বাহুবলে সেটেলমেন্ট অফিস ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য ॥ সাধারন মানুষ ভোগান্তিতে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ভূমি জরীপে আপিল ও আপত্তি মামলা নিয়ে চলছে তুগলকি কান্ড। দুর্নীতিবাজ কর্মকর্তা ও একশ্রেনীর দ্লাালদের খপ্পরে পড়ে সাধারন মানুষ হচ্ছেন সর্বশান্ত। উপজেলা পরিষদের সভায় এহেন দুর্নীতি নিয়ে আলোচনা হলেও বন্ধ হয়নি অবৈধ টাকার খেলা। বাহুবল উপজেলায় ভূমি জরিপে নিয়োজিত সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা কর্মচারিদের ঘুষ বানিজ্যের দৌরাতেœ সাধারন দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগিরা জানান, জরিপে কোন কোন ভূমির মূল মালিকের যাবতীয় কাগজপত্র থাকা সত্বেও এক শ্রেনীর দালালদের মাধ্যমে তা নানা জনের নামে মাঠ পরচা দিয়ে বিরোধ সূষ্টি করে। পরিবর্তীতে মূল মালিক আপিল করলে শুরু হয় টাকার খেলা। বিষয়টি নিস্পত্তির লক্ষে নানা অজুহাতে হাজার হাজার টাকা হাতিয়ে নেন এখানে কর্মরত পিয়ন থেকে শুরু করে উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা। ২০০৬ সাল থেকে এ উপজেলায় জরিপ কাজ শুরু হয়। বর্তমানে আপিল নিষ্পত্তির কাজ চলছে। উপজেলায় ১৪২ টি মৌজায় ২৫ হাজার ৫শ ২৪ টি আপত্তি মামলা রয়েছে। এখন পর্যন্ত ৭৯ মৌজায় ৩ হাজার ৫০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। সেটেমেন্ট অফিসার জিতেন্দ্র চন্দ্র দাশ দুর্নীতির হোতা বলে ভুক্তভোগিদের অভিযোগ। তারা জানান, দালাল ও তার অফিসের পেশকার লিয়াকত সার্ভেয়ার ও পিয়নদের মাধ্যমে বিভিন্ন জঠিলতা সৃষ্টি করে সাধারন কৃষক থেকে শুরু করে সকল পেশার লোকজনের নিকট থেকে উৎকোচ নিয়ে থাকেন। আপিল করতে পূর্বে যেখানে ২/৩ হাজার টাকা ঘুষ নেয়া হতো বর্তমানে জোনাল সেটেলমেন্ট অফিসের নিদের্শে আপিল করার সময় শেষ হয়ে গেছে এ অজুহাত দেখিয়ে ন্যুনতম ৫ হাজার টাকা নেয়া হচ্ছে। ভুক্তভোগিরা এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও ইউ এন ও কে অবহিত করেছেন। উপজেলা পরিষদ মাসিক সভায় এ নিয়ে আলোচনা হলেও ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি। ভুক্তভোগিরা জানান, সেটেলমেন্টের লোকেরা নানা ভাবে হয়রানি করে থাকে। এক জনের জমি অন্যের নামে কাগজপত্র দিয়ে থাকে। দিনের পর দিন ঘুরিয়ে ও কাজ করেনা। টাকা পয়সা নিয়েও কাজ করেনা। অনেকের টাকা নিয়ে চলেগেছে। সেটেলমেন্ট অফিসার জিতেন দাশের নিদের্শেই তার লোকজন হয়রানি করে থাকে। মোঃ আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান বাহুবল, তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর আমি সেটেমেন্ট কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। তারা বলেছেন দুর্নীতির সাথে তারা জড়িত নন। এলাকার কিছু লোক সাধারন মানুষকে হয়রানি করছে।আমি তাদেরকে দালালদের তালিকা দিতে বলেছি। তারা আরো বলেছেন তাদের দ্বারা কোন অনিয়ম হয়, তা হলে উপজেলা চেয়ারম্যান তাদের বিচার করতে পারবেন। তারপরেও শুনেছি তারা অনিয়ম ও দুর্নীতি করছেন। মোহাম্মদ নাজমুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাহুবল উপজেলা, তিনি বলেন সেটেমেন্ট অফিসে দুর্নীতি হচ্ছে এমর্মে তার কাছে অভিযোগ এসেছে। তিনি তাদেরকে সতর্ক করে বলেছেন যদি বিক্ষোব্দ জনগন কোন কিছু করে তা হলে সামাল দেয়া যাবেনা। জিতেন্দ্র চন্দ্র দাশ, সহকারি সেটেলমেন্ট অফিসার বাহুবল ,তিনি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে কোন সদুত্তর না দিয়ে পাশ কাটিয়ে গেছেন। আপত্তি ও নিষ্পত্তি মামলার ৯৮ ভাগ শেষ হয়েছে বলে যে পরিসংখ্যান দিয়েছেন তা বাস্তবতার সাথে মিল নেই। হয়রানি ও ঘুষ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তার কাছে কোন অভিযোগ নেই জানিয়ে বলেন তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তার কাছে আবেদন করার জন্য জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *