Category Archives: বিনোদন
নতুন রূপে পাওলি
বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় পাওলি দামের জন্য নতুন কিছু নয়। এর আগে ‘হেট স্টোরি’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেক্স সিম্বল নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার নতুন রূপে বলিউড চিনবে পাওলিকে। এমন মন্তব্য বলিউড নির্মাতা সুভাষ সেহগালের। এই নির্মাতার ‘ইয়ারা সিলি সিলি’ নামের একটি নতুন বলিউড সিনেমায় অভিনয় করেছেন পাওলি দাম। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় অন্যরকম এক পাওলিকে দেখবেন সবাই। এমনটাই দাবি সেহগালের। বলিউডের এই নির্মাতা বলেন, ‘পাওলি কী এবার বুঝবে বলিউড। একজন দক্ষ অভিনেত্রী হিসেবে পাওলিকে সবাই দেখতে পাবেন সিনেমাটিতে।’মুভি ড্রিমসের ব্যানারে যৌথভাবে ছবিটি নির্মাণ করেছেন রীনা ভূষণ সুরি ও সুভাষ সেহগাল। ‘ইয়ারা সিলি সিলি’ সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন পাওলি। ...
খোলামেলা হয়েই বড় পর্দায় আইরিন
বিনোদন ডেস্ক : শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল’। ছবিতে অভিনয় করেছেন কায়েস আরজু ও আইরিন সুলতানা। নিটোল প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটি ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ছবিটি নিয়ে আরজু বলেন, ‘সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি।গান, লোকেশন থেকে সবকিছুই অসাধারণ।ছবিটি নিয়ে আমি আশাবাদী।’ আরজু’র সঙ্গে আইরিনও একমত। আইরিন বলেন, ‘আমি বেশ এক্সাইটেড ছবিটি নিয়ে। ছবিটা করতে গিয়ে আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। আশা করছি আমাদের সে পরিশ্রম অবশ্যই সফল হবে।’ ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সাইফ চন্দন নিজে।সিনেমার চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার, সম্পাদনা করেছেন সবুজ খান। ছবিতে গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কনা, ...
ধরা পড়লেন সুজান-অর্জুন
গ্লিটজ ডেস্ক : সম্প্রতি এক রেস্তোরাঁয় একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে অভিনেতা হৃত্বিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান এবং অর্জুন রামপালকে। হৃত্বিকের সঙ্গে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর শোনা যাচ্ছিল, অর্জুনের সঙ্গে সুজানের সম্পর্কই তাদের বিচ্ছেদের কারণ। এই খবরের সত্যতা কখনোই স্বীকার করেননি সুজান কিংবা অর্জুন। বলিউডলাইফ বলছে, সম্প্রতি একটি রেস্তোরাঁয় এক সঙ্গে সময় কাটাতে দেখা গেছে দুজনকে। প্রত্যক্ষদর্শীর মতে, প্রথমে জনশূন্য রেস্তোরাঁটিতে একসঙ্গে প্রবেশ করেন তারা এবং সময় কাটাতে থাকেন। ধীরে ধীরে রেস্তোরাঁয় খদ্দেরের সংখ্যা বেড়ে গেলে এক সময় তারা চলে যান। অর্জুনের সঙ্গে দেখা যায়নি তার স্ত্রী মেহেরকে। সম্প্রতি গুজব শোনা যাচ্ছিল, আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সুজান। আর পাত্রটি হৃত্বিকেরই ঘনিষ্ট এক বন্ধু। যদিও সুজানের ...
পূজায় টালিগঞ্জের পাঁচ সিনেমা
গ্লিটজ ডেস্ক : একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহ। মূখ্যমন্ত্রীর দুয়ারেও ধর্না দিয়ে এসেছেন টালিগঞ্জের মহাতারকারা। তবে পূজা বলে কথা! আর তাই এবারের পূজায় টালিগঞ্জে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা। পূজার প্রায় সব কটি সিনেমাই বহুতারকাসমৃদ্ধ। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ‘রাজকাহিনি’। বহুল আলোচিত এই সিনেমাটির পাশাপাশি উচ্চারিত হচ্ছে অঞ্জন দত্তের ‘বোমকেশ বক্সী’র নতুন কিস্তি যেখানে বদলে গেছেন ব্যোমকেশ। রাজ চক্রবর্তীর ‘কাটমুন্ডু'র পাশাপাশি প্রথমবারের মতো দেব আর সোহামকে নিয়ে আসছে 'শুধু তোমারই জন্য'। পাঁচটির মধ্যে তিনটি সিনেমাতেই আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। যিশু সেনগুপ্ত ও রুদ্রনীল ঘোষ আছেন তার পরেই, তাদের থাকছে দুটো করে সিনেমা।
নগ্নতাই যখন আভরণ
গ্লিটজ ডেস্ক : ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আগামী সংখ্যার জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি তুলেছেন গায়িকা ডেমি লোভাটো। মেইক-আপ, আনুষঙ্গিক সাজ-সজ্জা কিংবা ফটোশপের সাহায্য না নিয়ে ছবি তোলার তার এই উদ্যোগের প্রশংসা করেছেন ভক্তরা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আগামী সংখ্যায় প্রচ্ছদকন্যা হিসেবে দেখা যাবে ২৩ বছর বয়সী লোভাটোকে। অনেক তারকা নগ্ন হয়ে ছবি তুললেও দৈহিক গড়ন আকর্ষণীয় দেখাতে ফটোশপের সাহায্য নিয়ে থাকেন। লোভাটো তেমন কিছুই করেননি বরং নগ্নতাকেই করে তুলেছেন আভরণ। ছবিতে স্নানরতা লোভাটো যেন নিজের সবটুকুই প্রকাশ করতে চেয়েছেন ভক্তদের কাছে। ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে অনলাইনে। ‘উই আর প্রাউড অফ ইউ ডেমি’ হ্যাশট্যাগ দিয়ে তাকে সমর্থন জানাচ্ছেন সবাই। ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি লোভাটো। তিনি টুইট করেন, তোমাদের সমর্থন আমার জন্য ...
নকল না করে উপায় কি!
বিনোদন ডেস্ক ॥ ঈদ-উল-আযহায় মুক্তি পাওয়া দুটি বাণিজ্যিক ছবি ‘রাজাবাবু’ এবং ‘আশিকি’র বিরুদ্ধেই উঠেছে নকলের অভিযোগ। প্রশ্ন উঠছে, সেন্সর নীতিমালা অনুসরণ আর পরিচালক সমিতির গঠনতন্ত্র নিয়েও। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ‘আশিকি’ সিনেমাটি তেলেগু 'ইশক’র কপিরাইট এনে নির্মাণের কথা বললেও শাকিব-অপু-ববির ছবি ‘রাজাবাবু’র পরিচালক বদিউল আলম খোকন বলছেন, তার সিনেমাটি আরেকটি তেলেগু ছবি ‘ধাম্মু’র ‘নকল নয়’। তবে সিনেমা দুটির গল্প মিলে যেতে পারে। এদিকে ছাড়পত্র দেওয়ার আগে ছবিটি নকল কি না তা যথাযথভাবে নিরীক্ষা না করা এবং বারবার নকল ছবি বানিয়ে ছাড় পেয়ে যাওয়া পরিচালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার মতো অভিযোগ উঠছে সেন্সর বোর্ডের বিরুদ্ধে। যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র বিরুদ্ধে নকলের অভিযোগ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক ও প্রযোজক আব্দুল আজিজ গ্লিটজকে নিশ্চিত ...
আগের চেয়েও বেশিৃ
বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের ছবি থেকে ‘রামাইয়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেই সফলতা পান কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। এরপর একে একে বেশ কিছু ছবি করে গেছেন তিনি। সর্বশেষ ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে তাকে দেখা গেছে জন আব্রাহামের বিপরীতে। এ ছবিতে শ্রুতির অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। তবে নতুন খবর হলো নতুন ছবি ‘রকি হ্যান্ডসাম’-এ রগরগে শ্রুতিকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকেই খোলামেলা হয়ে বিভিন্ন ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তবে এ ছবিতে তাকে দেখা যাবে আগের চেয়েও বেশি খোলামেলা হয়ে অভিনয় করতে। পুরো ছবিতেই এমন সেক্সসিম্বল ইমেজে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শ্রুতি। ছবির একটি গানে জনের সঙ্গে বিছানায় রগরগে দৃশ্যে পারফরম করেছেন। সম্প্রতি ...
আবার একসঙ্গে দেব-শুভশ্রী
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ধূমকেতু’ সিনেমাটির নায়ক চূড়ান্ত হয়েছে আরও আগে। এবার পাওয়া গেল নায়িকা। চার বছর পর দেবের বিপরীতে দেখা যাবে শুভশ্রীকে। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে শুভশ্রী বলেন, “এখানে যে ছবির অফার পাচ্ছিলাম সেগুলোর স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিলো না। ‘জামাই ৪২০’ অফার করা হয়েছিল। রানা সরকারের ‘চলচ্চিত্র সার্কাস’ও অফার করা হয়েছিল। আর যদি কামব্যাক করতেই হতো, তা হলে এমন একটা ছবির দরকার ছিল যা নিয়ে ধামাকা হবে চারিদিকে। কৌশিকদার ‘ধূমকেতু’ সেই ছবিটা।” এদিকে দেব বলছেন, “শুধু এটুকু বলবো কেউ যদি আমাকে প্রথম শুভশ্রীর সঙ্গে কাজ করতে বলে সেটা রুক্মিণী। ও আমাকে এটাও বলেছে আমরা যেন বাচ্চাদের মতো ঝগড়া না করে, মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে আবার একসঙ্গে ছবি করি। ও এটাও মনে করে, উই লুক ...
জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশের হুমকি
মার্কিন গায়িতা জেনিফার লোপেজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র প্রকাশ করার হুমকি দিয়েছেন তার সাবেক স্বামী ওহানি নোয়ার ব্যবসায়িক অংশীদার। ১৯৯৭ সালে কিউবান অভিনেতা ওহানিকে বিয়ে করেন লোপেজ। সেই বছরই তাদের বিচ্ছেদ হয়। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, সাবেক স্বামীর সঙ্গে যৌন সম্পর্কের একটি ভিডিওচিত্র গোপন রাখার জন্য ছয় বছর ধরে আইনি লড়াই করছেন লোপেজ। মূল ভিডিওচিত্র সম্বলিত টেপটি আদালতের কাছে সংরক্ষিত আছে। কিন্তু সম্প্রতি এই ভিডিওচিত্রের ব্যাপারে নিজের আইনি অভিযোগ তুলে নেন লোপেজ। আর এই সুযোগে তাকে হুমকি দিয়েছেন ওহানির ব্যবসায়িক অংশীদার এড মেয়ার। এড মেয়ার হুমকি বলছেন, ভিডিও ফুটেজগুলো নিয়ে একটি ডিভিডি প্রকাশ করবেন তিনি। এতে আরও থাকবে ওহানির সঙ্গে মধু চন্দ্রিমায় কাটানো অন্তরঙ্গ মুহূর্তের চিত্র। এর পেছনের উদ্দেশ্য হিসেবে ...
মা হতে চলেছেন রানী মুখার্জি
ভারতীয় অভিনেত্রী রানি মুখার্জি মা হতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন তার ভাইয়ের স্ত্রী জ্যোতি মুখার্জি। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার ও প্রয়াত নির্মাতা ইয়াশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকেই রানির মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই কঠোর গোপনীয়তা অবলম্বন করেছেন রানি। মুম্বাই মিররকে রানীর গর্ভধারণের কথা নিশ্চিত করেন তার ভাই রাজার স্ত্রী জ্যোতি, যিনি নিজে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারিতে সন্তান প্রসব করবেন রানি। আর এ কারণেই জনসম্মুখে আসা কমিয়ে দিয়েছেন তিনি। সূত্রটি আরও বলছে, জুলাইয়ের শেষের দিকে লন্ডনে দেখা গেছে রানিকে। এক ভক্ত জানায়, সেখানকার এক স্পাতে গর্ভধারণকালীন বিশেষ মালিশ করাচ্ছিলেন ...
প্রেমে পড়ার মানুষ খুঁজছেন পায়েল
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম বহুদিন আগেই চুকে বুকে গেছে বলে দাবি অভিনেত্রী পায়েল সরকারের। তাই এখন খুঁজছেন নতুন প্রেমিক। তবে শর্ত প্রযোজ্য - তাকে হতে হবে অবশ্যই চলচ্চিত্র জগতের বাইরের মানুষ। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে পায়েল বলেন, “একজন শিক্ষিত সুপুরুষের খোঁজ দিন না। ইন্ডাস্ট্রির বাইরে কেউ আছে? প্রেমে পড়ার মানুষ খুঁজছি।”ফিল্মি দুনিয়ার বাইরের মানুষ কেন খুঁজছেন তারও ব্যাখ্যা দিলেন। “কাজ কাজের জায়গায়। ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে সেটা মিশিয়ে ফেলা ঠিক না।” ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ক্যারিয়ারের শুরুতে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পায়েল। বললেন, “একজন নায়িকাহিসেবে আমি কখনোই চাইবো না আমাকে রাজ চক্রবর্তীর গার্লফ্রেন্ড হিসেবে লোকে জানুক। সম্পর্ক ছিল। ব্রেক আপ হয়েছে।” ‘বোঝেনা সে বোঝেনা’র পর আবারও আবীর চট্টোপাধ্যায়ের ...
কারান জোহারের সিনেমায় সানি লিওনি?
নির্মাতা কারান জোহারের নতুন সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' আলোচনায় আছে দীর্ঘদিন ধরেই। কারণ এতে অভিনয় করছেন রানবির কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আনুশকা শর্মার মতো তারকারা। তবে এবার শোনা গেল সিনেমায় দেখা যাবে সানি লিওনিকেও। সূত্রের বরাত দিয়ে ডিএনএ পত্রিকা বলছে, "বলিউডের প্রথম সারির ব্যানারের সঙ্গে কাজ করার স্বপ্ন সানির বহুদিনের। কিন্তু এই স্বপ্ন সত্যি হতে অনেকটাই সময় লেগেছে তার।" সানির স্বপ্নের রাস্তা অবশ্য খুলে দিয়েছেন আক্শায় কুমার। তার নতুন সিনেমা ‘সিং ইজ ব্লিং’- এ সানিকে অতিথি চরিত্রে কাজ করার সুযোগ করে দেন আকশায়। এর ঠিক পরপরই কারান জোহারও তাকে ডাকলেন নিজের সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের জন্য। সূত্রটি আরও বলছে, "বক্স-অফিসে সানি লিওনির চাহিদা কতো বেশি, তা ভালো করেই ...
রুবেল শুধুই আমার : হ্যাপি
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বহু তিক্ততার পরও জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে ভুলতে পারছে না হালের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। গণমাধ্যমে রুবেলের প্রতি নিজের দুর্বলতার কথা হ্যাপি সবসময় জানিয়েছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি এ নিয়ে একের পর এক স্ট্যাটাস দেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় ফেসবুকে রুবেলের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে হ্যাপি আবারও একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে হ্যাপি বলেন, ‘কেউ একটু আমার রুবেলকে এনে দেবে আমার কাছে? আমি একবার একটু রুবেলকে জড়িয়ে ধরে কাঁদতে চাই। কতদিন দেখিনি! আমি কী করে বেঁচে থাকব রুবেলকে ছাড়া??? প্লিজ কেউ একটু আমার কাছে ওকে এনে দাও।’ রুবেলের প্রতি ব্যাকুলতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার খুব কষ্ট হয়, আমি আর রুবেলকে ভুলে ...
পাখির নগ্ন ভিডিও ফাঁস!
ভয়াবহ এক ব্যাধির নাম ভারতীয় সিরিয়াল। এর কু-প্রভাব থেকে রেহাই পাচ্ছেনা উঠতি বয়সী, তরুণী, যুবতী, গৃহবধূসহ কোমলমতি শিশুরাও। এসব সিরিয়ালের প্রভাবে পরিবার-পরিজন কিংবা সামাজিক জীবনের দায়িত্বগুলো থেকে সরে দাঁড়াচ্ছেন নারীরা। বাদ যাচ্ছে না কোমলমতি শিশুরাও। বাস্তবতা বিবর্জিত কাল্পনিক ওই সব সিরিয়ালের অভিনেত্রীরা কি পড়ছে, কিভাবে কথা বলছে, তাদের চরিত্র কি? সেগুলোও আয়ত্ব করছে নারীরা। এইসব সিরিয়ালের কারণেই প্রেমসহ পারিবারিক সম্পর্কের মাঝে আজ ভাঙন দেখা দিয়েছে। তেমন ই একটি সিরিয়াল বোঝেনা সে বোঝেনা । এই নাটকে পাখি নামে অভিনয় করেছেন পাখি যার আসল নাম মধুমিতা সরকার তার গোপন ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট এ।
বিশ টাকায় গান বিক্রি করছেন অর্ণব
জনপ্রিয় কন্ঠশিল্পী অর্ণব তার ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলেন, কেউ যদি চান ‘তুমি বল্লে’ আমার এই গানটি পেতে তাহলে আমার নাম্বার ০১৮৭৪৪৪৪৩৩৮ এই নাম্বারে ২০টাকা বিকাশ করতে এবং একই নাম্বারে ভক্তের মেইল আইডি টি এসএমএস করার জন্য। এরপর অর্ণব সেই মেইল আইডিতে পুরো গানটি পাঠাবেন। অবিনব উদ্যোগ নিয়ে অর্ণব বলেন, ‘আমি আশা করি আপনারা এটা অন্য কোথাও আপলোড করবেন না। আপনারা বোঝার চেষ্টা করেবেন কেন আমি এই উদ্যোগটি নিয়েছি। টেলিকম কোম্পনি রবির সঙ্গে কথা হয়েছে, সামান্য টাকার বিনিময়ে পুরো গান ডাউনলোড করার অ্যাপস বানাবে তারা। আমাদের সংগীত জগত দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সংগীতকে বাঁচাতে হলে, শিল্পীদের বাঁচাতে হলে আমাদের কিছু উদ্যোগ নিতেই হবে। তবে আমি আশাবাদী, ...
‘আরও ভালবাসবো তোমায়’: কথা রেখেছেন শাকিব
ঠিক এক বছর আগে নায়ক শাকিব খান বলেছিলেন, যেন তেন সিনেমা আর নয়, এবার দর্শকদের রুচিশীল বিনোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করবেন তিনি। ‘আরো ভালবাসবো তোমায়’-এর মাধ্যমে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ঢাকাই সিনেমার কিং খান। নতুন এই প্রেমের সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরেছেন এস এ হক অলীক। ‘হৃদয়ের কথা’ এবং‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো সিনেমা উপহার দেয়া এ পরিচালক আবারও দর্শকদের জন্য নিয়ে এসেছেন একটি নিখাঁদ প্রেমের গল্প। শাকিব খান এবং পরীমনির সঙ্গে সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান আরা চম্পা, সোহেল রানা, সাদেক বাচ্চুএবং আফজাল শরীফের মত বর্ষীয়ান অভিনেতারা। ‘আরও ভালবাসবো তোমায়’-এর কাহিনি গড়ে উঠেছে বাস্তবের নায়ক শাকিব খানের প্রেম নিয়ে। সিনেমায় দেখা যায় মুঠোফোনে পরিচয় হওয়া এক মেয়ের ...
নায়িকার বয়স বাড়ে, নায়কের বাড়ে না
সম্প্রতি গৌরি শিন্ডের নতুন সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটের চুক্তিবদ্ধ হওয়ার খবর ঝড় তুলেছে ভারতীয় গণমাধ্যমে। কারান জোহারের প্রযোজনায় নতুন এই জুটির পর্দা রসায়ন কেমন জমবে - সে জল্পনা-কল্পনার পাশাপাশি উঠে এসেছে আরেকটি প্রশ্ন। ২২ বছর বয়সী আলিয়ার বিপরীতে পঞ্চাশে পা দেয়া শাহরুখকে প্রেমিক হিসেবে কেমন দেখাবে? আলিয়া-শাহরুখের বেলায় বয়সের পার্থক্যটা ২৭ বছর, খানিকটা চমকে যাওয়ার মতোই। তবে হিন্দি সিনেমায় মধ্যবয়সী নায়কের সঙ্গে তন্বী তরুণীদের প্রেম করার বিষয়টি চলে আসছে দীর্ঘ দিন ধরেই। আর তাই ‘পিকে’ সিনেমায় পঞ্চাশ পেরুনো আমির খানকে ২৭ বছর বয়সী আনুশকা শর্মার সঙ্গে প্রেম করতে দেখে দর্শক হোঁচট খায় না। ওদিকে ২১ বছরের ব্যবধান নিয়েও দিপিকা-শাহরুখ জুটি একের পর এক উপহার দেন ‘ওম শান্তি ...
দুবৃত্ত মহাকাল রায়হান আহমেদ
গোলমাল গোলমাল চারদিকে গোলমাল
অদ্য এসে দাঁড়িয়েছে দুর্বৃত্ত মহাকাল।
কান পেতে শুনি হর্ষের অপবাদ,
লাঞ্চিত সেলিনা, বঞ্চিত সেলিমের আর্তনাদ।
সদা শুনা যায়, হায় হায় হায়,
তালাকের বিষে পড়েছে মেয়ে এই সময়টায়।
অত্যল্প পরে দেখা যায়, ছিনতাই ভয়ংকর,
সর্বসান্ত পথিকের মনে নিরাশার ঝড়।
আরও শুনা যায়, সাধারণের কতো লঞ্চনা,
মজুর গা ঘর্মে ভেজা, বিত্তশালীর বঞ্চনা।
আবার দেখা যায়, দেশে দৈন্যের প্রতিচ্ছায়া,
স্বার্থ জলে ডুবে আছে কিঞ্চিৎ বেহায়া।
দীবাকর শেষে রাত্রি আসে ধীর ক্ষণে ক্ষণে,
শান্ত কালেও নরাধমেরা কুকর্মের জাল বুনে।
সহসা গভীরে শুনা যায়, পাশের বাড়ির চিৎকার,
যন্ত্রণায় কাতর, এসিড প্রাপ্ত রাহেলার হাহাকার।
ঘুম ভাঙ্গে নিয়ত গ্রেনেড, বোমার ঝাঁঝালো শব্দে,
নিশ্চয়ই উচ্ছেদ হবে এসব কোনো এক অব্দে।
বসুমতি সাজবে তখন রংধনুর সাতে,
স্বর্গের সুধা আঁকবে সবাই নিজ নিজ হাতে।