
পাহাড়ি মেয়ের সাজে দর্শক মাতাতে এবার আইটেম গানে নাচলেন লাক্স তারকা মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। এটাই প্রথমবারের মত কোনো চলচ্চিত্রের দৃশ্যে আইটেম গানে নিজেকে মেলে ধরলেন প্রসূন। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ চলচ্চিত্রে প্রসূন এর পারফর্ম করা এই আইটেম গানটির দৃশ্য ধারণ করা হয়েছে বান্দরবানে। এতে প্রসূনের সঙ্গে সহশিল্পী ছিলেন মিশা সওদাগর। একটি আদিবাসী গানের সঙ্গে নেচেছেন প্রসূন। গানটির বাংলা কথাগুলো অনেকটা এরকম ‘ফুল ফুটেছে ওই বনে, হুল
ফুটেছে এই মনে’।
বান্দরবানের আঞ্চলিক ভাষায় গানটি গেয়েছেন প্রয়াত জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব খালেদ এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক এর কন্যা জয়ীতা।
উল্লেখ্য, ইউটার্ন চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে ১০ অক্টোবর। ছবিটিতে আরও অভিনয় করেছেন- শিপন, সোনিয়া হোসেন, মৌটুসী বিশ্বাস, আইরিন, ইরফান সাজ্জাদ প্রমুখ।