যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চা শ্রমিকসহ এলাকাবাসী বিপাকে

স্টাফ রিপোর্টার..  চুনারুঘাটের-শয়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে প্রায় ১শ’ ফুট লম্বা চুনারুঘাটের বদরগাজী ব্রীজটি দেবে গেছে। গত কয়েক বছর ধরে বনাঞ্চলের চোরাই গাছ ও অতিরিক্ত বালু বোঝাই ভারী ট্রাক ও রোড-পারমিটবিহীন ট্রাক্টর চলাচলের কারণে এ ব্রীজটি দেবে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে বলে স্থানীয় এবং এলজিইডি সূত্র জানিয়েছেন। যাত্রীবাহী ও ভারী যানবাহন চলাচলে যে কোন সময় ব্রীজটি ধ্বসে পড়তে পারে এমন আশংকায় চুনারুঘাট উপজেলা প্রশাসন এই ব্রীজের উপর দিয়ে সবধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এলাকার দেউন্দি ও লালচান্দ চা বাগানের অর্ধ লক্ষাধিক চা শ্রমিকসহ কমপক্ষে ১৮ গ্রামের লোকজন চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার প্রকৌশলী বদরগাজী সেতু দেবে যাওয়ায় নতুন করে ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। একই সাথে স্থানীয় জনগণ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীকে আবহিত করা হলে তিনি ব্রীজ নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় এলজিইডি সূত্র জানায়, গত ২০০০ সালে সরকার প্রায় কোটি টাকা খরচ করে এ ব্রীজটি নির্মাণ করে। ব্রীজ নির্মাণের ফলে চা বাগানের ওই এলাকার প্রায় ১৮ গ্রামের মানুষের এবং দেউন্দি, লালচান্দ চা-বাগানের যোগাযোগ বেড়ে যায়। গুরুত্ব বেড়ে যায় ওই সড়কের। কিন্তু গত কয়েক বছর ধরে ঠিকাদার এবং অবৈধ বালু পাচারকারীরা সুতাং নদীর বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের বদরগাজী এলাকায় স্তুপ করে রাখে এবং ছায়াবৃক্ষসহ বনাঞ্চলের চোরাইগাছ, বালু ইত্যাদি ট্রাক, ডায়না, পিকআপ, রোড-পারমিটবিহীন পাওয়ার ট্রলি, ট্রাক্টর যোগে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স’ানে পাঠানো হয়। গ্রামীণ বদরগাজী সড়কের ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ থাকলেও চোরাই গাছ পাচারকারী ও বালুখেকো প্রভাবশালীরা এ নিষেধ মানছেন না। তারা দিন-রাত দেউন্দি চা বাগান-শায়েস্তাগঞ্জ পাকা সড়কের ওই ব্রীজের ওপর দিয়ে চোরাই গাছ ও বালু পরিবহন অব্যাহত রাখে। এতে চাপ বেড়ে যায় বদরগাজী ব্রীজের উপর। সম্প্রতি স্থানীয় লোকজন ও দেউন্দি চা বাগান ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায় এ ব্রীজটি দেবে যেতে দেখে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র রায়কে জানান। পরে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র রায় ব্রিজটি পরিদর্শন করে যে কোন সময় ধ্বসে পড়ার আশংকায় ব্রীজের ওপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ বিষয়ে ব্রীজের নিকটে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ওই ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকলেও চোরাই গাছ, বালু খেকোরা এখন পর্যন্ত থেমে নেই। তারা উপজেলার বিভিন্ন সড়ক ও মাটির রাস্তা দিয়ে সুযোগ বুঝে চোরাই গাছ, বালু বোঝাই ট্রাক, ডায়না, পিকআপ, রোড-পারমিটবিহীন পাওয়ার ট্রলি, ট্রাক্টর দিয়ে পাচার করছে। এদিকে ব্রীজের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন দেউন্দি চা বাগানের অর্ধ লক্ষাধিক চা শ্রমিকসহ বাগান কর্তৃপক্ষ। এছাড়া দেউন্দি, লস্করপুর চা বাগানের চা পাতা শায়েস্তাগঞ্জের দিকে প্রতিদিন সড়ক পথে আসতে না পারায় কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে। এছাড়া ওই এলাকার কয়েক ইউনিয়নের অসংখ্য গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গ্রামবাসী উৎপাদিত নানা কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না। চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং দেবে যাওয়া স্থানে নতুন ব্রীজ নির্মাণের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  উপর দিয়ে সবধরণের যান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এলাকার দেউন্দি ও লালচান্দ চা বাগানের অর্ধ লক্ষাধিক চা শ্রমিকসহ কমপক্ষে ১৮ গ্রামের লোকজন চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার প্রকৌশলী বদরগাজী সেতু দেবে যাওয়ায় নতুন করে ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। একই সাথে স্থানীয় জনগণ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীকে আবহিত করা হলে তিনি ব্রীজ নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় এলজিইডি সূত্র জানায়, গত ২০০০ সালে সরকার প্রায় কোটি টাকা খরচ করে এ ব্রীজটি নির্মাণ করে। ব্রীজ নির্মাণের ফলে চা বাগানের ওই এলাকার প্রায় ১৮ গ্রামের মানুষের এবং দেউন্দি, লালচান্দ চা-বাগানের যোগাযোগ বেড়ে যায়। গুরুত্ব বেড়ে যায় ওই সড়কের। কিন্তু গত কয়েক বছর ধরে ঠিকাদার এবং অবৈধ বালু পাচারকারীরা সুতাং নদীর বালু উত্তোলন করে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের বদরগাজী এলাকায় স্তুপ করে রাখে এবং ছায়াবৃক্ষসহ বনাঞ্চলের চোরাইগাছ, বালু ইত্যাদি ট্রাক, ডায়না, পিকআপ, রোড-পারমিটবিহীন পাওয়ার ট্রলি, ট্রাক্টর যোগে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স’ানে পাঠানো হয়। গ্রামীণ বদরগাজী সড়কের ব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ থাকলেও চোরাই গাছ পাচারকারী ও বালুখেকো প্রভাবশালীরা এ নিষেধ মানছেন না। তারা দিন-রাত দেউন্দি চা বাগান-শায়েস্তাগঞ্জ পাকা সড়কের ওই ব্রীজের ওপর দিয়ে চোরাই গাছ ও বালু পরিবহন অব্যাহত রাখে। এতে চাপ বেড়ে যায় বদরগাজী ব্রীজের উপর। সম্প্রতি স্থানীয় লোকজন ও দেউন্দি চা বাগান ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী ব্যবস্থাপক দেবাশীষ রায় এ ব্রীজটি দেবে যেতে দেখে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র রায়কে জানান। পরে চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র রায় ব্রিজটি পরিদর্শন করে যে কোন সময় ধ্বসে পড়ার আশংকায় ব্রীজের ওপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ বিষয়ে ব্রীজের নিকটে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ওই ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকলেও চোরাই গাছ, বালু খেকোরা এখন পর্যন্ত থেমে নেই। তারা উপজেলার বিভিন্ন সড়ক ও মাটির রাস্তা দিয়ে সুযোগ বুঝে চোরাই গাছ, বালু বোঝাই ট্রাক, ডায়না, পিকআপ, রোড-পারমিটবিহীন পাওয়ার ট্রলি, ট্রাক্টর দিয়ে পাচার করছে। এদিকে ব্রীজের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন দেউন্দি চা বাগানের অর্ধ লক্ষাধিক চা শ্রমিকসহ বাগান কর্তৃপক্ষ। এছাড়া দেউন্দি, লস্করপুর চা বাগানের চা পাতা শায়েস্তাগঞ্জের দিকে প্রতিদিন সড়ক পথে আসতে না পারায় কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে। এছাড়া ওই এলাকার কয়েক ইউনিয়নের অসংখ্য গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গ্রামবাসী উৎপাদিত নানা কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না। চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং দেবে যাওয়া স্থানে নতুন ব্রীজ নির্মাণের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *