চুনারুঘাট পৌর শহরে কুকুরের উপদ্রব

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কুকুরের অবাধ বিচরণে রাস্তা দিয়ে চলাচল যেন ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। কুকুরদের ঝগড়ার মাঝে পড়ে চুনারুঘাট ডি.সি.পি হাই স্কুলের ৪/৫ জন ছাত্র-ছাত্রী বিব্রতকর অবস্থায় কাঁদায় পড়ে প্রান বাচায়। পৌর প্রশাসন বিগত বছরগুলোতে কুকুর নিধন অভিযান পরিচালনা করলেও এ বছর তা পরিলক্ষিত হয়নি। শহরে পাগলা কুকুরের কামড়ে প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গরীব দিন মজুর মানুষ ভ্যাকসিনের টাকার জন্য ঘুরছে ধনীদের দ্বারে দ্বারে। অধিকাংশরাই উচ্চ মূল্যে বাজার থেকে ক্রয় করছে কুকুরের কামড়ের ভ্যাকসিন। সরকারী হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনের জন্য গেলে তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেও নানা অজুহাতে আক্রান্তদের ফেরত দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া প্রয়োজন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *