প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

ব্যারিস্টার সুমনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ গ্রামবাসীর সুফল ভোগ..

জসিম উদ্দিন : চুনারুঘাট উপজেলায় ৯ নং রানিগাঁও ইউপি ৬ নং ওয়ার্ডের কালিকাপুর অদুরে আব্দুল জাহির মাস্টারের বাড়ির অদুরে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে একটি কাটের সেতু দেখা গেছে। এই প্রতিবেদক গত ১৪/২/১৮ ইং তারিখে বিকালে নাসিমাবাদ চা-বাগানের অভিমুখে যাওয়ার পথে এ রকম একটি কাটের সেতু চোখে পড়ে। এদিকে কাটের সেতু তৈরি হওয়ায় কমলপুর, কালিকাপুর, উত্তর বড়জুষসহ ৫ টি গ্রামের ৫০ হাজারো অধিক জনসাধারণ নদী পারাপারের দুর্ভোগ থেকে মুক্তি পেলেন। খোঁজ নিয়ে জানা যায়, চুনারুঘাটের এক সময়ে ক্রীড়া ব্যক্তিত্ব  ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নিজস্ব অর্থায়নের স¤প্রতিক সময়ে এ সেতুটি নির্মাণ করেছেন। ১০০ ফুট লম্বা সেতুটি তৈরি করতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। ...

চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ফারুক মিয়া : চুনারুঘাটে আইন-শৃংখলা সভায় চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেছেন, সীমান্তে চোরাচালান রোধ, ওরসের নামে গান-বাজনা এবং শব্দ দূষণে মাইক বন্ধ, গরু চুরি রোধ, চুনারুঘাটের বড়জুষ গ্রামের কালা-মানিক শাহ মাজারে ওরস ও মেলা বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভেজাল পণ্য বিক্রি রোধ করতে হবে সকল সমস্যা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে কটোর ভুমিকা নিতে নির্দেশ দেন তিনি। তাছাড়া সন্ধ্যার পর স্কুলগামী ছাত্রদের অবাধ ঘোরাফেরা কটোরতা মেনে চলতে বলেন,সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা বেগম, ইউপি চেয়ারম্যান ...

চুনারঘাটের রশিদপুর বন বিটের সেগুনসহ মূল্যবান গাছ পাচার

স্টাফ রিপোটার : হবিগঞ্জ রেঞ্জ-২ এর রশিদপুর বন বিটের সেগুনসহ মূল্যবান গাছ পাচার হয়েছে। স্থানীয় সূত্রে যানা যায়। রশিদপুর বন বিটের বিট অফিসার নজরুল ইসলামের যোগসাজশে বন বিট বনাঞ্জলের সেগুনসহ মূল্যবান শতাধিক গাছ পাচার করছে পাচারকারীদল। পাচারকারীরা রশিদপুর বনবিট বনাঞ্জলের টেকাইয়া,বগার বাড়ী, লেবুর তল দুই সিমানা নামক স্থান থেকে ও বনাঞ্জলের মূল্যবান গাছ কেটে ট্রাক্টর ও পিকআপ বোঝাই করে গাছ পাচার কারীরা গাছ পাচার করে নিয়েছে বলে অভিযোগ উটেছে । এ বিষয়ে শনিবার দুপুরে সরজমিনে রশিদপুর বন বিট অফিসে গিয়ে জানতে চাইলে রশিদপুর বন বিট ফরেষ্টার নজরুল ইসলামকে না পেয়ে এ অফিসে কর্মরত বন প্রহরী আব্দল হান্নানের সাথে আলাপকালে বনপ্রহরী আব্দুল হান্নান বলেন, আমরা এমন অভিযোগ শুনতেছি, আমাদের অফিসে তদন্ত ...

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত শতাধিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছুড়া রাবার বুলেট ও টিয়ার সেলে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মাঝে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ সহ শতাধিক নেতাকর্মী আহত হন।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতাকর্মীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে ...

যানবাহন চলছে চরম ঝুকি নিয়ে মহাসড়কে খানাখন্দে ভরপুর ঃ সংস্কার কাজ হচ্ছে নিম্নমানের

আব্দুল হক রেনু  : ঢাকা-সিলেট মহাসড়কের মাধপুর থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কে খানাখন্দের কারণে এক দিক দিয়ে চলাচল করছে উভয় দিকের যানবাহন । খানাখন্দে ভরপুর সড়কে ভয়াবহ দূর্ঘটনার আশাংকা দেখা দিয়েছে। গত কয়েক মাসে একধিক প্রাণহানীর  ঘটনা ঘটেছে। আহত হয়েছেন কয়েক শত যাত্রী । এর দায় নিবেন কে এ প্রশ্ন এখন সবার মাঝে। কবে শুরু হবে সড়কের মূল সংস্কার কাজ । সাময়িক সংস্কার করলেও কাজের মান সঠিক না হওয়ায়  কয়দিন যেতে না যেতেই আবার খনাখন্দ সৃষ্টি হয় । এনিয়ে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তাদের । তাৎক্ষনিক শুরু হয় মহাসড়কের খানা-খন্দ সংস্কারের কাজ। কিন্তু ঘুরে-ফিরে একই অবস্থা । ঢাকা-সিলেট মহাসড়ক বড় বড় খানা খন্দে ভরপুর হয়ে দীর্ঘদিন ধরে । মহাসড়কের শায়েস্তাগঞ্জ ...

আজ অমর একুশে ফেব্রুয়ারী

এস আর সুজন : আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের জাতীয় জীবনে দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্তে¡র ওপর পাকিস্তান নামক অযৌক্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিমাঞ্চলের শাসকগোষ্ঠী পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে তাদের অধীন করে রাখার মহাপরিকল্পনা গ্রহণ করে। এর অংশ হিসেবে প্রথমেই তারা বাঙালিকে ভুলিয়ে দিতে চায় তার সাংস্কৃতিক ঐতিহ্য। সংখ্যাগরিষ্ঠের ভাষাই হওয়া উচিত রাষ্ট্রভাষা- এ বাস্তব সত্য অস্বীকার করে বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রয়াস পায় তারা। উদ্দেশ্য ছিল মাতৃভাষা কেড়ে নিয়ে বাঙালির জাতিসত্তাকে পঙগু করে দেয়া। কিন্তু বাঙালি তা মানবে কেন? তারা প্রতিবাদমুখর হয়ে ওঠে। শুরু হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন। একপর্যায়ে ১৯৫২ সালের একুশে ফেব্রæয়ারি বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর চালানো হয় গুলি। শহীদ ...

শায়েস্তাগঞ্জে ট্রাক-কার সংঘর্ষে নিহত ২

অপু দাস, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।সোমবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকারচালক মামুন ও মাসুদ আলী।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অলিপুর এলাকায় সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারচালক মামুন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও এক আরোহী। গুরুতাবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে ওই আরোহীর মৃত্যু হয়। দুজনের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোব্যাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে শুধু তার নাম মাসুদ আলী লেখা রয়েছে।

বাহুবলে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ॥ গ্রাম্য মাতব্বর আটক

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশ গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার মূল হোতা গ্রাম্য মাতব্বর আমীর উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩শ জনকে আসামী ও রামপুর চা বাগানের ব্যবস্থাপক শফিক মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলায় এসআই মফিদুল হক সরকারী কাজে বাধা প্রদান ও বাগান ব্যবস্থাপক সরকারী লিজকৃত জায়গা দখল পূর্বক দুটি ঘড় নির্মানের অভিযোগ তুলেন। এ দুটি মামলা প্রধান আসামী উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আমীর উল্লা (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার দুপুরে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ১৭ ...

হবিগঞ্জে উস্কানীমূলক পোস্ট :আনসার সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি,  হবিগঞ্জ: ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দেওয়ার অভিযোগে হবিগঞ্জে শফিকুল ইসলাম (২২) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট শাহ আলমসহ কর্মকর্তারা তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন। আটক শফিকুল কুমিল্লা জেলার গুণাইঘর এলাকার আব্দুল মালেকের ছেলে। তার আইডি নম্বর- ১৯০০৭০০৩৪। আনসার কর্মকর্তা শাহ আলম জানান, আনসার সদস্য শফিকুল বেশ কিছুদিন ধরে ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উস্কানীমূলক পোস্ট দিয়ে আসছিল। পরে হেড কোয়ার্টাসের নির্দেশ অনুযায়ী তাকে থানায় সোপর্দ করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা আনসার প্রশিক্ষক তানজীন আহমেদ বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে বলেও জানান শাহ আলম।

বাহুবলে বিএনপির অনশনে যুবদল নেতার মৃত্যু

 বাহুবল প্রতিনিধি:হবিগঞ্জের বাহুবলে দলীয় কর্মসূচিতে খালেদা জিয়ার জন্য আবেগঘন মোনাজাত পরিচালনার সময় অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বাহুবল বাজারে বিএনপির অনশন কর্মসূচীতে এ ঘটনা ঘটে। রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যুখবর নিশ্চিত করেন থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি শেষে বুধবার মাগরিবের আযানের আগে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা কাজল মিয়া। এক পর্যায়ে অঝুরধারা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে মাওলানা কাজল মিয়া (৪০) মৃত্যুবরণ করেন। উত্তর হামিদনগর আবাসিক এলাকায় বসবাসকারী আব্দুস ছমদ-এর পুত্র মাওলানা কাজল মিয়া সাতকাপন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তার ...

চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, আব্দুর রশিদ মাষ্টার, চৌধুরী শামছুন্নাহার, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, বিজিবি বাল্লা ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ, বিজিবি চিমটিবিল ও সাতছড়ি ক্যাম্পের নায়েক সুবেদার লোকমান আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মনিরুজ্জামান, ...

বাহুবলে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সরকারী জমি দখল করাকে কেন্দ্র করে গ্রামবাসীর একাংশ ও পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে, সুন্দ্রাটিকি গ্রামের চার হত্যার নিহত শিশু মনির মিয়ার পিতা আব্দাল (৩৫) ও একই গ্রামের হাবিব উল্লাহ (২৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। একই গ্রামের রেনু মিয়া (৩০), সোহেল মিয়া (২৫), বিলাল মিয়া (৩০), আব্দুল কদ্দুছ (৪৪), মোজাম্মেল (২৮ কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ ইদ্রিস আলী (৭০)কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের পার্শ্বে সরকারী পতিত টিলা রামপুর চা বাগান কর্তৃপক্ষ লিজ ...

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর থানার ব্যাপক মাদক উদ্ধার, হত্যা মামলার রহস্য উদঘাটন, দাগি অপরাধীদের গ্রেপতার ও আইন শৃংখলা স্বাভাবিক রাখায় হবিগঞ্জ জেলার সকল থানার মধ্যে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়া, সম্মাননা পত্র ও পুরষ্কার পাওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৭বারের নির্বাচিত স্বর্ণ পদপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর। এক বিবৃতিতে চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর বলেন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সৎ, দক্ষ ও সাহসী ভূমিকা পালন করায় গত রবিবার (৪ ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা পুলিশ সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার বিধান ত্রিপুরা (পিপিএমবার) হবিগঞ্জ জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ট ওসি হিসেবে সম্মাননা পত্র ও ...

বিশ্ব ভালোবাসা দিবস আজ

সেবাডেস্ক: তোমার হাতের মৃদু কড়া-নাড়ার শব্দ শুনবার জন্য/দরোজার সঙ্গে চুম্বকখণ্ডের মতো আমার কর্ণযুগলকে/গেঁথে রেখেছিলাম। কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে/ডেকে বলবে : ‘এই যে ওঠো, আমি এসেছি, আ-মি।’ কবি নির্মলেন্দু গুণের কবিতার এ পঙ্ক্তির মতোই আজ হয়তো কারও কারও জীবনে ধরা দেবে সেই আমি, সেই প্রিয়জন। হƒদয়ের গহিনে যার বসার সে হয়তো কাছে এসে বলবে, ‘এই তো আমি এসেছি।’ বসন্তের উতলা হাওয়ার এমন দিনে মনের মানুষটির পানে একগুচ্ছ গোলাপ তুলে দিয়ে অনেকেই বলবেন, ‘ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি।’ ওপ্রান্ত থেকে হয়তো কোনো উত্তর পাওয়া যাবে না। হয়তো সে চুপ করে থাকবে। হয়তো সব জড়তা ভেঙে বলতে পারে, ‘আমিও তোমায় ভালোবাসি।’ আজ ভালোবাসার জয় হবেই। আজ যে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। বসন্তের ঝিরিঝিরি বাতাসে আজ ...

লাখাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের লাখাইয়ের বামৈ (কাটিহারা) গ্রাম থেকে ৩৭ পিছ ইয়াবাসহ দুদু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুদু মিয়া ওই গ্রামের কুদরত আলীর পুত্র।জানা যায়, উপজেলার কাটিয়ারা গ্রামের কুদরত আলীর পুত্র দুদু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।মঙ্গলবার বিকালে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি বজলার রহমানের নেতৃত্বে ও এস.আই শাহীন এবং এস.আই সামছুসহ একদল পুলিশ কাটিহারা গ্রামে অভিযান চালায়।এ সময় পুলিশ ৩৭ পিছ ইয়াবাসহ দুদু মিয়াকে আটক করে।

মাধবপুরে ভারতীয় মদ জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক সিতার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য এক অভিযান পরিচালনা করে এই মদ জব্দ করেন। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, জব্দকৃত মাদকেরে আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

১০ফেব্রুয়ারী চুনারুঘাট জাতীয় শ্রমিকলীগের কাউন্সিল

এস আর সুজন ॥ আগামী শনিবার ১০ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলা  জাতীয় শ্রমিকলীগ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে। দীর্ঘ ৫ বছর  পর কাউন্সিলে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হবে এ উচ্ছাস  সর্বত্র। সভাপতি পদে কাউছার আহমেদ বাহার, কাউন্সিলর রহম আলী, খালেদ তরফদার, সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম মিয়া, মোঃ সুমন মিয়া ও আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহিন মিয়া, মোঃ সোহেল, নুরুল ইসলাম, শামীম ও সালাম মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা গ্রামের ভোটারদের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন। জেলা শ্রমিকলীগ  সভাপতি আলহাজ্ব আরব আলী নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। ১০ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে এ নির্বাচন পরিচালনা হবে। ও পরিবহনের বিষয়ে ...

চুনারুঘাটে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় গাঁজা উদ্ধার

গাজীপুর সংবাদদাতা ॥ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লাধিক টাকার ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সদস্যরা। বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান,  ০৫ ফেব্রুয়ারি বেলা ২: ৩০ মিনিটে বিজিবির নিজস্ব সংবাদ দাতার সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মিরনগর টিএনসি বি"ক ফিল্ড এর দণি পার্শ্বে খালের পাড় নামক স্থানে একদল বিজিবিকে নিয়ে টহল পরিচালনা করেন বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল বিওপির কমান্ডার নাঃ সুবেদার মোঃ লোকমান হেকিম। এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্তায়  ১৫৫ কেজি ভারতীয়  গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার মূল্য- পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত ষাট  টাকা।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদকদ"ব্যের আইনী কার্যক্রম এর প্রক্রিয়া চলছিল।