ভাগ্নেকে অপহরণকারী মামা আটক ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী

নবীগঞ্জ প্রতিনিধি য় নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রাম থেকে অপহৃত শিশুসহ অপহরণকারীকে আটক করা হয়েছে। অপহরণকারী আপন ভাগ্নেকে অপহরণ করে পরিচয় লুকিয়ে বোনের কাছে ৪ লাখ টাকা দাবী করেছিল। র‌্যাব, পুলিশ ও এলাকাবসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মুসলিম পাড়ার সৌদি আরব প্রবাসী নাহিয়ান আল আমিন এর শিশুপুত্র আব্দুল্লা আল নাহিয়ান (৪) কে অপহরণ করে লিটন মজুমদার। সে নাহিয়ানের আপন মামা। অপহরণকারী লিটন নাহিয়ানকে নিয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আত্মীয় আছাব আলীর বাড়ীতে আশ্রয় নেয়। এখান থেকে লিটন নাহিয়ানের মা ও তার আপন বোন হালিমা মজুমদারকে ফোন দিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। হালিমা মজুমদার বিষয়টি শ্রীমঙ্গল থানা ও র‌্যাব-৯ এর কাছে জানান। আছাব আলীর বাড়ীতে শিশুসহ অপগরণকারী রয়েছে তা বৃহস্পতিবার রাতেই জানাজানি হয়ে যায়। খবর পেয়ে পরদিন শুক্রবার সকাল থেকে আছাব আলীর বাড়ীর দিকে নজর রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। বিষয়টি জানাজানি হলে শ্রীমঙ্গল থানা পুলিশ, র‌্যাব-৯ ও নবীগঞ্জ উপজেলা গোপলার বাজার পুলিশ ফাড়িঁর সদস্যরা ঘটনাস্থলে এসে আছাব আলীর বাড়ী ঘিরে ফেলে। বেলা আড়াইটায় লিটন মজুমদার শিশুটিকে নিয়ে ঘর থেকে রাস্তায় বের হলে ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশ ও র‌্যাব সদস্যের কাছে হস্তান্তর করেন। পরে স্থানীয় পানিউমদা ইউনিয়ন অফিসে তাদেরকে নিয়ে আসা হয়। র‌্যাব-৯ এর সিইও স্কোয়ার্ড লিডার মোছাব্বির অপহরণকারী ও শিশুকে নিয়ে যেতে চাইলে পুলিশ দাবী করে তারা তাদেরকে নিয়ে যাবে। বিকেলে শ্রীমঙ্গল থানার পুলিশ অপহরণকারী ও শিশুকে নিয়ে শ্রীমঙ্গলে যান। অপহৃত শিশুর এক মামা শাহিন জানান, শিশু নাহিয়ান (৪), পিতা-নুরুল আমিন চৌধুরী, মুসলিমবাগ শ্রীমঙ্গলে বসবাস করতো। দীর্ঘদিন থেকে শিশুটির পিতা প্রবাসে থাকেন। শিশুটির আপন আরেক মামার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক না থাকায় এবং মামা একটি জায়গায় বিয়ে করলে অন্য ভাই এবং বোন মেনে না নেয়াতে পারিবারিক কলহ ছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাহিয়ানকে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে তারা পুলিশে খবর দেন। শাহিন জানান প্রথম থেকেই তার ভাই লিটন আহমদ মজুমদারকে সন্দেহ হচ্ছিল। একপর্যায়ে লিটন পরিবারের কাছে ৪ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। অপহারণকারী লিটন ৩ ভাইবোনের মধ্যে সবার বড়। নাহিয়ানের মা লাকি বেগম ২য় এবং তাদের ছোট আরেক ভাই রয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান- গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা সদরের মুসলীমবাগ আবাসিক এলাকার সৌদি আরব প্রবাসী নুরুল আমীনের শিশুপুত্র নাহিয়ানকে (৪) তার নানার বাড়ির বারান্দায় খেলারত অবস্থায় অপহরণ করে অপহারণকারীরা প্রথমে ৫ লাখ টাকা এবং পরে ১ লাখ টাকা কমিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *