বড়াব্দার পীর সৈয়দ কালা মানিক শাহ (রঃ) ও সৈয়দ কলিম শাহ্ (রঃ) এর ইতি কথা

এস. এম. সুলতান খান ॥ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী বড়াব্দা মাইজগাঁও ফকির বাড়ী হযরত সৈয়দ কালা মানিক শাহ- সৈয়দ কলিম শাহ্’র ইতি কথা। প্রায় ২০০ বছর পূর্বে ভারতের কল্যাণ পুরের এক আধ্যাত্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের প্রায় দেড় যুগ পর আধ্যাত্মিক সাধক হযরত সৈয়দ কালা শাহ্ এবং কলিম শাহ ফকির ইসলাম ও আধ্যাত্মিক প্রচারের লক্ষ্যে হিজরত করে তৎকালীন ভারতের আসাম প্রদেশের বড়াব্দা মাইজগাঁও অবস্থান করেন। বর্তমান চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা মাইজগাঁও ফকির বাড়ী নামে পরিচিত। ফকির কালা শাহ্’র ছোট ভাই শাহ্ সৈয়দ কলিম শাহ ফকির এবং কালা মানিক শাহর সহধর্মিনী আমেনা বিবি ওরফে কালা পিরানীসহ স্বপরিবারে তিনি অবস্থানের পর ওই বাড়ীর নাম মাইজগাঁও ফকির বাড়ী নামে নামকরণ হয়। এখানে বসবাস করে তারা বড়াব্দাসহ বিভিন্ন এলাকায় তরিকার কাজ চালিয়ে যান। তরিকার কাজ চালিয়ে যাওয়ার এক পর্যায়ে সৈয়দ কলিম শাহ (র:) ১৮৫২ সনের ১০ ফাল্গুন ইন্তেকাল করেন এবং কিছুদিন পরই কলিশ শাহর ভাবী ও সৈয়দ কালা শাহ ফকির ওরফে কালা মানিক শাহ্’র সহধর্মিনী আমেনা বিবি ওরফে কালা পিরানী ইন্তেকাল করেন। তারা দুজন মারা যাওয়ার পর সৈয়দ কালা শাহ্ ওরফে কালা মানিক শাহ্’র ছেলে সৈয়দ ফেরাই শাহ্ ফকিরকে রেখে যান। ওই বাড়ীতে কলিম শাহ্ ও কালা পিরানীকে কবর দেওয়া হয় এবং মাজারে রূপান্তরিত করেন। মাজার শরীফে ভক্ত আশেকানরা মিলাদ মাহফিল ও ১০ ফাল্গুন বাৎসরিক ওরস মাহফিলের আয়োজন করে আসছে। আধ্যাত্মিক সাধক কলিম শাহ’র জীবনে অনেক কেরামতি প্রকাশ হওয়ায় ওই মাজারে প্রতিনিয়ত ভক্ত আশেকানরা ভিড় করতে দেখা যায়। তারা দুজন মারা যাওয়ার পর মযজুস আধ্যাত্মিক সাধক কালা শাহ ফকির ওরফে কালা মানিক শাহ ওই বাড়ী ত্যাগ করে অপর একটি আস্তানা গড়ে তুলেন তৎকালীন গহীন জঙ্গল বর্তমান রাণীগাঁও ইউনিয়নের বড়জুষ গ্রামের পূর্ব দিকে কুমার কাঁদা নামক স্থানে। ফকির কালা শাহ থেকে কালা মানিক শাহ্ নামে ওই স্থানের নাম নামকরণ হয়। তিনি মযজুস আধ্যাত্মিক সাধক হওয়ায় কুমার কাঁদাসহ বিভিন্ন স্থানে আস্তানা গড়ে তুলেন। সৈয়দ কলিম শাহ ফকিরের আধ্যাত্মিকতার ফয়েজে বড়াব্দাসহ তৎকালীন আসাম প্রদেশের বিভিন্ন এলাকার মানুষ ইসলামের পথে ধাবিত হয়। ওই আধ্যাত্মিক সাধকের পরবর্তী উত্তরসূরী হিসাবে তরিকতের কাজ শুরু করেন সৈয়দ কালা শাহ্’র ছেলে সৈয়দ ফেরাই শাহ ফকির আধ্যাত্মিকতার কাজ চালিয়ে যান। তিনি মারা যাওয়ার পর শাহ্ সৈয়দা জমিলা খাতুনের ছেলে পীরজাদা শাহ সৈয়দ মোঃ সেলিম উদ্দিন সাহেব বর্তমানে ওয়ারিশান হিসাবে ওই দরগাঁহ শরীফ তথা ভক্ত আশেকানদের মাঝে তরিকায়ের কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন যাবৎ উক্ত মাজার শরীফের মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন। মাজার শরীফে সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও প্রতি বছরের ১০ই ফাল্গুন বাৎসরিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, কোমার কাঁদা নামক স্থান সৈয়দ কালা শাহ ফকির থেকে কালা মানিক শাহ’র আস্তানা নামকরণ হয়ে থাকে। এ স্থানে প্রতিবছর ১লা ফাল্গুন ওরস মাহফিল হয়ে থাকে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *