বাংলাদেশি হাজিদের দুর্ভোগ চরমে

সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজ পালন শেষে জেদ্দা থেকে বাংলাদেশ ফেরার পথে বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাংলাদেশি হাজিরা।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার হাজী নাহীন আহমেদ মমতাজী। সৌদি আরব সময় ১১ অক্টোবর রাত ৯টায় বিজি ৮০২০ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে আসেন দুপুর ২টার দিকে উপস্থিত হন।তিনি এ প্রতিনিধিকে জানান, রাত ৯টায় বিজি ৮০২০ বিমান ছাড়ার নির্ধারিত সময় থাকলেও পরে জানানো হয়েছে রাত১১টার আগে ছাড়বে না। ১১টার ফ্লাইটের ইমিগ্রেশন এখনো হয়নি।তিনি আরও বলেন, দুঃখজনক ব্যাপার ৮-১০ঘণ্টা পূর্বে আমাদেরকে বিমানবন্দরে এনে রাখা হয়েছে ৮/১০ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মমতাজী বলেন, সৌদি এয়ারলাইন্স যথাসময়ে ফ্লাইট করতে পারলে বিমানের সমস্যা কোথায়?অপেক্ষামান আরেক হাজি সামসুল ইসলাম বলেন, শুধুমাত্র ব্যবস্থাপনার ক্রুটির কারণে বিমান বন্দরে ঘণ্টার পর ঘণ্টার বিড়ম্বনার শিকার হচ্ছি আমরা।এ বিষয়ে জানতে বাংলাদেশ বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজার সোলাইমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।পরে বিমানেরজেদ্দাস্থ কান্ট্রি ম্যানেজার আবু তাহেরও ফোনটি রিসিভ করেননি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *