বাহুবলের ধলিয়া ছড়ার বালু হরিলুট

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ‘বালুর খনি’ নামে পরিচিত হরিতলা এলাকায় অবস্থিত ধলিয়াছড়ার বালু হরিলুট চলছে। চলতি বাংলা সনে সরকারের পক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ওই ছড়া ইজারা না দিলেও একটি অসাধু মহল (এরপর পৃষ্ঠা-২) সম্পূর্ণ অবৈধভাবে ছড়ার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে চড়াদামে বিক্রি করছে। সেখান থেকে বালু ব্যবসায়ীরা ট্রাকের পর ট্রাক বালু ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। ফলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সরকারি সম্পদ মানেই জনগণের সম্পদ। সেই জনগণের সম্পদ আজ কতিপয় লুটেরাদের কবলে পড়ে খোয়া যাচ্ছে। চলতি বছর সরকার বাহুবলের তেলিয়াছড়া ইজারা দিলে ওই মহলটি তেলিয়াছড়ার বালু বলেই বুলি আওড়ালেও গোপনে রয়েছে প্রশাসন ও কতিপয় রাজনৈতিক নেতার সাথে আঁতাত। ধলিয়াছড়ার বালু এমনভাবে তোলা হচ্ছে, যার আশপাশের বাড়িঘর পর্যন্ত ধসে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সরেজমিনে গেলে এমন দৃশ্যই চোখে ভেসে উঠেছে। ইতিপূর্বে কয়েকটি বাড়ি ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত বছর বা এরও আগে ওই ছড়ার বালু অবৈধভবে উত্তোলন ও পরবহণের দায়ে স্থানীয় প্রশাসন আইনী ব্যবস্থা নিলেও এবার প্রশাসনের নজরেই পড়েনি বলে মনে হয়। এতে করে সরকার অনুমান ৫০ লাখ টাকার রাজস্ব আয় থেকেই বঞ্চিত হচ্ছে বলে সচেতন মহলের ধারণা। ওই ছড়া থেকে বালু পাচাঁর করতে করতে এমন অবস্থা সৃষ্টি হয়েছে- দেখলে বুঝা যায় যেন এলাকাটি একটি হাওর। কিন্তু খনির বালু তো! যেন শেষ হয় না। তবে যাই হোক, পরিবেশ ও মানুষের বসতি টিকিয়ে রাখার স্বার্থে জনগণের ও্ই সম্পদটি রক্ষা করা একান্ত প্রয়োজন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *