ঘনঘন লোডশেডিং ॥ ব্যাহত জনজীবন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গত কয়েক মাস ধরে অব্যাহত লোডশোডিং এ নাভিশ্বাস হয়ে উঠছে শিক্ষার্থীদের জনজীবন। একদিকে তীব্র গরম অন্যদিকে লাগামহীন লোডশোডিং এর কারণে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায়, বাকৃবিতে ইদানিং পূর্বের তুলনায় মাত্রাতিরিক্ত লোডশোডিং বেড়েছে। দিনে রাতে সবসময়ই চলে বিদ্যুতের লুকোচুরি খেলা। এতে ব্যাঘাত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশুনায়। অন্যদিকে  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় গবেষণাগারের মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিনের তুলনায় রাতে লোডশোডিং এর মাত্রা বেশী। তীব্র লোডশোডিং ে এরপর পৃষ্ঠা-৩ এর কারনে তারা পড়াশুনায় মনোযোগ দিতে পারে না। ক্লাস চলাকালীন সময়ে প্রায়শই বিদ্যুৎ থাকে না। ফলে মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো বন্ধ হয়ে যায়। এতে করে শিক্ষকদের লেকচার প্রদানে সমস্যার সৃষ্টি করে। এ অবস্থায় ঘন ঘন লোডশোডিং আমাদের পড়াশুনায় ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। ক্ষতিগ্রস্থ প্লান্টের বিভিন্ন অংশের মেরামত করা হচ্ছে। মূলত মেরামত কাজের জন্যই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। তাছাড়া সেচ মৌসুম চলায় সারাদেশে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে কিন্তু উৎপাদন ক্ষমতা সীমিত হওয়ায় শুধু বাকৃবি নয় সারাদেশে লোডশোডিং এর মাত্রা আগের তুলনায় বেড়ে গেছে। তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই বাকৃবির বিদ্যুতের পুরো সিস্টেমকে স্পেশাল ভিআইপি লাইনের আওতায় আনা হবে। এর কাজ ইতিমধ্যেই শেষের পথে। ভিআইপি লাইনে চলে আসলে বিশ্ববিদ্যালয়ের লোডশোডিং অনেকটাই কমে যাবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *