চুনারঘাটের রশিদপুর বন বিটের সেগুনসহ মূল্যবান গাছ পাচার

স্টাফ রিপোটার : হবিগঞ্জ রেঞ্জ-২ এর রশিদপুর বন বিটের সেগুনসহ মূল্যবান গাছ পাচার হয়েছে। স্থানীয় সূত্রে যানা যায়। রশিদপুর বন বিটের বিট অফিসার নজরুল ইসলামের যোগসাজশে বন বিট বনাঞ্জলের সেগুনসহ মূল্যবান শতাধিক গাছ পাচার করছে পাচারকারীদল। পাচারকারীরা রশিদপুর বনবিট বনাঞ্জলের টেকাইয়া,বগার বাড়ী, লেবুর তল দুই সিমানা নামক স্থান থেকে ও বনাঞ্জলের মূল্যবান গাছ কেটে ট্রাক্টর ও পিকআপ বোঝাই করে গাছ পাচার কারীরা গাছ পাচার করে নিয়েছে বলে অভিযোগ উটেছে । এ বিষয়ে শনিবার দুপুরে সরজমিনে রশিদপুর বন বিট অফিসে গিয়ে জানতে চাইলে রশিদপুর বন বিট ফরেষ্টার নজরুল ইসলামকে না পেয়ে এ অফিসে কর্মরত বন প্রহরী আব্দল হান্নানের সাথে আলাপকালে বনপ্রহরী আব্দুল হান্নান বলেন, আমরা এমন অভিযোগ শুনতেছি, আমাদের অফিসে তদন্ত হয়েছে, এবং তদত্ত চলছে । তবে আমার জানামতে ট্রাক্টর ও পিকআপ বোঝাই করে গাছ  পাচার হয়নি । যা চুরিদারী হয়েছে এ বিষয়ে মামলা হয়েছে। তদন্তে বিভিন্ন বিট থেকে বিট অফিসারসহ কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আমাদের অফিসে এসে তদন্ত করেছেন । রশিদপুর বন বিট অফিসের ফরেষ্টার নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাঝে মধ্য চোরেরা ২/৩টি চুরি করে কেটে নেয়, আর আমরা মামলা দেই। ইদানিং গাছ কেটে পাচার করার অভিযোগ বিষয়ে তদন্ত চলছে কিনা জানতে চাইলে তিনি বলেন বুধবার কালেঙ্গা রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামান এসেছিলেন এবং তিনি তদন্তে ২০/২৫টি গাছের মোথা পেয়েছেন যা আমরা পূর্বেই মামলা দিয়েছি । তবে বসিড় এলাকার পাশে, তাই চোরেরা চুরি করে মাঝে মধ্যে নিয়ে যায় । এ বিষয়ে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা বলেন তদন্ত করে এসেছি  জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য এসি এফ এবং বিভাগীয় বন কর্মকর্তার নিকট প্রতিবেদন প্রেরণ করেছি । হবিগঞ্জ মহকুমা বন কর্মকর্তা এ জেড এ হাসানুর রহমান বলেন বৃহস্পতিবার বিকালে সরজমিনে তদন্তে যাই আংশিক কিছু গাছের মোথা পেয়েছি সময়ের অভাবে ভিতরে প্রবেশ করতে পারিনি ।ভিতরে আরও মোথা পাওয়ার সম্ভবনা রয়েছে। রবিবার রশিদপুর বন বিট বনাঞ্জল সরজমিনে তদন্তে যাব। তদন্তে স্বার্থে এমন কিছু বলা যাবেনা। এ দিকে কালেঞ্জা রেঞ্জের রশিদপুর বন বিটের কর্মরত রয়েছেন ফরেষ্টার নজরুল ইসলাম ও বন্যপ্রহরী আঃ হান্নান দু’জন এবং স্থানীয় ভিলেজারগণ রয়েছেন । সরজমিনে গিয়ে দেখা যায়, রশিদপুর বন বিটের কর্মকতাদেরকে মাথাপিছু ২০/২৫ টাকা দিয়ে (ছিট) করে বন বিট বনাঞ্জলে গাছ কেটে লাকড়ী ও বাঁশ  কটে নিয়ে যাচ্ছে অভাধে। ছিমাইলত গ্রামের জসীম ও রুবেল বনাঞ্জল থেকে এসব পাচারকালে জিজ্ঞেস করলে তারা এসময় বলেন , আমরা বিট অফিসে গিয়ে বিট কর্তৃপক্ষ টাকা দিয়ে ছিট করে বাঁশ ও লাকড়ী প্রতিদিন নিয়ে যাই।  আমাদের মত আরও ৬০/৭০ জন প্রতিদিনই এভাবে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে বন্য প্রহরী আঃ হান্নানের কাছে জানতে চাইলে তিনি আমরা তাদের কাছ থেকে কোন টাকা নেইনি তারা জ¦ালানী লাকড়ী ও প্রয়োজনী বাঁশ কেটে নেয় । এদিকে বন বিট ফরেষ্টার নজরুল ইসলাম যোগদানের পর থেকে বনাঞ্জলে সেগুনসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ অবাধে পাচার হচ্ছে স্থানীয় সূত্রে জানায। উজার হয়ে যাচ্ছে রশিদপুর বন বিট বনাঞ্জলের মূল্যবান গাছ। নষ্ট হচ্ছে সরকারী সম্পদ , বিনষ্ট হচ্ছে দেশের পরিবেশের সৌন্দর্য্য। এ অবস্থা চলতে থাকলে রশিদপুর বনবিট আবার বিড়ান ভূমিতে পরিণত হয়ে বৃক্ষ শূন্য হয়ে পড়বে বলে পূবাঞ্জলের ধারণা । এ ব্যাপারে উর্ধŸতন বন কর্মকর্তা  সহ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও বনাঞ্জল রক্ষার্থে নজর দেওয়া আবশ্যক। তবে সচেতন মহল উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সঠিক তদন্ত সাপেক্ষে গাছ পাচার জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *