Daily Archives: June 23, 2014

বিদেশী চা আমদানির কারনে দেশীয় চা বাজার হারাচ্ছে ॥ হবিগঞ্জে চা শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের মাঝে হতাশা

মিলন রশীদ ॥ বিদেশী চা আমদানির কারনে দেশীয় চা বাজার হারাচ্ছে। ফলে চা উৎপাদনের সাথে জড়িতদের মধ্যে বিরাজ করছে হতাশা। এ অবস্থা চলতে থাকলে দেশের চা শিল্প ধংস হয়ে যাবে এমনই আশংকা সংশ্লিষ্টদের। সিলেট বিভাগকে বলা হয় চায়ের রাজধানী। দেশের ১৬৩ টি চা বাগানের মধ্যে এই বিভাগের তিনটি জেলা হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেটে রয়েছে মোট ১৪৫ টি চা বাগান। এগুলোর মধ্যে সরকারি, বেসরকারি, ব্যক্তিমালিকানা ও ব্রিটিশ কোম্পানী রয়েছে। দেশে উৎপাদিত চা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হতো। দেশের চায়ের চাহিদা প্রায় ৫ কোটি কেজি। গত বছর ৬ কোটি কেজি চা উৎপাদিত হলেও ওই বছরের মাঝামাঝি সময়ে কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ৮০ লাখ কেজি চা বিদেশ থেকে আমদানি ...

মৃত নদী বলে কিছু নেই ॥ পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার বিষয়ে গণশুনানী

প্রথম সেবা ডেস্ক ॥ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশবিদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র নির্বাহী পরিচালক ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতিসন্তান সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের আইনে কোথাও ‘মৃত নদী’ বলে কিছু নেই। নদীকে লেক ভাবলে চলবে না। নদী প্রকৃতির সৃষ্টি, নদীর উপর কোনও কারণে প্রতিবন্ধকতা দিলেও একে প্রাকৃতিক সম্পদ হিসেবেই গণ্য করতে হবে। জেলা প্রশাসককে সকল নাব্য নদীর কালেক্টর করা হয়েছে। হবিগঞ্জের পুরাতন খোয়াই নদীটিও ওই আইনের আওতায়ই লিজ দেওয়া হয়েছে। আর নদীটিকে শুধু ফিশারীর জন্য লিজ দেওয়া হয়েছে। এখানে কথা উঠেছে, নদীটিকে তার আদি কাঠামো অনুসারে সীমানা চিহ্নিত করা যাবে কিনা। আমার মনে হয় সেটি সম্ভব। সে অনুযায়ী একে পুনরুদ্ধারও করতে হবে। অনেকে বলেছেন, আপনি একটি মামলা করে দেন। আমি ...

সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগনের কাছে তুলে ধরতে হবে এডভোকেট মাহবুব আলী এমপি

মোঃ আইয়ূব খান ॥ হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন সরকারের উন্নয়ন মূলক কাজ গুলো জনগনের কাছে তুলে ধরতে হবে। উপজেলায় অনেক উন্নয়ন মূলক কাজ হচ্ছে যে গুলো জনগন জানেন না। সে গুলো জনগনের সামনে উপস্থাপন করতে হবে। কোন অনিয়ম,দূর্নীতি সহ্য করা হবে না। কোন ঠিকাদার দলের নাম ও অন্য কোন নেতার নাম বিক্রি করে নিম্ন মানের কাজ করলে তা মেনে নেওয়া হবে না। উপজেলা চলবে উপজেলার মত। সবাই নিজেদের সিমাবদ্ধতা বুঝতে হবে। তিনি শনিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এডিপির ১ কোটি ৫২ লক্ষ টাকার কাজের একাংশের ৫ লাখ ৩৮ হাজার ৭ শ ৭০ টাকা ব্যায়ে উপজেলা পরিষদের গ্যারেছ নির্মান কাজের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে ...

আওয়ামীলীগ সভাপতি ও যুবলীগ সভাপতিকে পাশ কাটিয়ে মেধা বৃত্তি প্রধানের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি ও হবিগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি এডঃ এম আকবর হোসেন জিতু ও উপজেলা যুবলীগের নির্বাচিত সভাপতি লুৎফুর রহমান চৌধুরীকে পাশ কাটিয়ে মিরাশী ইউনিয়নের আমিরিকান প্রবাশী মোমিন আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রধান অনুষ্টানের সূচি তৈরী করায় ফোসে উঠেছে মিরাশী ইউনিয়নের আওয়ামীলীগসহ এলাকার সর্বস্তের জনগন। জানাযায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমিরিকান প্রবাশী মোমিন আলী শিক্ষা ট্রাস্টের অর্থায়নে আগামী ২০ই জুন রোজ শুক্রবার একই ইউনিয়নের সুবয়ে সাদেক উচ্চ বিদ্যালয়ে বৃত্তি প্রদানের অনুষ্ঠানের সূচি পত্রে মিরাশী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি ও হবিগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি এডঃ এম আকবর হোসেন জিতু ও উপজেলা যুবলীগের নির্বাচিত সভাপতি লুৎফুর রহমান চৌধুরীকে পাশ কাটিয়ে উক্ত ...

প্রথম স্ত্রীর বাধায় দ্বিতীয় বিয়ে পন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রথম স্ত্রীর বাধায় দ্বিতীয় বিয়ে পন্ড হয়েছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের রজব আলীর ছেলে টমটম চালক খরছু মিয়া ২০০৬ সালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে শাহানা খাতুন কে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভাল ভাবেই চলছিল। এরি মধ্যে তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। কিছুদিন যেতে না যেতেই স্বামী নামক নরপশুর আসল চেহারা প্রকাশ পেতে থাকে। প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরত। এ নিয়ে শাহানা বেগমের সঙ্গে খরছুর প্রায়ই ঝগড়া হত। এক পর্যায়ে সাহানা ...

সন্ত্রাসীদের হামলায় পাওনাদার আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দেনাদার দুর্বৃত্তদের হামলায় এক পাওনাদার আহত হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় উপজেলার আলীনগর গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে দুলাল মিয়া একই উপজেলার বালুমারা গ্রামের ভিলেজার সফিক মিয়া ও ছাদেক মিয়ার কাছে তার পাওনা ৪০ হাজার টাকা চায়। এ সময় সফিক মিয়া ও ছাদেক মিয়া দা দিয়ে কুপিয়ে দুলাল মিয়া (২৬) কে ক্ষত বিক্ষত করে। পরে আহত দুলাল মিয়াকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা। দুলালেরর শোর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে গুরুতর আহত দুলাল মিয়াকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। চুনারুঘাট হাসপাতালে চিকিৎসাধীন দুলাল মিয়া এ প্রতিনিধিকে জানান বন ভিলেজার সফিক মিয়া ও ছাদেক মিয়ার কাছে তার পাওনা টাকা চাইলে তাকে দা দিয়ে ...

অবৈধভাবে বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বালু মহাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ২ ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।স্থানীয় সূত্র জানায়- বুধবার বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বদর গাজী বালু মহালে অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের (এরপর পৃষ্ঠা-২) অভিযোগে আবেদ মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা ও স্বদেশ মিয়া নামে অপর এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় চুনারুঘাট থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বদরগাজী ও সুতাং এলাকার বালু মহাল থেকে অবৈধভাবে বালু ...

বাহুবলের ধলিয়া ছড়ার বালু হরিলুট

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ‘বালুর খনি’ নামে পরিচিত হরিতলা এলাকায় অবস্থিত ধলিয়াছড়ার বালু হরিলুট চলছে। চলতি বাংলা সনে সরকারের পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ওই ছড়া ইজারা না দিলেও একটি অসাধু মহল (এরপর পৃষ্ঠা-২) সম্পূর্ণ অবৈধভাবে ছড়ার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে চড়াদামে বিক্রি করছে। সেখান থেকে বালু ব্যবসায়ীরা ট্রাকের পর ট্রাক বালু ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। ফলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সরকারি সম্পদ মানেই জনগণের সম্পদ। সেই জনগণের সম্পদ আজ কতিপয় লুটেরাদের কবলে পড়ে খোয়া যাচ্ছে। চলতি বছর সরকার বাহুবলের তেলিয়াছড়া ইজারা দিলে ওই মহলটি তেলিয়াছড়ার বালু বলেই বুলি আওড়ালেও গোপনে রয়েছে প্রশাসন ও কতিপয় রাজনৈতিক নেতার সাথে আঁতাত। ধলিয়াছড়ার বালু ...

মুড়ারবন্দে ব্রাজিল সমর্থকদের ১৬০ হাত লম্বা পতাকা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ বাজার এলাকায় ব্রাজিল সমর্থকরা ১৬০ হাত লম্বা পতাকা লাগিয়ে চমকের সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবল শুরু থেকে এ পতাকা ঝুলছে। ব্রাজিলের পতাকা টানিয়েছেন মুড়ারবন্দ গ্রামের এস এম জাহাঙ্গীর,সৈয়দ জহির আহমেদ, সৈয়দ শাহ আলম, হান্নান, ইব্রাহিম ও শাহ আলমসহ ব্রাজিলের অনেক সমর্থকরা। উল্লেখ্য, চুনারুঘাটের সবচেয়ে ব্রাজিলের বড় পতাকা লাগিয়ে চমকের সৃষ্টি করেছে মুড়ারবন্দের ব্রাজিল সমর্থকরা।

রাহাত মাহমুদ রিয়াদ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

রাহাত মাহমুদ রিয়াদ চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার সুকদেবপুর গ্রামের হাজী রফিক মিয়া ও রহিমুন্নেছা তালুকদারে ছেলে এবং তার নানা উপজেলার গাজীনগর গ্রামের হাজী আব্দুল জব্বার তালুকদার। সে তার এ ফলাফলের জন্য স্কুলের শিক্ষক মন্ডলী কাছে কৃতজ্ঞতা জানায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

স্বতি তালুকদার গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

নুরে জান্নাত স্বতি তালুকদার চুনারুঘাট উপজেলা রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার দাদা উপজেলা গাজীনগর গ্রামের হাজী আব্দুল জব্বার তালুকদার এবং তার নানা বাহুবলের হাজী লুৎফুল হক। সে তার এ ফলাফলের জন্য স্কুলের শিক্ষক মন্ডলী কাছে কৃতজ্ঞতা জানায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

চুনারুঘাটে নির্যাতিত এক গৃহবধূকে আর্থিক অনুদান দিয়েছে ব্র্যাকের পল্লী সমাজ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্বামী কর্তৃক নির্যাতিত এক গৃহবধূকে আর্থিক অনুদান দিয়েছে ব্র্যাকের পল্লী সমাজ। তাহাছা ওই গৃহবধুকে স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও করিছে। জনাযায় সম্পতি উপজেলার ছয়শী গ্রামের আব্দুল জলিল তার স্বী সুফিয়া বেগম (২৫) কে দ্বিতীয় বিয়ের অনুমতির জন্য চাপ দিতে শারীরিকভাবে নির্যাতন করে। খবর পেয়ে ব্রাকের পল্লী সমাজের লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার ব্র্যাক সামজিক ক্ষমতায়ন কর্মসূচীর (এফওআইবি) অল্লীকা দাশ চিকিৎসা খরচ ১ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কাউন্সিলর চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সাংবাদিক কাজী মাহমদুল হক সুজন, পল্লী সমাজের শামছুন্নাহার, নূরুন্নহার প্রমূখ।

আদালতে মামলা করেও রেহাই পায়নি চুনারুঘাটের এক অবলা নারী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের পল্লীতে প্রতারক চক্রের খপ্পরে পড়ে অর্থকরী ও জমিজমা হারিয়ে এখন নিঃস্ব এক অবলা নারী। প্রতারক চক্রের হামলার ভয়ে আনোয়ারা খাতুন নামের ওই নারী এখন বিচারের আশায় দোয়ারে দোয়ারে ঘুরছেন। আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েও প্রভাবশালী ব্যক্তিদের নানামুখী হুমকিতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে ভূগছেন চরম নিরাপত্তহীনতায়। প্রভাবশালী প্রতারক চক্রটি তার অর্থকড়ি ও জমি নিয়েই ক্ষান্ত হয়নি, তাকে বাড়ি ছাড়া করার পায়তারা করছে। বিচারের বাণী নিয়ে তিনি এখন দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর গ্রামের বৃদ্ধ ছমেদের স্ত্রী আনোয়ারা বেগম একই ইউনিয়নের দামোধরপুর গ্রামের অধির চন্দ" সরকারের কাছ থেকে বিগত ২০১০ সালে ৩ লাখ ৬৫ হাজার টাকায় ২০ শতক ভূমি ...

ইয়াবা ব্যবসায়ী সুমন গ্রেফতার

মোঃ আল বেলাল রিপন ॥ মাধবপুরে শীর্ষ চোরাকারবারি মাদক স¤্রাট জুয়েলের অন্যতম সহযোগী ইয়াবা ব্যবসায়ী সুমন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাহেব বাড়ীগেইট এলাকা থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকালে মাধবপুর থানার এস আই সাম্স-ই-তাব্রিজ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নয়াপাড়া কররা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন (২৪) কে ১৯ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একটি বিশ্বস্থ সূত্রে জানায় ২০১০ সালের শেষের দিকে মাদক সম্রাট আব্দুল হাকিম র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর তার মাদক ব্যবসার দায়িত্ব নেন তারই শিষ্য বর্তমানে টপ মাদক সম্রাট জুয়েল। সুমনসহ জুয়েলের একটি বাহিনী ...

বড়াব্দার পীর সৈয়দ কালা মানিক শাহ (রঃ) ও সৈয়দ কলিম শাহ্ (রঃ) এর ইতি কথা

এস. এম. সুলতান খান ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী বড়াব্দা মাইজগাঁও ফকির বাড়ী হযরত সৈয়দ কালা মানিক শাহ- সৈয়দ কলিম শাহ্’র ইতি কথা। প্রায় ২০০ বছর পূর্বে ভারতের কল্যাণ পুরের এক আধ্যাত্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের প্রায় দেড় যুগ পর আধ্যাত্মিক সাধক হযরত সৈয়দ কালা শাহ্ এবং কলিম শাহ ফকির ইসলাম ও আধ্যাত্মিক প্রচারের লক্ষ্যে হিজরত করে তৎকালীন ভারতের আসাম প্রদেশের বড়াব্দা মাইজগাঁও অবস্থান করেন। বর্তমান চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা মাইজগাঁও ফকির বাড়ী নামে পরিচিত। ফকির কালা শাহ্’র ছোট ভাই শাহ্ সৈয়দ কলিম শাহ ফকির এবং কালা মানিক শাহর সহধর্মিনী আমেনা বিবি ওরফে কালা পিরানীসহ স্বপরিবারে তিনি অবস্থানের পর ওই বাড়ীর নাম মাইজগাঁও ফকির বাড়ী নামে নামকরণ হয়। এখানে ...

চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন সালাম তালুকদার আহ্বায়ক, মোনায়েম চৌধুরী সদস্য সচিব

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত ৮টায় চুনারুঘাট পৌর শহরের সালাম তালুকদার প্লাজায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল হান্নান। উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ কদর আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম. এ ছোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণি, হবিগঞ্জ সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান, আব্দুস সালাম মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, এডভোকেট শিবলী খায়ের, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোস্তাফিজুর রহমান ময়না, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মঞ্জুরুল হক মাসুদ, জেলা সৈনিক পার্টির সাধারণ ...

বাহুবলে সেটেলমেন্ট অফিস ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য ॥ সাধারন মানুষ ভোগান্তিতে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ভূমি জরীপে আপিল ও আপত্তি মামলা নিয়ে চলছে তুগলকি কান্ড। দুর্নীতিবাজ কর্মকর্তা ও একশ্রেনীর দ্লাালদের খপ্পরে পড়ে সাধারন মানুষ হচ্ছেন সর্বশান্ত। উপজেলা পরিষদের সভায় এহেন দুর্নীতি নিয়ে আলোচনা হলেও বন্ধ হয়নি অবৈধ টাকার খেলা। বাহুবল উপজেলায় ভূমি জরিপে নিয়োজিত সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারিদের ঘুষ বানিজ্যের দৌরাতেœ সাধারন দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগিরা জানান, জরিপে কোন কোন ভূমির মূল মালিকের যাবতীয় কাগজপত্র থাকা সত্বেও এক শ্রেনীর দালালদের মাধ্যমে তা নানা জনের নামে মাঠ পরচা দিয়ে বিরোধ সূষ্টি করে। পরিবর্তীতে মূল মালিক আপিল করলে শুরু হয় টাকার খেলা। বিষয়টি নিস্পত্তির লক্ষে নানা অজুহাতে হাজার হাজার টাকা হাতিয়ে নেন এখানে কর্মরত পিয়ন থেকে শুরু করে উপজেলা সেটেলমেন্ট ...

আহম্মদাবাদ ইউনিয়নে রমজানের পবিত্রতা রক্ষায় সনজু চৌধুরীর নেতৃত্বে প্রচার-প্রচারনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের হাট বাজারে রমজানের পবিত্রতা রক্ষা,দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্ষয়ক্ষমতার মধ্যে রাখতে প্রচার প্রচারনা করা হয়েছে। রবিবার সকাল থেকে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর নেতৃত্বে আমুরোড,রাজার বাজারসহ বিভিন্ন হাট বাজারে প্রচার প্রচরনা চালানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন, আমুরোড বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ইউপি মেম্বার দুলাল ভূইয়া, ফজলুর রহমান আকল,সোহেল কালাম আজাদ, আইয়ূব আলী, লিটন মিয়া, আজগর আলী মীরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।