অবৈধভাবে বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বালু মহাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ২ ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।স্থানীয় সূত্র জানায়- বুধবার বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বদর গাজী বালু মহালে অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের (এরপর পৃষ্ঠা-২) অভিযোগে আবেদ মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা ও স্বদেশ মিয়া নামে অপর এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এ সময় চুনারুঘাট থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বদরগাজী ও সুতাং এলাকার বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *