গাজীপুর-আহমদাবাদ, সাতছড়ি চোরাচালানে নিরাপদ রুট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উপজেলার গাজীপুর বাল্লা, টেকেরঘাট, মোকামঘাট, আহমেদাবাদ ইউনিয়নের চিমটিবিল, গুইবিল, দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি ও পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন কোটি টাকার ভারতীয় অবৈধ মাদক অবাধে প্রবেশ করছে বাংলাদেশে এবং ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। বিভিন্ন প্রকার মাদকের মধ্যে রয়েছে- ভারতীয় ফেন্সিডিল, কোরেক্স, রেকোডেক্স সিরাপ, ভোটকা, হুইস্কি, অফিসার চয়েস সহ বিভিন্ন প্রকার মদ্য ও ইয়াবা জাতীয় বড়ি নির্বিঘেœ চালান হয়ে আসছে। বিভিন্ন সুত্রে জানা যায়,নারীরা উক্ত ব্যবসা পরিচালনা করে থাকে। উক্ত বিক্রেতাদের মধ্যে রানীর কোটের জলফু মিয়া একজন সহযোগী ও ৪০ বোতলফেন্সিডিল সহ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। মাদকের মজুদের পাশাপাশি ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যের ব্যবসাও পরিচালনা করেন। প্রকাশ্যে দিবালোকে মাদক ব্যবসায়ীর নির্বিঘœ মাদক বাণিজ্য জনমনে অসংখ্য প্রশ্নের জন্ম দিলেও ব্যবসায়ীদের ক্ষমতা ও দাপটের কাছে চুপ করে থাকতে হয়। সীমান্তবর্তী গাজীপুর ও আহমদাবাদ ইউনিয়নে কিছুদিন পরপর মাদকের বড় বড় চালান আটক হলেও স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া কোন কোন ক্ষেত্রে আটককৃত মাদকদ্রব্য অন্যত্র বিক্রি করে দেয়ার ঘটনাও ঘটে থাকে। কিছুদিন পর পর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অল্প পরিমান মাদক আটক ও বিক্রেতাকে গ্রেফতার করা হয়ে থাকলেও আইনের ফাকফোকড় গলিয়ে বেরিয়ে আসে অপরাধীরা। এসব ক্ষেত্রে মাদক ও বিক্রেতা সম্পর্কে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনেকটা নমণীয় প্রতিবেদন দাখিল করেন ফলে আদালত অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রে মাদক বিক্রেতারা মুক্ত হয়ে পুরনো পেশায় ফিরে দ্বিগুন উদ্যমে শুরু করে মাদক ব্যবসা। আইনের হাত থেকে মুক্ত হওয়ার জন্য খরচকৃত টাকাও এরা তুলে নেয় আসক্তদের কাছ থেকে। দেখা যায় যে, মাদকের বিরুদ্বে অভিযান পরিচালিত হবার পরপরই বেড়ে যায় মাদকদ্রব্যের মূল্য। পক্ষান্তরে, মাদকের উচ্চ কিংবা নি¤œমূল্য যাই হোক না কেন এসবের মূল্য পরিশোধ করতে হয় মাদকাসক্ত পরিবারের ভুক্তভোগী অভিভাবকদেরকেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, আমরা সাধারন মানুষ মাদকের ভয়াবহতার শিকার সবচে বেশী। আমরা না পারছি সন্তানদের সুপথে ফিরাতে না পারছি মাদককে প্রতিহত করতে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *