Daily Archives: June 4, 2014

হবিগঞ্জের চা বাগানগুলোতে বাড়ছে কুষ্ঠরোগীর সংখ্যা

শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ॥ ১৯৭৬ সালে দেশে কুষ্ঠরোগীর সংখ্যা ছিল বেশী। সেই সময় পঙ্গুত্ব হওয়াদের মধ্যে ১৫ শতাংশ ছিল কুষ্ঠরোগী। এই অবস্থা পরিবর্তনের জন্য এবং ২০০০ সালের মধ্যে প্রতি ১০হাজারে ১ জনের নিচে কুষ্ঠরোগীর সংখ্য নিয়ে আসতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের স্বাস্থ্য বিভাগ কার্যক্রম গ্রহন করে। ১৯৯৮ সালে লক্ষ্যমাত্রার দুই বছর পুর্বেই এই লক্ষ্যমাত্রা অর্জন হয়। ২০০০ সালে বাংলাদেশকে কুষ্ঠ মুক্ত ঘোষনা করা হয়। কিন্তু ১৩ বছর পর আবারও দেশে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের চা বাগানের শ্রমিকরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশী। অপুষ্ঠি ও নোংরা পরিবেশে বসবাসের কারনে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে আইসিডিবিডিআর ও সরকারের স্বাস্থ্য বিভাগ ...

দেড় বছরেও শেষ হয়নি চুনারুঘাট-বাল্লা সড়ক মেরামতের কাজ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-বাল্লা সড়কের মেরামতের কাজ শুরু হয়েছিল ২০১৩ সালের ১৮ জানুয়ারী। কাজের উদ্বোধন করেছিলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ। সেই ১৫ কিঃ মিঃ সড়ক মেরামতের কাজ চলছে দেড় বছর ধরে। বিপর্যস্ত ওই সড়কে চলাচল করতে গিয়ে প্রায়শই ঘটে দুর্ঘটনা। যেটুকু সড়ক মেরামত হয়েছে তাও বাস্তবায়ন হয়েছে অনেকটা ঠিকাদারের খেয়াল খুশীমতো। বৃষ্টি হলেই সড়কের মাঝখানে জমে থাকে পানি। এরই মাঝে সড়কে স্থাপন করা হয়েছে বিপদজনক গতিরোধক। উঁচুনিচু মেকাডম দেয়ায় গাড়ী চলে লাফিয়ে লাফিয়ে। ঠিকাদাররা বলছেন এটি জাম্পিং মেকাডম।

চুনারুঘাটে আইন-শৃংখলার চরম অবনতি ॥ সর্বত্র ডাকাত আতংক

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত উপজেলা চুনারুঘাটে বেড়ে গেছে চুরি-ডাকাতি। প্রতিরাতেই ঘটছে এ অপকর্ম। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে চোরাচালান। পুলিশ ও জনপ্রতিনিধিরা এসব অপকর্ম আটকাতে পারছেন না। এ কারনে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন সাধারন মানুষ। এসব বিষয় প্রশাসনের উচ্চ মহলে জানানো পরও নেয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ২৬ মে মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে বাবুর আলীর বসতঘরের তালা ভেঙ্গে ২ লাখ টাকা, বড়াব্দা গ্রামের লন্ডন প্রবাসি সেলিম উদ্দিনের বাড়ীর তালা ভেঙ্গে ৫ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। একই রাতে আননপুর গ্রামের শংকর পালের বাড়ীতে ডাকাতি করতে না পেরে বনের লাচ জ্বালিয়ে দেয় ডাকাতরা। পরের দিন রাতে গাজীপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রবাসি চান মিয়ার ঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা গৃহকর্তা চান মিয়াকে মারধোর ...

হবিগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের ১ ঘন্টা কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় ও ৮টি উপজেলা কার্যালয়ের সকল ৩য় শ্রেণীর কর্মচারীরা গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় এই কর্মসুচি পালন করা হয়। আজ রবিবার সকাল ১০টায় অফিসে হাজিরা দিয়ে সকল কর্মচারী মিলে জেলা প্রশাসকরে কার্যালয়ের চতুর্দিকে মিছিল করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, মো. আব্দুল কাদের, মো. আব্দুস সামাদ, মো. নজির হোসেন, মো. নূর মিয়া, মো. সামছুল হক, বনশ্রী চৌধুরী, মো. উস্তার মিয়া প্রমুখ। দাবি আদায়ের জন্য আগামী ১৫ জুন পর্যন্ত তারা বিভিন্ন কর্মসুচি পালন করবে। পরে ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হবে ...

লন্ডনের ক্যামডেন কাউন্সিলে সমতা দ্বিতীয়বারের মতো কাউন্সিলার নির্বাচিত

লন্ডনের ক্যামডেন কাউন্সিলে দ্বিতীয়বারের মতো কাউন্সিলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সমতা খাতুন। গত ২২ মে ক্যামডেন কাউন্সিলে ভোট গ্রহণ শেষে শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হয়। দুপুর দুটার দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কাউন্সিলে লেবারপার্টি মহিলা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৪শ ৪৩ ভোট পান সমতা। একই ওয়ার্ডে অন্য বাঙালী প্রার্থী লিবারেল ডেমক্রিটের মাসুদ তরফদার পান ২৪৫ ভোট। সমতা খাতুনের জন্ম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামে। তিনি মরহুম আশকর আলী ও মরহুম আয়মনা খাতুনের কন্যা। সমতার বড় ভাই জিএম গাজীউর রহমান লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘী পাড়ের বাসিন্দা সাজ্জাদ হোসেনের সহধর্মিনী সমতা। ক্যামডেন কাউন্সিলের সেন্ট পানক্রস ও সমার টাউন ওয়ার্ড থেকে ...

বিএসএফ’র ধাওয়া ॥ গর্তে আত্মগোপন

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার চুনারুঘাটের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামের সুরুজ আলী ও জালাল ত্রিপুরা রাজ্যের ঘোষ পাড়ায় গিয়েছিল ফেনসিডিল কেনার জন্য। ১শ’ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় সুরুজ আলী ও জালাল বিএসএফ’র ধাওয়া খেয়ে জঙ্গলের একটি গর্তে আত্মগোপন করে। তাদেরকে গ্রেফতার বিএসএফও ঘিরে ফেলে ঝোপ জঙ্গল। অবশেষে রাত ১টায় বিএসএফ তাদের ঘেরাও প্রত্যাহার করে নিলে গতকাল রবিবার ভোর রাতে তারা ফিরে আসে। এর ৪/৫দিন পূর্বে একই এলাকায় ২০ জন বাংলাদেশী চোরাকারবারীকে বিএসএফ ধাওয়া করলে তারা ঘোষ পাড়া গ্রামে আত্মগোপন করে প্রাণে রক্ষা পায়। তবে বিএসএফ ৩৩ খাঁচা লিচু, ৩টি বাইসাইকেল ও ৮ বস্তা জিরা আটক করতে সক্ষম হয়। বিএসএফ’র ধাওয়া খেয়ে আহত হয় শহীদ, সুন্দর আলীসহ ১০ চোরাকারবারী। বাল্লা সীমান্তের ...

১৩ জুন পবিত্র শবে বরাত

প্রথম সেবা ডেস্ক ॥ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আরবী ১৪৩৫ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে ১৩ জুন শবে বরাতের রাত। তবে সারাদেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সভায় ধর্ম সচিব চৌধুরী বাবুল হাসান জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

আজমিরীগঞ্জে এক ব্যক্তির আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামে বিষপানে রন্টু তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। রোববার বেলা ১২টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রন্টুর মৃত্যু হয়। নিহত রন্টু জিলুয়া গ্রামের মৃত রাজমোহন তালুকদারের ছেলে। নিহতের ভাই নিতেন্দ্র তালুকদার জানান- আজ সকালে পারিবারিক কলহের জের ধরে রন্টু তালুকদার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। বেলা ১২টায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বৃন্দাবন চা বাগানে চা গাছ ও ছায়াবৃক্ষ কর্তন

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় অবস্থিত বৃন্দাবন চা বাগানে রাতের আধারে কোটি টাকার চা গাছ, চা গাছের চারা ও ছায়াবৃক্ষ কর্তন করেছে দুবৃত্তরা। এই ঘটনায় হুমকির মুখে পড়েছে চা শিল্প। এ ব্যাপারে বাগান কতৃপক্ষ বাহুবল থানায় জিডি করেছেন। বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক আহমেদুল কবির খান রিপন জানান- শনিবার রাত ৩টার পরে বাগানের কয়েকটি সেকশনে চা গাছ, ছায়াবৃক্ষ, নার্সারী থেকে চা গাছের চারা, ছায়াবৃক্ষ ও রাবার গাছের চারা কেটে ফেলে দুবৃত্তরা। শনিবার রাতে ১ লক্ষ চা গাছের চারা কাটা হয়। যার মুল্য ১০ লাখ টাকা, শেড ট্রি কাটা হয় ৪২ হাজার। এর মধ্যে স্থায়ী ১২ হাজার এবং অস্থায়ী ৩০ হাজার। যার মুল্য ২৭ লাখ টাকা। এছাড়াও ৩ হাজার রাবার গাছের চারা ...

গাজীপুর-আহমদাবাদ, সাতছড়ি চোরাচালানে নিরাপদ রুট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উপজেলার গাজীপুর বাল্লা, টেকেরঘাট, মোকামঘাট, আহমেদাবাদ ইউনিয়নের চিমটিবিল, গুইবিল, দেওরগাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি ও পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন কোটি টাকার ভারতীয় অবৈধ মাদক অবাধে প্রবেশ করছে বাংলাদেশে এবং ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। বিভিন্ন প্রকার মাদকের মধ্যে রয়েছে- ভারতীয় ফেন্সিডিল, কোরেক্স, রেকোডেক্স সিরাপ, ভোটকা, হুইস্কি, অফিসার চয়েস সহ বিভিন্ন প্রকার মদ্য ও ইয়াবা জাতীয় বড়ি নির্বিঘেœ চালান হয়ে আসছে। বিভিন্ন সুত্রে জানা যায়,নারীরা উক্ত ব্যবসা পরিচালনা করে থাকে। উক্ত বিক্রেতাদের মধ্যে রানীর কোটের জলফু মিয়া একজন সহযোগী ও ৪০ বোতলফেন্সিডিল সহ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। মাদকের মজুদের পাশাপাশি ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যের ব্যবসাও পরিচালনা করেন। প্রকাশ্যে দিবালোকে মাদক ব্যবসায়ীর নির্বিঘœ মাদক বাণিজ্য জনমনে অসংখ্য প্রশ্নের ...

চুনারুঘাটে কাজী নজরুলের ১১৫তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মবার্ষিকী জাকজমক ভাবে পালিত হয়েছে। বৃহসপ্রতিবার সারা দিন ব্যাপি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তুফা শহীদ অডিটরিয়মে কবিতা আবৃত্তি, নাটক, সংঙ্গীতানুষ্টান, নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সন্ধা ৭ টায় নাটক পুতুলের বিয়ে মঞ্চস্থ হয়। অভিনয় শিল্পিরা ছিলেন শ্রেষ্টা, তামান্না, নিহা, সুমাইয়া, প্রমা, পার্থ, মুক্তা, রিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শামজুজ্জামান, শর্মিলী পাল, কাজল গোপ। রাত ১০ টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, মোতাহির চৌধুরী, কামিনী সিং , বিদুৎ পাল, দেবেশ ভট্রাচার্য, চুনারুঘাট প্রেস ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো ঃ জামাল হোসেন লিটন, মিজানুর রহমান ...

এক হতদরিদ্রকে পীরজাদা সেলিম লন্ডনীর নগদ অর্থ প্রদান

মোঃ ফারুক মিয়া ॥ চুনারুঘাট উপজেলার বড়াব্দা মাইজগাঁও কালাশাহ্ ফকির বাড়ীর বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী পীরজাদা শাহ সৈয়দ সেলিম উদ্দিন এক হতদরিদ্রকে ঘর সংস্কারের জন্য নগদ ২ হাজার টাকা অর্থ অনুদান প্রদান করেছেন। চুনারুঘাট পৌর এলাকার পূর্ব পাকুড়িয়া গ্রামের হতদরিদ্র জমির আলীর ঘর তৈরীর জন্য নগদ ২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গত বুধবার বিকালে চুনারুঘাট প্রেসক্লাব ভবনে এ অনুদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক তরফ বার্তা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, কোষাধ্যক্ষ মোস্তাক আহমদ তরফদার মাসুম, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এস. এম. সুলতান ...

১০নং মিরাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২১ সদস্য ছাত্রলীগের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ (আফজাল), ঝলক দাস ও জুয়েলকে সাংগঠনিক পদে নির্বাচিত করায় ১০নং মিরাশী ইউপির ছাত্রলীগের আহ্বায়ক আনিসুজ্জামান (মাসুম), যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ইকবাল ও আজিজুল হক তালুকদার (রুমন)সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের সকল নেতৃবৃন্দকে ৪নং ওয়ার্ডের ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা।

দুই বন্ধুর কৃতিত্ব

আইয়ূব খান, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার পৌর দাখিল মাদ্রাসা থেকে মানবিক শাখায় জিপিএ ৫ পেল আমিনুল ইসলাম ও ইমদাদুল হক মিলন। আমিনুলের বাবা সামান্য নলকূপ শ্রমিক। ৩ ভাই স্বামী স্ত্রী নিয়ে ৫ জনের সংসার ভিটে বাড়ি ছাড়া জমি জমা বলতে কিছূই নেই তাদের। বাবা দেওয়ান আলী মিস্ত্রীর কাজ করে যা আয় করেন তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। এ দিকে জিপিএ ৫ পাওয়া ইমদাদুল হক মিলনের বাবা সামান্য চা বিক্রেতা। ৩ ভাই এক বোন মিলে ৬ জনের সংসার। চা বিক্রি করে যা উপার্জন করেন তা দিয়ে তাদের সংসার চালানো কঠিন কাজ। এ অবস্থায় আমিনুল ও ইমদাদুল হক অদম্য ইচ্ছা লেখাপড়া চালিয়ে যাওয়া। তাই দুই বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি পরের ...

দেওরগাছ ইউনিয়ন পরিষদ

হাছান আলী॥ চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের ৫২ লাখ ৮ হাজার ৪৫৫ টাকার বাজট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেওরগাছ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ট্যাক্স কালেকশন এলজিএসপি, টিআর, কাবিখা ও এডিপি বাবদ আয় এবং গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থাসহ বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৯০ হাজার ৯৫৫ টাকা। বাজেট সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ মাসুক মিয়া, সাংবাদিক মোঃ হাছান আলী, ইউপি সদস্য মোঃ রজব আলী, মোঃ শেরু মিয়া, নৃপেন পাল, মহিলা মেম্বার রঞ্জন কানু, মা-মনি প্রকল্পের কামরুন্নাহার ও শ্রমিক নেতা শামসুন্দর প্রমূখ।

মিরাশী ইউনিয়ন পরিষদ

মো. ফারুক মিয়া ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের ২০১৪-১৫ অর্থবছরের ৭৮লাখ২৬হাজার১শত টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউপি কমপ্লেক্স মিলনায়তনে বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান আলহাজ্ব মো. আয়ূব আলী তালুকদার। ইউপি সচিব সাধন চন্দ্র আচার্য্য-র পরিচালনায় উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশহুদুল কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য-মো.তাজুল ইসলাম,মো. কদ্দুছ মিয়া মো. মানিক মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. মানিক মিয়া মীর, মো. বাদশা মিয়া, মো. আ. নূর, মো. আ. হামিদ,, মো. শফিক মিয়া, আসাদুজ্জামান খান মোর্শেদ,সাংবাদিক মো. ফারুক মিয়া ও মোছা. লিপি আক্তার। গন্যমান্য ব্যক্তি- আবু তাহের লিল মিয়া, সাদিকুর রহমান, মো. বেলাল মিয়া, মো. আবুল কালাম ...

চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদ

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রণয়নের লক্ষে গত ২৯ মে ইউনিয়ন কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বিগত সভার সিদ্ধান্তাবলী পাঠ করে অনুমোদন করা হয়। পরে ইউপি চেয়ারম্যানের অনুমতিক্রমে ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাটে পাঠ করে শোনান ইউনিয়ন পরিষদ সচিব রান্টু কুমার রায়। বাজেট পাঠের পর ইউনিয়নের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাটে ৮৫ লাখ ৯৯ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী, মা-মনি এনজিও প্রতিনিধি, ব্র্যাক ওয়াশ প্রতিনিধি, শিক্ষক, উদ্যোক্তা, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ উন্নয়ন ও ...

এমপি কেয়া চৌধুরীর কাছে শিশুদের বুকে লিখে বিদ্যুতের দাবী

মোঃ মামুন চৌধুরী ॥ প্রচন্ড গরম যেন আর সয়না। এর মধ্যে বাড়ি বাড়ি নেই বিদ্যুৎ। দীর্ঘদিন চেষ্টা করে কোনো কাজ হয়নি। কি করবে গ্রামের মানুষরা ভেবে পাচ্ছিল না। অবশেষে তারা নিরাশ হয়ে গড়ে বসে ছিল। হঠাৎ তারা শুনতে পায় গ্রামের মধ্যে হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী আসবেন। গ্রামের সবাই সিদ্ধান্ত নিল তারা এমপির কাছে বিদ্যুতের দাবী জানাবে। সম্প্রতি হবিগঞ্জ জেলার বাহুবলের শ্যামপুরে পরিদর্শনে গেলে শ্যামপুর,লালপুর,হোসেনপুর,নিধনপুরসহ বিদ্যুৎ বঞ্চিত ৫/৬ গ্রামের শিশু থেকে শুরু করে নানা বয়সী শত শত লোকেরা বুকে বিদ্যুত চাই লিখে এমপি কেয়া চৌধুরীর কাছে দাবী জানায়। এ দাবীর প্রেক্ষিতে তিনি তাদের এ বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস প্রদান করেন।