ফিফা র‌্যাঙ্কিং-বাংলাদেশের ১১ ধাপ অবনমন….

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ অবনমন দেখছে বাংলাদেশ। গতকাল প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে।  দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভারত (১৫৮) ও পাকিস্তান (১৭৭) রয়েছে বাংলাদেশের চেয়ে  শ্রেয়তর অবস্থানে। নেদারল্যান্ডসকে হঠিয়ে তিন নম্বরে লাতিন দেশ কলম্বিয়া। এতে তাদের আগের রেকর্ডটি স্পর্শ করলো কলম্বিয়ানরা। ২০১৩’র জুলাই ও আগস্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থান দখলে রেখেছিলেন ভালদেরামা-অ্যাসপ্রিয়াদের উত্তরসূরিরা। গতকাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে অটল রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় স্থানে বহাল রানার্সআপ আর্জেন্টিনাও। বিশ্বকাপের তৃতীয় সেরা দল নেদারল্যান্ডস ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবনমন দেখছে সামপ্রতিক নিষ্প্রভ নৈপুণ্যের কারণে। ইউরো ২০১৬’র বাছাই পর্বে দু’সপ্তাহ আগে ডাচরা ২-১ গোলে হার মানে চেক প্রজাতন্ত্রের কাছে। আগের সপ্তাহে প্রীতি ম্যাচে ইতালির কাছে ডাচরা হারে ২-০ গোলে। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে চমকটা মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার। কনকাকাফ গোল্ডকাপ ২০১৫’র বাছাই পর্বে ৪ ম্যাচে তিন জয় নিয়ে র‌্যাঙ্কিংয়ে ৭৭ ধাপ টপকে গুয়েতেমালার অবস্থান ৫৭ নম্বরে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *