ব্রীজের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে খোয়াই নদীর উপর ব্রীজ নির্মাণের দাবীতে শহরের পোদ্দারবাড়ি এলাকায় প্রধান সড়কে মানববন্ধন ও সভা করেছেন ৭ গ্রামের লোকজন। মানব বন্ধনে নদীর দু’তীরের এলাকার সর্বস্থরের লোজন অংশগ্রহন করেণ।রোববার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত চলা মানব বন্ধনে সভাপত্বি করেণ স্বদেশ বার্তা পত্রিকার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।সাংবাদিক মোঃ রহমত আলী ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চুনারুঘাট, গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী,তেঘরিয়ারসাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আইয়ূব আলী,জেলা বিএফ এর সহ সভাপতি ছালেহ আহমদ, বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সামছুজ্জামান চৌধুরী,বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আম্বর আলী, শাহ মতিউর রমান মতিন, মোঃ শাহ আলম,এয়ার লিংক পরিচালক এস এম তাজুল ইসলাম, তেঘরিয়া ইউপির মেম্বার মোঃ আব্দুর রহিম, সাবেক মেম্বার মোঃ পেরা মিয়া, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল হক টিপু, মোঃ ফোরুক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে ধুলিয়াখালস্থ বিসিক শিল্প নগরীতে এক জনসভায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন খোয়াই নদীর উপর জনস্বার্থে ব্রীজ নির্মানের ঘোষনা দিয়েছিলেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত উল্লেখিত স্থানে খোয়াই নদীর উপর ব্রীজ নির্মান না হওয়া ক্ষোভ প্রকাশ করেন ভূক্তভোগীরা। ভক্তারা বলেন উক্ত স্থানে ব্রীজ নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দেলন গড়ে তুলা হবে। তারা বলেন, সদর উপজেলা পরিষদ সংলগ্ন খোয়াই নদীর উপর ব্রীজ নির্মান হলে তেঘরিয়া, নাজিরপুর, পশ্চিমপাড়া, উত্তর পইল, পাঁচপারিয়া ও পূর্ব ভাদৈ, সহ ১২টি গ্রামের ৪০ হাজার মানুষ উপকৃত হবে। বর্তমানে এলাকার ছাত্রছাত্রীসহ সকল পেশার লোকজন ৫থেকে ৬ কিলোমিটার এলাকা ঘুরে এবং নৌকা দিয়ে নদী পার হয়ে কর্মস্থল শহরে আসছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *