চুনারুঘাট পৌর মেয়র মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

চুনারুঘাট পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর চুনারুঘাট ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে বড়াইল গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় সিলেট সিটি করর্পোরেশনের মেয়র এম আরিফুল হকসহ সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযার পূর্বে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, পৌর মেয়র মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে সিলেট বাসী একজন দ ও গুনি লোককে হারালো। সে ছিল একজন জন দরদী ও সংগঠক। তার রাজনৈতিক জীবন অত্যান্ত কল্যাণকর। গণতন্ত্র পূনঃরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখ করার মত। তিনি বলেন, জানাযার নামাজে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে। এতেই প্রমাণ করে মোহাম্মদ আলী দেশ মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। এছাড়াও জানাযার নামাজে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল, হবিগঞ্জের মেয়র আলহাজ্ব জি কে গউছ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগের সমন্বয় কারী সাখাওয়াত হাসান জীবন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, এডভোকেট মাহবুব আলী এমপি, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, মাধবপুর উপজেল চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর মোঃ কামরুল ইসলাম সহ আওয়ামীলীগ, বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে শোক প্রকাশ করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *