বাহুবলে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি কেয়া চৌধুরী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, পোনা মাছ নিধনে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক শ্রেণীর মুনাফা লোভীরা তা আহরণ করছে। মাছ চাষে ভাগ্যের পরিবর্তন ও দরিদ্রতা দুরিকরণ সম্ভব। তবে অলসতার কারণে অনেকেই দরিদ্রতার জ্বালে আটকা আছেন। তাই তিনি সকলকে মাছ চাষে মনোযোগী হওয়ার আহবান জানান।

তিনি শনিবার বিকেল ৪টার দিকে বাহুবল উপজেলার দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার পুকুরে রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, মৎস্য অফিসার মীর আফতাব হোসাইন, মেম্বার সফিকুল ইসলাম, সোহাগ মৎস্য খামারের পরিচালক আঃ সালাম, ওয়ার্ড সভাপতি সুখ আলী,  আঃ আলী, আবুল কালাম, সাইফুল ইসলাম লিটন, এখলাছুর রহমান প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *