১৪ বছর ধরে পদটি শূণ্য ॥ তরিগড়ি করে নিয়োগের

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের শানখলা উচ্চ বিদ্যালয়ে তরিগড়ি করে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। ফলে এ মূহুর্তে কোন প্রার্থী নিয়োগ হচ্ছেন না। ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বর্তমানে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম তালুকদার হজ্ব পালনে সৌদি আরব থাকায় তার স্ত্রী পারভীন বেগম চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। আবেদনে বলা হয়, তার স্বামী শফিকুল আলম দীর্ঘ ১৪বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে শানখলা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষকের পাশাপাশি ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। উক্ত পদে তিনিও স্থায়ী নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন। কিন্তু সরকারি ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের ছুটি নিয়ে হজ্বব্রত পালনে সৌদি আরব গমন করলে তরিগড়ি করে প্রধান শিক্ষক মোঃ শামছুল হক অন্যান্য প্রার্থীদেরকে ২৩সেপ্টেম্বর মঙ্গলবার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চিঠি প্রেরণ করেন। এনিয়ে কমিটির অধিকাংশ সদস্য, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে আবেদনকারী শিক্ষক শফিকুল আলমের স্ত্রী পারভীন বেগম চৌধুরী জেলা শিক্ষা অফিসার, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবী জানিয়ে আবেদন করেন। তার আবেদন পেয়ে মানবিক বিষয়াদি বিবেচনা কল্পে নিয়োগ পরীক্ষা স্থগিতের জন্য চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের সুপারিশ করেন। এরপরই কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করে। এনিয়ে আরোও বেশ কয়েকবার সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করায় দীর্ঘ ১৪বছর ধরে এ পদটি শূন্য রয়েছে। এ নিয়ে শানখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝেও ক্ষোভের সঞ্চার হচ্ছে। এতে করে ওই বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, চুনারুঘাটের শানখলা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদি ১৪ বছর ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল আলম ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইতিপূর্বে বেশ কয়েকবার সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শফিকুল ইসলামও একজন প্রার্থী হিসেবে আবেদন করেন। কিন্তু প্রধান শিক্ষকের সাথে মনোদ্বন্দ্বের কারণে ওই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সম্প্রতি আবারো ওই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হলে শফিকুল আলম একজন প্রার্থী হিসেবে আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। শফিকুল ইসলাম গত ২৮ আগষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারি ভাবে পবিত্রব্রত পালনে মক্কা গমন করেন। এ সুবাধে প্রধান শিক্ষক মোঃ সামছুল হক তরিগড়ি করে সহকারী প্রধান শিক্ষক পদে পূর্বের আবেদনকারীদেরকে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ১১টায় নিয়োগ বোর্ডে হাজির হওয়ার জন্য নোটিশ প্রেরণ করেন। এ বিষয়টি কমিটির সদস্যদের মাঝে জানাজানি হলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *