গাইবান্ধা-সাঘাটা সড়কের বেহাল দশা

গাইবান্ধা থেকে জোবায়ের আলী : গাইবান্ধা-ভরতখালী-সাঘাটা সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না করায় সেটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাঘাটার সাথে গাইবান্ধা জেলা সদরের যোগাযোগের একমাত্র এ পথটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি এবং সিলকোর্ট উঠে যাওয়ায় ওই পথে ঝুঁকি নিয়ে এখন চলাচল করছে যানবাহন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের দিকে ৩২ কি.মি. দীর্ঘ গাইবান্ধা থেকে সাঘাটা উপজেলা সদর পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির পাকাকরণের কাজ সম্পন্ন হয়। এরপর সড়কটির আর কোনো সংস্কার কাজে হাত দেয়া হয়নি। ফলে এর বিভিন্ন স্থানে ইতোমধ্যে ফাটল ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক এলাকা জুড়ে সড়কের সিলকোর্ট উঠে গেছে। ফলে সড়কটি এখন যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাঘাটাবাসী বিভিন্ন সময়ে সড়ক ও জনপথ বিভাগকে তাদের আওতাধীন এ গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজের জন্য আবেদন জানায়। জেলা প্রশাসকের কাছেও প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো সুফল মেলেনি। সংস্কারের অভাবে ক্রমে ক্রমে সড়কটি জরাজীর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম খানকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ৫/৬ বছর ধরে সড়কটির কোনো মেরামত কাজ করা হয়নি অর্থ বরাদ্দের অভাবে। বর্তমানে কচুয়া থেকে সাঘাটা সদর পর্যন্ত রাস্তাটি প্রায় সাড়ে ৫ কি.মি. অংশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সোয়া কি.মি. অংশের খুবই খারাপ অবস্থা। এব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য প্রকল্প প্রণয়ন করে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে সড়কটির সংস্কার কাজ করা হবে।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *