হাসতে হাসতে পেট ফেটে গেলো!

প্রিয় পাঠক। গত সংখ্যার গল্পের শেষাংশ থেকে শুরু করছি। মূলত আমার লেখা গল্পের চলনায় পাঠককে বলতে চাই। এ বলা অব্যাহত থাকবে । যাক। শেয়াল বিয়ে করে নতুন বউ বাঘিনীকে ঘরে তুলল। একদিন বাঘিনী শেয়ালকে বলল, চলনা হরিণ শিকারে যাই। চালাক শেয়াল, জানত তার দ্বারা কি এসব সম্ভব? তার পারও রাজি হলো। শেয়াল বাঘিনীকে বলল, তুমি এক কাজ কর- আমার সাথে না থেকে তুমি জঙ্গলের ওই পাশে গিয়ে বড় বড় হরিণ তাড়িয়ে দাও আর আমি মেরে রাখব। আহ! কি মজা করে দু’জনে খাব। বোকা বাঘিনী ঠিকই বড় বড় হরিণ শেয়ালের দিকে তাড়িয়ে দিচ্ছে। কিন্তু একবার কৌতল বসত একটি বড় হরিণের সামনে জেদ ধরে দাড়িয়ে মনে মনে বলল,  দেখিতো আমাকে হরিণ ভয় পায় কি না। কিন্তু ওই হরিণ শেয়ালকে এমন ভাবে শিং দিয়ে আঘাত করল বেচারা শেয়াল মাটিতে চটপট করতে লাগল। ঘন্টা খানেক পরে বাঘিনী মনে আপসোস করে এগিয়ে আসতে লাগল। সে জানত তার স্বামী শেয়াল বড় বড় হরিণ ধরে রেখেছে, আর …..। কিন্তু কাছে এসে দেখে ঘটে গেছে উল্টো ঘটনা। বাঘিনী শেয়ালকে বলল, এই তুমি এভাবে পড়ে আছো কেন?। চালাক শেয়াল বলল, তোমাকে বলেছিলাম বড় বড় হরিণ পাঠাতে। আর তুমি এমন ছোট ছোট হরিণ আমার দিকে পাঠিয়েছ, যা দেখে আমি হাসতে হাসতে লাফিয়ে পড়ার পর আমার পেট ফেটে গেছে। প্রিয় পাঠক। হাসি কান্নার মধ্য দিয়েই মানুষের পথ চলা। মূল কথা এটা নয়। চুনারুঘাট পৌরসভার জননন্দিত মেয়র মরহুম আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেবের কথা বলছি। তিনি ছিলেন প্রশাসক তারপর একজন নির্বাচিত মেয়র। দীর্ঘ ১০বছরের কার্যক্রমে তিনি কখনও কোন দলের বা গোষ্টির আভিজাত্যের প্রমাণ দেন নি। তিনি নিজেকে একজন মোহাম্মদ আলী হিসবে গড়ে তুলেছিলেন। যার প্রমাণ এ সমাজে দৃষ্ঠান্ত স্থাপন করেছে তার জানাযায়। গত ১০অক্টোবর এ কৃতিমান ব্যক্তি চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু রেখেগেছেন তার ব্যক্তিত্ব ও কর্মের সুফল। অনেক প্রবীণ ব্যক্তি বলেছেন, তার জানাযায় দলমত নির্বিশেষে যেভাবে মানুষের ঢল নেমেছিল এমন জানাযা অত্র অঞ্চলে ইতিপূর্বে আর কখনও হয় নি। তিনি পরপারে চলে যাওয়ায় এখন চুনারুঘাটবাসী বেদনা বিভোর। শূন্য হয়ে পড়েছে চুনারুঘাট পৌরসভার আসনটি। এখন চলছে পৌর মসনদ দখলের লড়াই। মেয়র পদটি নিজের করে নিতে চুনারুঘাটে এখন প্রার্থী সংখ্যা ডজনেরও উপরে। অনেকে ভাবছেন একজন মোহাম্মদ আলী যদি পেরে থাকেন তাহলে আমরা কেন পারবনা। তা কি আদৌ সম্ভব?। অনেকে প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর আদর্শ নিয়ে চাচ্ছেন নিজেদের আখের গোছাতে। চেষ্ঠার-তদবির চলছে এভাবেই। তবে খুশি হওয়ার কারণ নেই। শেয়ালের যেভাবে হাসতে হাসতে পেট ফেটে গেলো সেটা নিয়েও ভাবতে হবে। কারণ, নির্বাচন করা সহজ কিন্তু বর্তমান সমাজে একজন মোহাম্মদ আলী হওয়া বড়ই কঠিন। এতো খুশি হওয়ার কারণ নেই। জনগণের জন্য কাজ করলে মসনদে বসা খুবই সহজ। জনগণকে কাছে তুলে নিলেই বেশ। প্রিয় পাঠক। আদর্শ মানুষকে স্মরণ রাখাই উত্তম কাজ। যারা সমাজ, জনগণ, দেশ ও জাতি নিয়ে কাজ করেন তাদেরকে শ্রদ্ধা করা উচিত। ভোট একটি আমানত। আপনার একটি ভোটের মাধ্যমেই একজন নির্ভিক খাদেম সৃষ্টি হবে। তৈরী হবে একজন ন্যায় বিচারক এ প্রত্যাশায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *