প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।
এস আর সুজন ॥ স্বাধীনতার ৪৭ বছর পরও প্রায় ৫লাখ জনসংখ্যা অধ্যুসিত চুনারুঘাট উপজেলায় আজও ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি। বিভিন্ন সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সময়ে সময়ে ঘোষনা দিয়ে গেলেও বাস্তবে তা রূপ নেয়নি। চুনারুঘাটে অনাকাঙ্খিত একটি অগ্নিকান্ডের পর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী মহলের নেতৃবৃন্দ ফায়ার স্টেশনের বিষয়ে সোচ্ছার হন। তা কিছুদিন যেতে না যেতেই জিমিয়ে পড়ে। সম্প্রতি চুনারুঘাট উপজেলা সদর ও সতং রাস্তার মুখে অগ্নিকান্ড ঘটলে স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্র পত্রিকায় মত লিখেন। মাত্র ৩৩ শতক জমি অধিগ্রহনের কারণে চুনারুঘাটে একটি ফায়ার স্টেশন চালু হচ্ছে না এটি অসম্ভব অপমানের। রাজনৈতিক ব্যক্তিদের একনিষ্ট ভূমিকাই একটি ফায়ার স্টেশন চালু করা সম্ভব।
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অনেকটা দিনেদুপুরেই চুরি হচ্ছে মোটর সাইকেল। অফিসপাড়া, বাসা-বাড়ি ও দোকানপাটের সামন থেকে চুরি করা হচ্ছে মোটর সাইকেল। থানায় এ বিষয়ে অভিযোগ করেও কোন ফায়দা হচ্ছে না। চুরি যাওয়া মোটরসাইকেলের একটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত এক সপ্তাহে চুনারুঘাট উপজেলা সদর থেকে ১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সবগুলো চুরিই হয়েছে দিনদুপুরে। এলাকাবাসী জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবুর রহমানের মোটর সাইকেল সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামন থেকে চুরি করার পর হজম

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার এমপি ডটকমের উদ্যোগে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এ ‘কি ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা’ শীর্ষক টকশোতে অংশ নিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এই টকশো। অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক ফারাবী আনোয়ার সদর-লাখাই ও নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে ২ বার নির্বাচিত সফল সংসদ সদস্য হিসাবে এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে আলোচনা শুরু করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকেই দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী ...

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শত চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার করে হবিগঞ্জের মানুষের ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করা যাবে না। তিনি গতকাল
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন। মেয়র জি কে গউছ বলেন- দীর্ঘ ৩৬ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে যখন যেভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে তখনই হবিগঞ্জবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি। ২০০৪ সালে প্রথম হবিগঞ্জ পৌরসভার চেযারম্যান নির্বাচিত হয়েই হবিগঞ্জের পরিত্যক্ত রেলটেকের উপর বাইপাস সড়ক, এম সাইফুর রহমান টাউন হল, খোয়াই নদীর উপর নির্মিত এম সাইফুর রহমান ব্রীজ, কিবরিয়া ব্রীজ, এম এ রব ব্রীজ, পানির ট্রিটম্যান্ট প্লান্ট, ...
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তেেপ আফরোজা আক্তার নামে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। রোববার (১১ মার্চ) দুপুরে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি এ বিয়ে বন্ধ করেন। আফরোজা উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে এবং চুনারুঘাট অগ্রণী উ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীায় অংশ নেয়। ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, দুপুরে উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে আফরোজার বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তিনি সেখানে যান। এসময় মেয়ের বাবা আজগরের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেখা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে সুতাং নদীর রেলব্রিজের পাশে নদীর বাঁধের নিচ থেকে মাটি কেটে নিয়ে বাঁধেই ভরাট করে ভিট তৈরি করা হচ্ছে। এ কারণে নদীর রূপরেখা পাল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, রেলব্রিজের কাছে নদীর পূর্বপাড়ের নিচে বেশ কয়েকজন শ্রমিক মাটি কাটছেন। তারা মাটিগুলো নদীর বাঁধের উপরে ফেলে ভিট তৈরি করছেন। আর দাঁড়িয়ে মাটিকাটা পর্যবেক্ষণ করছেন (এরপর পৃষ্টা-০৩)
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথী আক্তার (৩২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর এলাকা থেকে তাকে আটক করেন মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। সাথী ওই এলাকার কাজল মিয়ার স্ত্রী। আটকের সত্যতা নিশ্চিত করে এসআই মমিনুল জানান, সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।
গাজীপুর সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্তে মামলাবাজ নারীর রোষানল থেকে রাক্ষা পেতে তিন গ্রামের মানুষের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর ইউপি’র মানিকভান্ডার গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুুল মালেক। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মুন্সী আঃ হাশিম, মুক্তিযোদ্ধা ফজর আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ জলিল, মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা ছুরত আলী, মুক্তিযোদ্ধা তাজ চৌধুরী, সমাজ সেবক রফিক চৌধুরী, আঃ আজিজসহ ছাত্র-শিক্ষক, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্য সোনাই মিয়া বলেন, মামলাবাজ বিনা আক্তারের বয়স (৩০)। ...

স্টাফ রিপোর্টার : ‘রাজনীতি’ সিনেমার নায়ক শাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ১৪ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শষে বিচারক হবিগঞ্জের ডিবির ওসিকে ১৪ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ নিয়ে ৪ বার প্রতিবেদন দেয়ার নির্দেশ দিলেন বিচারক। এদিকে মামলার বাদী বানিয়াচঙ্গের ইজাজুল মিয়া সাংবাদিকদের জানান- “তদন্তকারী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সময় কর্তন করছেন। এখন শোনা যাচ্ছে মামলার ১ নং আসামী শাকিব খানকে বাদ দিয়ে প্রতিবেদন দাখিলের চেষ্টা করছে পুলিশ। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান- শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রতারণা ও ...

সেবা ডেস্ক: আজ ঐতিহাসিক ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন। সেদিন এ ভাষণ শুনে স্বাধীনতার শপথে বলীয়ান হয়ে প্রশান্ত মনে বাড়ি ফিরে যায় উত্তেজনার পারদে ফুটতে থাকা বাঙালিরা। বঙ্গবন্ধুর যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে বঙ্গবন্ধুর এই ভাষণ স্বীকৃতি দেয়ার পর ভিন্ন আঙ্গিকে এবার দিনটি পালিত হতে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিনটি উদযাপনে ...

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে সনাতন ধর্মের এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জানা যায়, বাহুবল সদর ইউনিয়নের জারিয়া গ্রামের দিগেন্দ্র গোপ এর পুত্র দিপন গোপ (২৫) ছোট বেলা থেকে পুটিজুরী বাজারে মরহুম হারিছ অাখঞ্জির মালিকানাধীন জনপ্রিয় হোটেল এন্ড রেস্টুরেন্টে চাকুরী করে অাসছিল। এখানে চাকুরী করা অবস্থায় দিরে দিরে দিপন ইসলাম ধর্মে অাকৃষ্ট হয়ে যায়। এ অবস্থায় সে স্বেচ্ছায় হবিগঞ্জ কোর্টে এফিডেভিট ও সুন্নতে খতনা শেষ করে শুক্রবার জুমুয়ার নামাজের পূর্বে অানুষ্ঠানিক ভাবে পুটিজুরী জামে মসজিদের খতিব মাওঃ জামাল উদ্দিন মুন্সির মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক কলিমা পাঠ করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে জুম্মার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে তার নাম রাখা হয় মোঃ অাব্দুর ...

স্টাফ রিপোর্টার : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে শাহ্ সুফি হযরত দেওয়ান মাহবুব রাজা চিশতিয়া (রঃ) ওরফে মহু রাজার পবিত্র বার্ষিক ওরস মোবারক শেষ হচ্ছে আজ। এর পুর্বে গত বৃহস্পতিবার তিন দিন ব্যাপী ওরসের প্রথম দিন ভক্তরা মাজার জিয়ারত, জিকির আসকার এর মধ্য দিয়ে পবিত্র ওরস মোবারক শুরু হয়। তবে গত বছরের ন্যায় এবারও ওরসে কাফেলাগুলোতে নারী শিল্পীদের মাধ্যমে গান পরিবেশন নিষেধ থাকার কারণে কাফেলার সংখ্যা যেমন কমেছে, তেমনি ভক্তদের আনাগোনাও কমেছে। আর এতে করেই জমে উঠেনি এবারের ওরস প্রাঙ্গন। মাজার শরীফে গোসল ও গিলাপ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয় গত বৃহস্পতিবার। ওরস উপলক্ষে ফুল দিয়ে মাজার সজ্জিত করা হয়। নিরাপত্তার জন্য মাজার প্রাঙ্গণসহ ...

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক মনীষ চাকমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স)। গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্যকসের কার্যালয়ে জেলা প্রশাসককে সংবর্ধনা দেয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। ব্যক্স সভাপতি মোঃ শামছুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীরের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যকসের উপদেষ্ঠা আলহাজ্ব মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান তালুকদার, ক্রীড়া সম্পাদক জাবেদ সোবহান, এবিএম মাহফুজুর রহমান নোমান, মাজহরুল ইসলাম, সামছুল আলম সাজু, নাজমুল হুদা, হাফিজুর রহমান সুমন প্রমুখ। সভায় সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা প্রশাসক মনীষ চাকমা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সততার সাথে ব্যবসায়ীদের ব্যবসা করতে হবে। ...

স্টাফ রিপোটার : মাধবপুর উপজেলার বুলা বাজারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় কিশোরীকে বৃহস্পতিবার রাত ২টায় সদর হাসপাতাল ভর্তি করা হয়। সে মাধবপুর উপজেলার মাজীশাইল গ্রামের মৃত আয়েস মিয়ার কন্যা।
জানা যায়, ওই কিশোরীর পিতার মৃত্যুর পর ঢাকা একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করে তার মাকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। গত এক সপ্তাহ পূর্বে সে নিজ গ্রামে বেড়াতে আসে। বুধবার উপজেলার কৃষ্ণনগর গ্রামে মামার বাড়ি থেকে বেড়ানো শেষ করে সন্ধ্যায় বাড়িতে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়। বুলা বাজার এলাকায় কম্পিউটার ব্যবসায়ী জিয়া উদ্দিন তাকে পথ রোধ করে প্রেমের প্রস্তাব দেয়। প্রত্যাখান করায় বাজারের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ...

জসিম উদ্দিন : হবিগঞ্জের চুনারুঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি, আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি, ও প্রবীণ মুরব্বী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যা কান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (০২ মার্চ) দিবাগত রাতে নিহতের ছেলে বকুল মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (০১ মার্চ) ভোর সাড়ে ৫টায় মসজিদে নামাজে আসার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওযার পর সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। চন্দনা গ্রামের বাসিন্দা ও চুনারুঘাটের সকলের পরিচিত মুখ হাজী আবুল হোসেন আকল মিয়া তার পৌর শহরে বাল্লা রোডের ...

টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে অগ্নিকান্ডের ঘটনায় দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (০২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নতুন বাজারে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজারে সোহান সুপার মার্কেটের সংহিতা ফামের্সী ও সৌরভ স্টোরে বিদ্যুতের সর্টশার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নিতাই চন্দ্র পাল জানান, রাত সাড়ে ১১টার দিকে আমরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত প্রায় সাড়ে ১২টার দিকে বাজারের নৌশ প্রহরি ফয়সল ফোন দিয়ে অগ্নিকান্ডের বিষয়টি জানায়। এতে সংহিতা ফার্মেসীতে ৫লক্ষ ও সৌরভ স্টোরে ৪ লক্ষ ...

সেবাডেস্ক: অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাঙালির জীবনে অন্তর্নিহিত শক্তির উৎস এই মার্চ মাস। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘সাত কোটি মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। মরতে যখন শিখেছি, তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’ ১৯৭১-এর ৭ মার্চ তৎকালীন রেসর্কোস ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া সেই ঐতিহাসিক ভাষণের সময় মুহুর্মূহু গর্জনে উত্তাল ছিল জনসমুদ্র। লাখো কণ্ঠে গর্জে ওঠা একই আওয়াজ উচ্চারতি হতে থাকে দেশের এক ...

জসিম উদ্দিন : চুনারঘাট চুনারঘাট ব্যবসায়ীক কল্যাণ সমিতি’ (ব্যকস)’র সভাপতি, চুনারঘাট উপজেলা আহলে সুন্নাতু ওয়াল জামাতের সভাপতি, আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৫) আজ বৃহম্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে নিজ বাসায় যাওয়া পথে একদল অজ্ঞাত দুর্বৃত্তের এলোপাথারি দায়ের কুপে আঘাতে গুরুত্বর আহত হন। তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথিমধ্যে মারা যান। চুনারঘাট- মাধবপুর সার্কেল এএসপি এস এম আহমেদ রাজু জানান, খুনের ঘটনয়া তদন্ত চলছে। ব্যবসয়ীদের তাৎক্ষনিক মিছিল মিটিং হয়। এ সমাবেশে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বক্তব্য বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আহলে সুন্নাতু ওয়াল জামাত ও ব্যবসায়ীদের সমাবেশ অব্যাহত ...