পুলিশ সবই পারে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ কিনা পারে। সবই পারে। পুলিশ পারেনা এমন কাজ নেই। তাই পুলিশের পিছনে না লাগাই ভাল। এননিভাবে মোটর সাইকেল চোরের সাথে দেওরগাছ ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে চুনারুঘাট থানা পুলিশ। ঘটনায় প্রকাশ, গত সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার চান্দপুর চা বাগান থেকে একটি হিরো স্পেনডার-১০০ সিসি মোটর ে এরপর পৃষ্ঠা-২ সাইকেল চুরি করে পালানোর সময় চুনারুঘাটের আমু চা বাগানে সাইকেলসহ চোরকে ধরতে সক্ষম হয় জনতা। উক্ত সাইকেল চোর জোবায়ের (৩২) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা বলে জানা যায়।উক্ত সাইকেলের মালিক দেওরগাছ গ্রামের আ. শহীদ চোরকে ধরে এনে দেওরগাছের আমতলী বাজারে দেওরগাছ ইউানয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রজব আলরি কাছে সোপর্দ করেন। অন্যদিকে, চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে চোরকে গ্রেফতার করতে গেলে উক্ত ইউপি সদস্য পুলিশকে বাধা দেন। পরবর্তীতে, চুনারুঘাট থানার একদল পুলিশ চোরকে গ্রেফতার করে গাড়ীতে তুললে ইউপি সদস্য রজব আলী বিষয়টি বুঝার জন্য স্বেচ্ছায় থানায় আসেন। চোরসহ থানায় আসার পর কর্তব্যে বাধা দেয়ার কারনে ইউপি সদস্যকেও পুলিশ গ্রেফতার করে। সাইকেল চোরের সাথে ইউপি সদস্যকে কেন গ্রেফতার করা হলো জানতে চাইলে পুলিশ জানায় যে, শুধু এবার নয় উক্ত সদস্যের বিরুদ্ধে অতীতেও অনেক অপকর্মের অভিযোগ রয়েছে। খোজ নিয়ে জানা যায়, ইউপি সদস্য রজব আলী(৫০) নিকটবর্তী বাগানের গাছ চুরি, রেল লাইনের লোহা চুরি, অবৈধভাবে স’ মিল চালানো, মাদকসেবন করে মাতলামী করার অভিযোগ রয়েছে। পুলিশ আরো জানায় রজব আলীকে আসামী ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত সদস্য নিরাপত্তা হেফাজতে রয়েছেন। ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন বলে উপস্থিত অনেকে জানান এবং প্রতিদিন ওই জনপ্রতিনিধি মদ্যপ অবস্থায় থাকেন। ইউপি সদস্যকে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা ঘটনাটি জানতে থানায় ভীড় জমায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *