অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো ১২ বছর বয়সী স্কুলছাত্রী স্বর্ণা

নিজস্ব প্রতিনিধি ... অবশেষে বিয়ের পিড়িতে বসলো স্কুলছাত্রী স্বর্ণা। বাল্যবিয়ে হলেও তা রোধ করতে কেউ এগিয়ে আসেননি। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের রইছ মিয়ার কন্যা প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী স্বর্ণা আক্তার ওরফে মরিয়ম আক্তারকে গতকাল শুক্রবার বিয়ে দেওয়া হয় উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আক্কাছ মিয়ার পুত্র সেলিম মিয়ার সাথে। বাল্যবিয়ে ঠেকাতে খুব  সতর্কতার সাথে স্বর্ণার নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার নাম দিয়ে ইউনিয়ন অফিস থেকে একটি ভুয়া জন্ম সনদ নেয়া হয়। স্কুল সাটিফিকেট অনুযায়ী স্বর্ণার জন্ম তারিখ ৬ জুন ২০০২। সে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ নেয়। জন্ম তারিখ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার কাগজপত্র খতিয়ে দেখা গেছে স্বণার বয়স মাত্র ১২ বছর। ১২ বছরের একটি মেয়েকে ঘটা করে বিয়ে দেয়া হলে প্রশাসন ছিল চুপচাপ। স্থানীয় এক মাওলানার মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, কৌশল গত কারণে বিয়ের রেজিষ্ট্রেশন করা হয়নি। থানার ওসি আব্দুল বাছেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার দেখেন। সতর্কতার সাথে স্বর্ণার নাম পরিবর্তন করে মরিয়ম আক্তার নাম দিয়ে ইউনিয়ন অফিস থেকে একটি ভুয়া জন্ম সনদ নেয়া হয়। স্কুল সাটিফিকেট অনুযায়ী স্বর্ণার জন্ম তারিখ ৬ জুন ২০০২। সে ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ নেয়। জন্ম তারিখ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার কাগজপত্র খতিয়ে দেখা গেছে স্বণার বয়স মাত্র ১২ বছর। ১২ বছরের একটি মেয়েকে ঘটা করে বিয়ে দেয়া হলে প্রশাসন ছিল চুপচাপ। স্থানীয় এক মাওলানার মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, কৌশল গত কারণে বিয়ের রেজিষ্ট্রেশন করা হয়নি। থানার ওসি আব্দুল বাছেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার দেখেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *