হুদহুদের প্রভাবে ১০ গ্রাম প্লাবিত

প্রথম সেবা ডেস্ক॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উপকূলীয় চরাঞ্চলের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে একটি শিশু।শনিবার সন্ধ্যার পর থেকে রোববার ভোর পর্যন্ত জোয়ারের কারণে গ্রামগুলো প্লাবিত হয়।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরপারবর্তী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মনির আহমদের মেয়ে মনি (৬) জোয়ারের পানিতে ভেসে গেছে বলে পরিবারেরর লোকজন জানিয়েছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যরা জানান, ঘূর্ণিঝড় হুদহুদ ও পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ার ও শনিবার থেকে টানা বৃষ্টি হওয়ায় উপজেলার চরপাবর্তী ইউনিয়নের কদমতলা, মৌলভী বাজার, মেহেরুন নেছা, হাজিপাড়া, জনতা বাজার, চরহাজারী ইউনিয়নের মাছুমা দোনা, পূর্বচর, সত্তরিয়া গ্রাম, মুছাপুর ইউয়িনের জেলে পাড়া, চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া, গুচ্ছগ্রাম ও চরকচ্ছপিয়া গ্রাম প্লাবিত হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *