জলপরী আতঙ্ক….

স্টাফ রিপোর্টার ॥ অপহরন, গুম, চুরি, ডাকাতি কিংবা মুক্তিপন আতঙ্ক নয়। এবার জলপরীর আতঙ্ক। চা স্টল হোটেল রেস্তোরা, গাড়ি বাড়িতে চলছে এ নিয়ে চুল ছেড়া বিশ্লেষন। অজানা জলপরী আতঙ্ক এখন তাড়িয়ে বেড়াচ্ছে গ্রামেঞ্চলের অধিকাংশে নারী-পুরুষ শিশু কিশোদের। চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গ্রামের সিএনজি চালক হারুনের মেয়ে মারা গেছে। সম্প্রতি গোগাউড়া গ্রামের এক মেয়ে পুকুরে গোসল করতে গেলে অজ্ঞাত জলপরী টেনে পানির নিচে নিয়ে যায়। আহতাবস্থায় প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাবস্থায় মারা যায়। ফলে জলপরী আতংকে এখন কেউই পুকুরে নেমে গোসল করছেন না। পুকুরে নামলে নিচ থেকে কেউ যেন টেনে নিয়ে যায়। বর্তমানে যে জলপরী আ ডাকে কোন এক সময় সমুদ্র সৈকতেও যেন দেখা গেছে। মুখ মণ্ডল অনেকটাই প্রাচীন কালের লম্বাদাতঁওয়ালা মহিলাদের মত। নিচের অংশ পুরোপুরি কাতলা মাছের মত। তবে জলপরীর দুইটি হাত রয়েছে। এ এবারের জলপরী ভিডিও ফুটেজ ও ইন্টারনেটে পাওয়া গেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *