চুনারুঘাটে আইন-শৃংখলার চরম অবনতি ॥ সর্বত্র ডাকাত আতংক

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত উপজেলা চুনারুঘাটে বেড়ে গেছে চুরি-ডাকাতি। প্রতিরাতেই ঘটছে এ অপকর্ম। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে চোরাচালান। পুলিশ ও জনপ্রতিনিধিরা এসব অপকর্ম আটকাতে পারছেন না। এ কারনে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন সাধারন মানুষ। এসব বিষয় প্রশাসনের উচ্চ মহলে জানানো পরও নেয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ২৬ মে মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে বাবুর আলীর বসতঘরের তালা ভেঙ্গে ২ লাখ টাকা, বড়াব্দা গ্রামের লন্ডন প্রবাসি সেলিম উদ্দিনের বাড়ীর তালা ভেঙ্গে ৫ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। একই রাতে আননপুর গ্রামের শংকর পালের বাড়ীতে ডাকাতি করতে না পেরে বনের লাচ জ্বালিয়ে দেয় ডাকাতরা। পরের দিন রাতে গাজীপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রবাসি চান মিয়ার ঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা গৃহকর্তা চান মিয়াকে মারধোর করে লুটে নেয় স্বর্নালংকারসহ ২০ লাখ টাকার মালামাল। এর আগে ২৯ এপ্রিল উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাও গ্রামের কুয়েত প্রবাসি আঃ ছামাদের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত। ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ীর সকলকে জিম্মি করে লুটে নেয় ১ লাখ টাকা, ৫ বড়ি স্বর্ন, পাশপোর্ট ও ৫টি মোবাইল ফোন। একই সময় একই গ্রামের ডুবাই প্রবাসি আঃ জলিলের ঘরে একই কায়দায় লুটতরাজ চালিয়ে ৬০ হাজার টাকা, ৬ বড়ি স্বর্ন, ৩টি মোবাইল ফোন নিয়ে যায় মুখোশধারী ডাকাতরা। ডাকাতের হামলায় এ সময় আহত হন আঃ ছামাদ (৪০) ও আকরাম (২০) নামের ২ ব্যক্তি। পরের দিন গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আঃ আলীর বাড়ীতে ডাকাতরা হামলা চালিয়ে ৭০ হাজার টাকা, ২ বড়ি স্বর্ন ও মোবাইল ফোন লুট করে। এদিকে পুলিশ-বিজিবি ও জনপ্রতিনিধিদের আশকারায় বেড়ে চলেছে মাদক চোরাচালান। বিজিবিসহ নানা সংস্থা এসব তথ্য জানার পরও চোরাচালান আটকানো যাচ্ছে না। গত বছর উপজেলার সব ক’টি ইউনিয়নে ১৫টি ডাকাতির ঘটনা ঘটেছিল। কোন স্থানে ডাকাতি শেষে ঘটেছিল খুনের ঘটনা। এসব ঘটনা ঘটার পর কয়েক দিন আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেলেও এখন তা নেই। নেই ওইসব মামলার কোন অগ্রগতি। এতে সাধারন মানুষের মাঝে বিরাজ করছে অজানা আতংক। ভুক্তভোগীরা বলছেন, চিহ্নিত অপরাধীরা প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম চালাচ্ছে। পুলিশের কাছে ওইসব অপরাধীর তালিকা থাকলেও এরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। চুনারুঘাট থানার দুই দারোগা এসব অপকর্মে মদদ দিচ্ছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। এতে জনমনে দেখা দিয়ে নানান ধরনের আশংকা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *