বাড়ি থেকে আহত সাকিরাকে উদ্ধার করে কোর্টে প্রেরণ করেন।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *