ভাষাসৈনিক মতিন আর নেই

প্রথম সেবা ডেস্ক॥ সকলকে ছেড়ে চলে গেলেন ভাষাসৈনিক আব্দুল মতিন। বুধবার সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি………… রাজিউন)বিএসএমএমইউর পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া এ তথ্য জানান।প্রায় আড়াই মাস ধরে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন অব্দুল মতিন।গত ১৮ আগস্ট আব্দুল মতিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি স্ট্রোক করেছিলেন।এর একদিন পরই আব্দুল মতিনকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ২০ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপাচার করেন নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক আফজাল হোসেন। অস্ত্রোপাচারের পরও তাঁর অবস্থা অনেকটা অপরিবর্তিতই ছিল।এরই মধ্যে গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিএসএমএমইউতে ভর্তির পর থেকে তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *