মা ও মেয়ের উপর সন্ত্রাসী হামলায় মামলা দায়ের ॥ বাদীকে প্রাণনাশের হুমকি

মো. ফারুক মিয়া ॥ চুনারুঘাটে মা ও মেয়ের উপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুরসহ টাকা ও স্বর্নালংকার লুটের ঘটনায় মামলা দায়ের করায় মা ও মেয়ের প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। গতকাল রোববার উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মাসুক মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে তার স্ত্রী ফাতেমা ও মাসুক মিয়ার শ্বাশুড়ী মুসলিমা খাতুনকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে এবং বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে স্বর্নালংকারসহ নগদ ৯২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ফাতেমা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার জের ধরে গতকাল রোববার সকাল ৯টায় সন্ত্রাসী উস্তার মিয়া, সমসু মিয়া, ফরিদ মিয়া, লাল মিয়া, সবুজ মিয়া ও রজব আলী ফাতেমার জা সখিনা খাতুনের বাড়ীতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে টাকা ও স্বর্নালংকার লুটসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এছাড়া সখিনা খাতুনের মেয়ে চুনারুঘাট পুবালী ব্যাংকের অফিসার শারমীন জাহান অপিকে মারপিট করে তার ঘরে রক্ষিত ৯২ হাজার টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার চুনারুঘাট পুবালী ব্যাংক থেকে উক্ত টাকা উত্তোলন করে বাড়ীতে রাখেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা প্রথমে ফাতেমা ও তার মা মুসলিমার উপর হামলার বিচার চেয়ে মামলা করায় একই পরিবারের সখিনা ও তার দুই মেয়ে শারমীন জাহান অপি ও তার ছোট বোন গাজীপুর স্কুল এন্ড কলেজের দ্বাদশ শেণির ছাত্রী শাহরীন জাহান জেপির উপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত তিনজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, মামলা তুলে নেওয়ার জন্য সন্ত্রাসীরা নানামূখী চাপ সৃষ্টি করছে। সন্ত্রাসীরা এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এদের বিরুদ্ধে থাসায় ও আদালতে চুরি-ডাকাতি-মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসআই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ রোববার বিকাল ৪টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পুলিশের ডিবি মোসলেমও উপস্থিত ছিলেন। এ ঘটনায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার বলেন, ওই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শীঘ্রই আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমখি করব বলে আশা করছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *