Daily Archives: October 27, 2014

সংবাদদাতা আবশ্যক

হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌরসভা, মিরপুর, দুর্গাপুর, শানখলা, দাউদনগর বাজার, তেলিয়াপাড়া, জারুলিয়া ও চুনারুঘাটসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানের জন্য সংবাদদাতা নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

তিন উইকেটে বাংলাদেশের জয়

তাইজুল ইসলামের অসাধারণ বোলিংয়ে অবশেষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই বাঁহাতি স্পিনার কম রানের লক্ষ্য এনে দিলেও ব্যাটিং ব্যর্থতায় তালগোল পাকিয়ে সহজ ম্যাচ কঠিন করে জিতে বাংলাদেশ। ৩ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ৩ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে তাইজুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় অতিথিরা। প্রথম ইনিংসে ১৪ রানের লিড নেয়ায় প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। শূন্য রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। এল্টন চিগুম্বুরার লাফিয়ে উঠা বলে স্লিপে ব্রেন্ডন টেইলরের হাতে ধরা পড়েন তামিম ইকবাল। টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড ...

হারিয়েছে

আমি মোঃ আঃ জলিল আমার দলিল রেজিষ্টারীর মূল রিসিটি হারিয়েছে । গত ২২-১০-২০১৪ ইং, যাহার দলিল নং ৩১৫৬/২০১০ইং। জিডি নং-৬৩৫। তারিখঃ ১৬-১০-১৪ইং। বিনীত মোঃ আঃ জলিল পিতাঃ মৃতঃ আঃ আজিজ মাতাঃ মৃত রহিমা খাতুন গ্রামঃ টেকারঘাট, ডাকঃ গাজীপুর, থানাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ।

বলিউডের সফল জুটি শাহরুখ-দিওয়ালি

দিওয়ালি ভারতের প্রধান ধর্মীয় উৎসব। এর সঙ্গে বলিউড কিং শাহরুখের সম্পর্ক কী? এমন প্রশ্ন নিশ্চয় ঘুরপাক খাচ্ছে শাহরুখপ্রেমীদের মাথায়। উত্তর সোজা, ঘটা করে দিওয়ালি পালন ছাড়াও শাহরুখের বেশির ভাগ ছবি এখন মুক্তি পায় দিওয়ালির মৌসুমে। এবার নিশ্চয় সম্পর্কটি পরিষ্কার হলো। গত কয়েকবছরে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও সর্বশেষ হ্যাপি ‘নিউ ইয়ার মুক্তি’ পেয়েছে দিওয়ালির মৌসুমে। এর প্রতিটি ছবিই বক্স অফিসে নতুন রেকর্ডও গড়েছে। তাই দিওয়ালিকে কিং খানের লাকি চাম বলা যেতেই পারে। এ ছাড়া দেখুন দিওয়ালি মৌসুমে ‘ডন’ এর সঙ্গে সালমান খানের ‘জান-ই-মান’ ও ‘জাব তাক হ্যায় জান’ এর সঙ্গে অজয়ের ‘সন অব সরদার’ তেমন সাড়া জাগাতে পারেনি। এবার শাহরুখের দিওয়ালি অভিযান কেন সফল তা নিয়ে কয়েক ছত্র জেনে নিন- প্রথম ...

বীনাপানি সংঘের উদ্যোগে দুই দিন ব্যাপী কালী পূজা সম্পন্ন

সুখদেব নাথ ..চুনারুঘাট উপজেলা রাজাপুর গ্রামে মহমোহন পালের বাড়ির পাশে বীনাপানি সংঘের উদ্যোগে  দুই দিন ব্যাপী কালী পূজা সম্পন্ন হয়েছে। বীনাপানি সংঘের সঞ্জিত দেবের সভাপতিত্বে  ও  মনোজ কান্তি পাল রিংকুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের। বিষেশ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার,  পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, সামাদ মাষ্টার, রিপন পাল, টিটু দেব, সৈত্য দেব, বিল্পবসহ আরও অনেকই। কালী পূজা সর্বসাধারনে মঙ্গল কামানায় প্রার্থনা করা হয়।

চুনারুঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ফারুক মাহমুদ/খন্দকার আলাউদ্দিন..চুনারুঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস যথাযথভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকাল ১১টায় পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বীরমুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে ও ব্র্যাক ওয়াশ চুনারুঘাট উপজেলার সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, ব্র্যাক ওয়াশের আঞ্চলিক ব্যবস্থাপক বাবু অনুকুল চন্দ্র কর, ইউপি চেয়ারম্যান ...

ত্রিপুরা থেকে বিদ্যুৎ দেবে ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে শিগগিরই বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার পঙ্কজ শরন। তিনি বলেন, ‘আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া ¯’লবন্দর সড়কসহ সার্বিক উন্নয়নে ভারত সরকার বাংলাদেশকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। পর্যায়ক্রমে এদু’টি বন্দরের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। এছাড়া অচিরেই ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে।’ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া য়   গ্রামে বিশ্ববরেণ্য সাধক শ্রী শ্রী মা আনন্দময়ীর জন্ম¯’ান ও আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্প্রতি হাসিনা-মোদির বৈঠক ফলপ্রসু হয়েছে দাবি করে শরন আরও বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে থেকেই ভালো, এ বৈঠকের মাধ্যমে ...

চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে

 চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে চেক ডিজঅনারের উকিল নোটিশমাধবপুর প্রতিনিধি য় বাহুবল উপজেলার ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মাধবপুরের এক ব্যবসায়ী ৮৫ লক্ষ টাকার চেক ডিজঅনারের দায়ে উকিল নোটিশ দিয়েছেন। মাধবপুর বাজারের কাপড় ব্যবসায়ী দিলীপ কুমার রায় জানান, বাহুবল উপজেলার ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা সাত মসজিদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ চৌধুরী ২০১২ সালে মালয়েশিয়ার অংশীদারিত্বের ভিত্তিতে হোটেল ব্যবসার কথা বলে ৮৫ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে ২০১৪ সালে পূবালী ব্যাংকের চেকের মাধ্যমে ১০ আগষ্ট ২০ লক্ষ, য় এরপর পৃষ্ঠা-৩ ১৫ আগষ্ট ২০ লক্ষ, ১৭ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার, ১৯ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার মোট ৮৫ লক্ষ টাকা ৪টি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যবসায়ী দিলীপ কুমার রায় মাধবপুর ...

মা ও মেয়ের উপর সন্ত্রাসী হামলায় মামলা দায়ের ॥ বাদীকে প্রাণনাশের হুমকি

মো. ফারুক মিয়া ॥ চুনারুঘাটে মা ও মেয়ের উপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুরসহ টাকা ও স্বর্নালংকার লুটের ঘটনায় মামলা দায়ের করায় মা ও মেয়ের প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। গতকাল রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মাসুক মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী ফাতেমা ও মাসুক মিয়ার শ্বাশুড়ী মুসলিমা খাতুনকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে এবং বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে স্বর্নালংকারসহ নগদ ৯২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ফাতেমা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার জের ধরে গতকাল রোববার সকাল ৯টায় সন্ত্রাসী উস্তার মিয়া, সমসু মিয়া, ফরিদ মিয়া, লাল মিয়া, সবুজ মিয়া ...

মাধবপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব) রোববার রাতে তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ জাহাদ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদউল্লা পিপিএম জানান, র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে রোববার রাতে তেলিয়াপাড়া গোয়াছনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার চয়েজ মদসহ উপজেলার উত্তর সুরমা গ্রামের মরম আলীর ছেলে জাহাদ মিয়া কে আটক করে। পরে ওইদিন রাতেই র‌্যাবের ডিএডি হাফিজুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

চুনারুঘাটে পাকুরিয়ায় ট্রাক্টরের চাপায় সিএনজি খাদে পড়ে আহত ৬

মোঃ ওয়াহেদ আলী ॥ চুনারুঘাট-সুন্দরপুর সড়কে পাকুরিয়া নামক স্থানে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে খাদে পড়ে মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। জানাযায়, চুনারুঘাট থেকে সুন্দরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজিটি পাকুরিয়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা চোরাই গাছ বুঝাই নাম্বার বিহীন ট্রাক্টর সিএনজিকে চাপায় দেয়। মর্হুতে ছিটকে খাদে পড়ে সিএনজি। এত ইছালিয়া গ্রামের রফিক মিয়া (৬০), আঃ আলী (৫০) লাকী আক্তার (১৬), এনামুল হক (৩০) আল আমিন (২৫) ইছাকুটা গ্রামের মারফত উল্লার ছেলে ড্রাইভার মরতুজ আলী (৪২) গুরুতর আহত হয়। আহতদের চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে লাকী আক্তার ও রফিক মিয়াকে আশাংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। মাল বোঝাই ট্রাক্টরটি পালিয়ে গেছে।  

হবিগঞ্জের ৮টি উপজেলায় অবৈধ টমটমের ছড়াছড়ি অধিকাংশ চালকই রিক্সা, ভ্যান ও ট্রলির ড্রাইভার

প্রথম সেবা রিপোর্ট ॥  শুধু হবিগঞ্জ শহরে নয়। ৮টি উপজেলা ও ছোট বড় সকল হাট বাজারে অবৈধ টমটমের আনা গোছা বৃদ্বি পেয়েছে। অধিকাংশে টমটমের চালক রিস্কা,ভ্যান, টেলা ও মালবাহী টলির চালক। এছাড়া ১৩/১৪ বছরের কিশোর বয়সের ছেলেরা রয়েছে এ তালিকায়। সাধারণ যাত্রীরা অত্যান্ত নিরুপায় অবস্থায় এসব টমটমে উঠে মারাতœক দূঘঠানার শিকার হচ্ছে। মর্মান্তিক ভাবে যেখানে সেখানে প্রান হারাচ্ছে শিশু-কিশোর বৃদ্ধ সহ সকল বয়েসের নারী-পুরুষ। এসব অদক্ষ চালকের হাতে সাম্পাতিক সময়ে শুধু হবিগঞ্জ সদরেই জ্জ জন স্কুল ছাত্র-য় এসব টমটমে উঠে মারাতœক দূঘঠানার শিকার হচ্ছে। মর্মান্তিক ভাবে যেখানে সেখানে প্রান হারাচ্ছে শিশু-কিশোর বৃদ্ধ সহ সকল বয়েসের নারী-পুরুষ। এসব অদক্ষ চালকের হাতে সাম্পাতিক সময়ে শুধু হবিগঞ্জ সদরেই ডজনখানেক স্কুল ছাত্র-ছাত্রী প্রান হারিয়েছে। ...

হুইস্কি ও পিকআপসহ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকা থেকে ৭০ বোতল হুইস্কিসহ আনু মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশ একটি পিকআপ ভ্যানও আটক করে। আটক আনু মিয়া হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদ এলাকার আলফু মিয়ার ছেলে।

ভাগ্নেকে অপহরণকারী মামা আটক ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী

নবীগঞ্জ প্রতিনিধি য় নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রাম থেকে অপহৃত শিশুসহ অপহরণকারীকে আটক করা হয়েছে। অপহরণকারী আপন ভাগ্নেকে অপহরণ করে পরিচয় লুকিয়ে বোনের কাছে ৪ লাখ টাকা দাবী করেছিল। র‌্যাব, পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুসলিম পাড়ার সৌদি আরব প্রবাসী নাহিয়ান আল আমিন এর শিশুপুত্র আব্দুল্লা আল নাহিয়ান (৪) কে অপহরণ করে লিটন মজুমদার। সে নাহিয়ানের আপন মামা। অপহরণকারী লিটন নাহিয়ানকে নিয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আত্মীয় আছাব আলীর বাড়ীতে আশ্রয় নেয়। এখান থেকে লিটন নাহিয়ানের মা ও তার আপন বোন হালিমা মজুমদারকে ফোন দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। হালিমা মজুমদার বিষয়টি শ্রীমঙ্গল থানা ও র‌্যাব-৯ এর কাছে জানান। আছাব আলীর বাড়ীতে ...