সীমান্তে মাদক পাচার ওপেন সিক্রেট

স্টাফ রিপোর্টার .. চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মাদক পাচার ওপেন সিক্রেট হয়ে গেছে। যে যার ইচ্ছে মত ভারতীয় নিষিদ্ধ মাদক নিয়ে আসছে। সীমান্তের গ্রামগুলোতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্যান্ডের মাদক। ব্যাবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর সাথে পাল্লা দিয়ে সীমান্তের শিশু-কিশোর ও মহিলারা মাদক ব্যবসায় ঝুকে পড়ছে। স্কুলগামী শিশুদের টাকার প্রলোভন দিকেয়ে মাদকের চালান এ পার ওপার হচ্ছে। বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) তৎপরতা নেই বললেই চলে। কোন কোন সময় মাদক আটক করলেও গোপনে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তারা মাদক তো নয় বরং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে অবাধে ব্যবসা করার সুযোগ দিচ্ছে বিজিবি। এগুলো হচ্ছে ফেনসিডিল, ইয়াবা,অফিসার চয়েস, কেস্টল ফাইড, গাজা, হিরোইন ইত্যাদি প্রতিনিয়ত পাচার হচ্ছে। বিজিবির নাম ধরে বাল্লা সীমান্তের টেকারঘাট গ্রামের তৈয়ব আলীর বড় ছেলে আঃ শহীদ সে মাদকের টাকা তোলে এবং মাদক ব্যবসায়ীদের টোকেন দিয়ে ব্যবসার সুযোগ করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে যানা যায় যে, সেই টাকা বিজিবির ৪৬ ব্যাটালিয়ন বাল্লা বিওপির বর্তমান দায়িত্ব প্রাপ্ত হাবিলদার সাখাওয়াত সেই মাদকের অর্থ গ্রহন করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে মাদকের আখরা গড়ে তুলছে । এতে বিজিবির নাকের টগায় প্রতিদিন হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা এসে মাদক সেবন ও ব্যবসায় নিয়োজিত রয়েছে। টেকারঘাট গ্রমে মাদক ব্যবসায়ীদের মধ্যে তৈয়ব আলীর পুত্র আঃ শহীদ, আঃ আওয়াল,সদ্য গ্রেফতার হওয়া মোঃ মাসুক মিয়া, তারা তিন ভাই এবং সবুজ মিয়া পিতা মোঃ উনুছ আলী, আঃ কদ্দুছ, পিতা মৃতঃ বাদশা মিয়া, কাজল মিয়া, পিতা মৃত:হাবিজ উল্লাহ, গরু চোর ইয়াকুত ও জলিল, মরম আলী, বাল্লা রেল ষ্টেশনের ফরিদ মিয়া, আঃ জাহিরসহ আরও অনেকই মাদক ব্যবসার সাথে জরিত রয়েছে। তারা সাবাই বিজিবিকে আতাত করে মাদক ব্যবসা করে চলছে । এর ফলে ধংস হচ্ছে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার যুব সমাজ।

রয়েছে। তারা মাদক তো নয় বরং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে অবাধে ব্যবসা করার সুযোগ দিচ্ছে বিজিবি। এগুলো হচ্ছে ফেনসিডিল, ইয়াবা,অফিসার চয়েস, কেস্টল ফাইড, গাজা, হিরোইন ইত্যাদি প্রতিনিয়ত পাচার হচ্ছে। বিজিবির নাম ধরে বাল্লা সীমান্তের টেকারঘাট গ্রামের তৈয়ব আলীর বড় ছেলে আঃ শহীদ সে মাদকের টাকা তোলে এবং মাদক ব্যবসায়ীদের টোকেন দিয়ে ব্যবসার সুযোগ করে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে যানা যায় যে, সেই টাকা বিজিবির ৪৬ ব্যাটালিয়ন বাল্লা বিওপির বর্তমান দায়িত্ব প্রাপ্ত হাবিলদার সাখাওয়াত সেই মাদকের অর্থ গ্রহন করে থাকেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে য় মাদকের আখরা গড়ে তুলছে । এতে বিজিবির নাকের টগায় প্রতিদিন হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা এসে মাদক সেবন ও ব্যবসায় নিয়োজিত রয়েছে। টেকারঘাট গ্রমে মাদক ব্যবসায়ীদের মধ্যে তৈয়ব আলীর পুত্র আঃ শহীদ, আঃ আওয়াল,সদ্য গ্রেফতার হওয়া মোঃ মাসুক মিয়া, তারা তিন ভাই এবং সবুজ মিয়া পিতা মোঃ উনুছ আলী, আঃ কদ্দুছ, পিতা মৃতঃ বাদশা মিয়া, কাজল মিয়া, পিতা মৃত:হাবিজ উল্লাহ, গরু চোর ইয়াকুত ও জলিল, মরম আলী, বাল্লা রেল ষ্টেশনের ফরিদ মিয়া, আঃ জাহিরসহ আরও অনেকই মাদক ব্যবসার সাথে জরিত রয়েছে। তারা সাবাই বিজিবিকে আতাত করে মাদক ব্যবসা করে চলছে । এর ফলে ধংস হচ্ছে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার যুব সমাজ। মাদকের আখরা গড়ে তুলছে । এতে বিজিবির নাকের টগায় প্রতিদিন হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা এসে মাদক সেবন ও ব্যবসায় নিয়োজিত রয়েছে। টেকারঘাট গ্রমে মাদক ব্যবসায়ীদের মধ্যে তৈয়ব আলীর পুত্র আঃ শহীদ, আঃ আওয়াল,সদ্য গ্রেফতার হওয়া মোঃ মাসুক মিয়া, তারা তিন ভাই এবং সবুজ মিয়া পিতা মোঃ উনুছ আলী, আঃ কদ্দুছ, পিতা মৃতঃ বাদশা মিয়া, কাজল মিয়া, পিতা মৃত:হাবিজ উল্লাহ, গরু চোর ইয়াকুত ও জলিল, মরম আলী, বাল্লা রেল ষ্টেশনের ফরিদ মিয়া, আঃ জাহিরসহ আরও অনেকই মাদক ব্যবসার সাথে জরিত রয়েছে। তারা সাবাই বিজিবিকে আতাত করে মাদক ব্যবসা করে চলছে । এর ফলে ধংস হচ্ছে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার যুব সমাজ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *